ETV Bharat / state

ব্ল্যাক ফাংগাসের লক্ষণ আরও একজনের দেহে , রাজ্যে আক্রান্ত 6 - corona update

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজ্য । এর মধ্যেই গোদের উপর বিষফোঁড়া ব্ল্যাক ফাংগাসের আতঙ্ক বাড়িয়েছে মানুষের । স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে রাজ্যে ব্ল্যাক ফাংগাসে আক্রান্তের সংখ্যা পাঁচ । এরই মধ্যে ব্ল্যাক ফাংগাসের লক্ষণ ধরা পড়েছে আরও এক ব্য়ক্তির শরীরে । তিনি ষষ্ঠ নম্বর ব্যক্তি ।

1 more people infected with Black Fungus
ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত আরও 1 জন
author img

By

Published : May 23, 2021, 5:21 PM IST


কলকাতা, 23 মে : শহরে আরও এক ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত রোগীর হদিশ মিলল । বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । জানা গিয়েছে, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি । চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে । পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় । কিন্তু ফের অস্বস্তি বোধ করায় চিকিৎসকরা তাঁকে শারীরিক টেস্ট করাতে বলেন । রিপোর্টে জানা যায়, ওই ব্যক্তি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত । তবে চিকিৎসকদের দাবি, আপাতত ভাল রয়েছেন তিনি ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজ্য । এর মধ্যেই গোদের উপর বিষফোঁড়া ব্ল্যাক ফাংগাসের আতঙ্ক বাড়িয়েছে মানুষের । স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে রাজ্যে এখনও ব্ল্যাক ফাংগাসে আক্রান্তের সংখ্যা পাঁচ । তবে একই উপসর্গ থাকা বাকি পাঁচজনের মতো তিনিও ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত কি না তা আরও বিস্তারিত পরীক্ষার পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর । ব্ল্যাক ফাংগাসের খোঁজে সব জেলাকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবন থেকে । বৃহস্পতি ও শুক্রবার পরপর দু‘দিন এনিয়ে দফায় দফায় বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যকর্তারা । রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মিউকরমাইকোসিস নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে । এর পাশাপাশি ব্ল্যাক ফাংগাস চিকিৎসার প্রোটোকল ও একটি নির্দেশিকাও তৈরি করেছে স্বাস্থ্য দফতর ।

আরও পড়ুন : রাজ্যেও ব্ল্যাক ফাংগাসের হানা! কী এই রোগের লক্ষণ? প্রতিকারই বা কী?

ব্ল্যাক ফাংগাস বা মিউকরমায়কোসিস একটি মারণ সংক্রমণ । কোভিড সংক্রমণ থেকে রোগী সুস্থ হয়ে উঠলে তাঁর রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় । তখনই এই জাতীয় ফাংগাস শরীরে বাসা বাঁধে । যে সব রোগীকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা করা হয়েছে এবং যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবিটিস রয়েছে, বেশি পরিমাণে স্টেরয়েড দেওয়া হয়েছে, তাঁদের শরীরের এই জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ।


কলকাতা, 23 মে : শহরে আরও এক ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত রোগীর হদিশ মিলল । বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । জানা গিয়েছে, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি । চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে । পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় । কিন্তু ফের অস্বস্তি বোধ করায় চিকিৎসকরা তাঁকে শারীরিক টেস্ট করাতে বলেন । রিপোর্টে জানা যায়, ওই ব্যক্তি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত । তবে চিকিৎসকদের দাবি, আপাতত ভাল রয়েছেন তিনি ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজ্য । এর মধ্যেই গোদের উপর বিষফোঁড়া ব্ল্যাক ফাংগাসের আতঙ্ক বাড়িয়েছে মানুষের । স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুসারে রাজ্যে এখনও ব্ল্যাক ফাংগাসে আক্রান্তের সংখ্যা পাঁচ । তবে একই উপসর্গ থাকা বাকি পাঁচজনের মতো তিনিও ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত কি না তা আরও বিস্তারিত পরীক্ষার পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর । ব্ল্যাক ফাংগাসের খোঁজে সব জেলাকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবন থেকে । বৃহস্পতি ও শুক্রবার পরপর দু‘দিন এনিয়ে দফায় দফায় বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যকর্তারা । রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই মিউকরমাইকোসিস নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে । এর পাশাপাশি ব্ল্যাক ফাংগাস চিকিৎসার প্রোটোকল ও একটি নির্দেশিকাও তৈরি করেছে স্বাস্থ্য দফতর ।

আরও পড়ুন : রাজ্যেও ব্ল্যাক ফাংগাসের হানা! কী এই রোগের লক্ষণ? প্রতিকারই বা কী?

ব্ল্যাক ফাংগাস বা মিউকরমায়কোসিস একটি মারণ সংক্রমণ । কোভিড সংক্রমণ থেকে রোগী সুস্থ হয়ে উঠলে তাঁর রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় । তখনই এই জাতীয় ফাংগাস শরীরে বাসা বাঁধে । যে সব রোগীকে দীর্ঘদিন আইসিইউতে রেখে চিকিৎসা করা হয়েছে এবং যাঁদের অনিয়ন্ত্রিত ডায়াবিটিস রয়েছে, বেশি পরিমাণে স্টেরয়েড দেওয়া হয়েছে, তাঁদের শরীরের এই জাতীয় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.