ETV Bharat / state

একসঙ্গে থাকতে চাই, নিরাপত্তা দিন; হাইকোর্টে 2 যুবতি - kolkata

দুই যুবতির একসঙ্গে থাকায় বাধা দিচ্ছে পরিবার । দেওয়া হচ্ছে ক্রমাগত হুমকি । নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা । পাশে দাঁড়িয়েছে আদালত ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 29, 2019, 9:04 AM IST

Updated : May 29, 2019, 9:18 AM IST

কলকাতা, 29 মে : পরিচয় থেকে সম্পর্ক গড়ায় প্রেমে । একসঙ্গে থাকার সিদ্ধান্তও নেয় দুই যুবতি । কিন্তু, বাধ সাধে একজনের পরিবার । ক্রমাগত হুমকিতে তাঁদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে । তাই নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই দুই যুবতি । পাশে দাঁড়িয়েছে আদালতও । বিচারপতি জানিয়েছেন, দু'টি মেয়ের সম্পর্ক অন্য সম্পর্কের মতোই স্বাভাবিক । পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছেন তিনি ।

বছর 29 -র ওই দুই যুবতি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে MBA পাশ করেছেন । 2010 সালের জানুয়ারিতে তাঁদের পরিচয় হয় । তারপর তা গড়ায় প্রেমের সম্পর্কে । বর্তমানে দু'জন সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে থাকার । অভিযোগ, এক যুবতির মা ও ভাই এতে আপত্তি জানিয়েছেন । শুধু তাই নয়, ধর্ষণ করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে । এরপরই সম্পর্কে নিরাপত্তা চেয়ে গতকাল আদালতের দ্বারস্থ হন তাঁরা ।

বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি বলেন, "দু'জন মেয়ের সম্পর্ক অন্যান্য সম্পর্কের মতোই স্বাভাবিক। এনিয়ে আলাদা করে কিছু বলার নেই।" পাশাপাশি তিনি আনন্দপুরের OC, IGP সাউথ বেঙ্গল, পুলিশ কমিশনারকে নিরাপত্তার দেওয়ার নির্দেশ দেন । প্রয়োজনে DC সাউথ ওদের বাড়িতে পুলিশ পিকেট বসানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি ।

ভিডিয়োয় শুনুন আইনজীবীর বক্তব্য

মামলাকারীদের আইনজীবী ইন্দ্রজিৎ দে বলেন, "যুবতিদের একজনের মা ও দাদা ক্রমাগত হুমকি দিচ্ছেন । মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে । ধর্ষণ করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে।"

এক যুবতি বলেন, "আমাদের 10 বছরের সম্পর্ক । আমার পরিবারে কোনও সমস্যা নেই । ওর পরিবার থেকে মানতে পারছে না । আমার বাড়িতে গিয়ে ঝামেলা করছে ওর ভাই । ফোনে হুমকি দেওয়া হচ্ছে । এদিকে ওর ভাই, মা ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে । ওর মা ওকে বলেছে রাস্তায় নগ্ন করে দাঁড় করিয়ে দেব, দেখবি কেমন লাগে । আজকের নির্দেশে আমরা খুব খুশি ।"

কলকাতা, 29 মে : পরিচয় থেকে সম্পর্ক গড়ায় প্রেমে । একসঙ্গে থাকার সিদ্ধান্তও নেয় দুই যুবতি । কিন্তু, বাধ সাধে একজনের পরিবার । ক্রমাগত হুমকিতে তাঁদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে । তাই নিরাপত্তার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই দুই যুবতি । পাশে দাঁড়িয়েছে আদালতও । বিচারপতি জানিয়েছেন, দু'টি মেয়ের সম্পর্ক অন্য সম্পর্কের মতোই স্বাভাবিক । পুলিশি নিরাপত্তার নির্দেশ দিয়েছেন তিনি ।

বছর 29 -র ওই দুই যুবতি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে MBA পাশ করেছেন । 2010 সালের জানুয়ারিতে তাঁদের পরিচয় হয় । তারপর তা গড়ায় প্রেমের সম্পর্কে । বর্তমানে দু'জন সিদ্ধান্ত নিয়েছেন একসঙ্গে থাকার । অভিযোগ, এক যুবতির মা ও ভাই এতে আপত্তি জানিয়েছেন । শুধু তাই নয়, ধর্ষণ করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে । এরপরই সম্পর্কে নিরাপত্তা চেয়ে গতকাল আদালতের দ্বারস্থ হন তাঁরা ।

বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি বলেন, "দু'জন মেয়ের সম্পর্ক অন্যান্য সম্পর্কের মতোই স্বাভাবিক। এনিয়ে আলাদা করে কিছু বলার নেই।" পাশাপাশি তিনি আনন্দপুরের OC, IGP সাউথ বেঙ্গল, পুলিশ কমিশনারকে নিরাপত্তার দেওয়ার নির্দেশ দেন । প্রয়োজনে DC সাউথ ওদের বাড়িতে পুলিশ পিকেট বসানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি ।

ভিডিয়োয় শুনুন আইনজীবীর বক্তব্য

মামলাকারীদের আইনজীবী ইন্দ্রজিৎ দে বলেন, "যুবতিদের একজনের মা ও দাদা ক্রমাগত হুমকি দিচ্ছেন । মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে । ধর্ষণ করিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে।"

এক যুবতি বলেন, "আমাদের 10 বছরের সম্পর্ক । আমার পরিবারে কোনও সমস্যা নেই । ওর পরিবার থেকে মানতে পারছে না । আমার বাড়িতে গিয়ে ঝামেলা করছে ওর ভাই । ফোনে হুমকি দেওয়া হচ্ছে । এদিকে ওর ভাই, মা ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে । ওর মা ওকে বলেছে রাস্তায় নগ্ন করে দাঁড় করিয়ে দেব, দেখবি কেমন লাগে । আজকের নির্দেশে আমরা খুব খুশি ।"

Intro:সহবাসে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ দুটি মেয়ে Body:
মানস নস্কর---

সহবাসে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতা শহরেরই দুজন মেয়ে

কলকাতা ২৮ মেঃ
সহবাসে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কলকাতা শহরেরই দুজন মেয়ে।বছর উনতিরিশের দুজনই হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে MBAকরেছেন।গত ১০ বছরের সম্পর্ক। ২০১০ সালের ৯ জানুয়ারি তাদের পরিচয় হয় একে অপরের সাথে, তারপর প্রেম। একসাথে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয় দুজনে।কিন্ত এখন বাদ সাধছে একটি মেয়ের মা ও ভাই।একটি মেয়ের মা হুমকি দিচ্ছে বাড়ি ফিরে যাওয়ার জন্য।বিয়ে দেবে তারা কোন ছেলের সাথে এটাই তাদের বক্তব্য। কিন্ত ফিরতে চায়না মেয়েটি তাই বাধ্য হয়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।আজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নিরাপত্তার দাবিতে।

বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি তাদের বক্তব্য শোনার পর জানালেন,"দুজন মেয়ের সম্পর্ক অন্যান্য সম্পর্কের মতই স্বাভাবিক। এনিয়ে আলাদা করে কিছু বলার নেই।" পাশাপাশি তিনি ওসি আনন্দপুর, আইজিপি পুলিশ সাউথ বেঙ্গল, কমিশনার অফ পুলিশকে নিরাপত্তার ব্যাবস্থা করার নির্দেশ দেন। এবং প্রয়োজনে ডি সি সাউথ ওদের বাড়িতে পুলিশ পিকেট দেবে বলে জানিয়েছেন।

মেয়ে দুটির তরফে সওয়ালকারী আইনজীবী ইন্দ্রজিৎ দে জানালেন,"১নং আবেদনকারীকে ক্রমাগত তার মা ও দাদা থ্রেট করছে। মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছে।ওর নামে আনন্দপুর বাইপাসে কিছু সম্পত্তি রয়েছে সেগুলো হাতানোর ধান্দা অছিলা ও হতে পারে।মেয়েটির মা ওকে ছেলে দিয়ে ধর্ষণ করিয়ে দেবে বলেও হুমকি দিয়েছে। "
মেয়েদুটির একজন জানালেন,"গত ১০ বছরের সম্পর্ক। মোটামুটি সবটাই মেনে নিয়েছিল।আমার পরিবারে তো কোন সমস্যাই নেই।ওর পরিবার থেকে মানতে পারছে না।এই ভোটের আগে থেকে ঝামেলা শুরু হয়েছে। আমার বাড়িতে গিয়ে আমার আত্মীয়দের বাড়িতে গিয়ে ঝামেলা করছে ওর ভাই। ফোনে হুমকি দেওয়া হচ্ছে। ওর ভাই মা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে।ওর মা এমন কি এরকমও বলেছে যে নগ্ন করে রাস্তায় দাড় করিয়ে দেবো।ছেলে দিয়ে রেপ করিয়ে দেবো। কেমন লাগে দেখবি।আমার বাড়ি থেকে কোন সমস্যা নেই। আমার বাড়ির লোকজন, মামা বাড়ির লোকজন তো ওকে খুবই পছন্দ করে। আজকের রায়ে বেশ আনন্দ হচ্ছে। "
Conclusion:
Last Updated : May 29, 2019, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.