ETV Bharat / state

Saltlake Road Accident : সল্টলেকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি ; গুরুতর আহত চালক - সল্টলেকে পথ দুর্ঘটনা

সল্টলেক মেট্রো স্টেশনের কাছে পথ দুর্ঘটনা (Saltlake Road Accident) ৷ কুকুরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চারচাকা ৷ গুরুতর আহত গাড়ির চালক ৷

saltlake
সল্টলেক মেট্রো স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি
author img

By

Published : Apr 28, 2022, 11:32 AM IST

কলকাতা, 28 এপ্রিল : সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো স্টেশনের কাছে দুর্ঘটনা (1 Serious Injured in a Road Accident at Saltlake)। উল্টে গেল একটি গাড়ি । অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন গাড়ির চালক ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো স্টেশনের ডিএল ব্লক থেকে এএল ব্লকের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি । দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি কুকুরকে ধাক্কা মেরে সিএল ব্লকের 57 নম্বর বাড়ির উল্টো দিকের ডিভাইডারে গিয়ে সজোরে আঘাত করে ৷ যার জেরে গাড়ির একটি চাকা ভেঙে 50 ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে । ড্রাইভার প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর পূর্ব থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে । পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা ৷

সল্টলেক মেট্রো স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি

স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী অশোক দাস বলেন, "গাড়ির মালিকই চালাচ্ছিলেন ৷ সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন তিনি ৷ একটি কুকুরকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারে ৷ অল্পের জন্য আমি রক্ষা পেয়েছি ৷"

আরও পড়ুন : Road Accident in Newtown : নিউটাউনে বেপরোয়া গতির বলি সাইকেল আরোহী

কলকাতা, 28 এপ্রিল : সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো স্টেশনের কাছে দুর্ঘটনা (1 Serious Injured in a Road Accident at Saltlake)। উল্টে গেল একটি গাড়ি । অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন গাড়ির চালক ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো স্টেশনের ডিএল ব্লক থেকে এএল ব্লকের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি । দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি কুকুরকে ধাক্কা মেরে সিএল ব্লকের 57 নম্বর বাড়ির উল্টো দিকের ডিভাইডারে গিয়ে সজোরে আঘাত করে ৷ যার জেরে গাড়ির একটি চাকা ভেঙে 50 ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে । ড্রাইভার প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিধাননগর পূর্ব থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে । পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা ৷

সল্টলেক মেট্রো স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি

স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী অশোক দাস বলেন, "গাড়ির মালিকই চালাচ্ছিলেন ৷ সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন তিনি ৷ একটি কুকুরকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারে ৷ অল্পের জন্য আমি রক্ষা পেয়েছি ৷"

আরও পড়ুন : Road Accident in Newtown : নিউটাউনে বেপরোয়া গতির বলি সাইকেল আরোহী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.