ETV Bharat / state

লকডাউনে ঘরে বসেই মিলবে চিকিৎসকদের পরামর্শ - কালিম্পং

লকডাউনের জেরে রোগীরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না থাকেন সেই কারণেই ফোন এবং হোয়াটস অ্যাপ পরিষেবা চালু করল কালিম্পং পৌরসভা ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 22, 2020, 12:47 PM IST

কালিম্পং, 22 এপ্রিল : লকডাউনে চিকিৎকদের সঙ্গে যোগাযোগ রাখতে ফোন এবং হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করল কালিম্পং পৌরসভা । বর্তমানে ঘরবন্দী রয়েছেন মানুষ । চলছে না গণপরিবহন । বেসরকারি যানবাহনের সংখ্যাও নেই বললেই চলে । সেই কারণেই রোগীদের মুশকিল আসানে এবার কালিম্পঙে চালু হল এই পরিষেবা । কেউ অসুস্থ হলে টেলিফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে । মিলবে চিকিৎসা পরামর্শ । রোগীরা কোন চিকিৎসকের সঙ্গে কখন যোগাযোগ করবেন সেই তালিকাও তৈরি করে দিয়েছে কালিম্পং পৌরসভা ।

পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান বলেন, "8 জন চিকিৎসক এই পরিষেবা আজ থেকে শুরু করবেন । কোনও রকম খরচা ছাড়াই ওই চিকিৎসকরা রোগীদের পরামর্শ ও চিকিৎসা পরিষেবা দেবেন । কার্ডিওলজিস্ট থেকে স্ত্রী-রোগ বিশেষজ্ঞ, শল্যচিকিৎসক, হাড়ের ডাক্তার, শিশুরোগ বিশেষজ্ঞ, দাঁতের ডাক্তার সহ অন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা টেলিফোন, অনলাইনে এই পরিষেবা দেবেন । "

এর আগে GTA-র তত্ত্বাবধানে এই পরিষেবা শুরু হয় । দার্জিলিঙের অনুকরণে এবার কালিম্পঙেও শুরু হল এই পরিষেবা ।

কালিম্পং, 22 এপ্রিল : লকডাউনে চিকিৎকদের সঙ্গে যোগাযোগ রাখতে ফোন এবং হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করল কালিম্পং পৌরসভা । বর্তমানে ঘরবন্দী রয়েছেন মানুষ । চলছে না গণপরিবহন । বেসরকারি যানবাহনের সংখ্যাও নেই বললেই চলে । সেই কারণেই রোগীদের মুশকিল আসানে এবার কালিম্পঙে চালু হল এই পরিষেবা । কেউ অসুস্থ হলে টেলিফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে । মিলবে চিকিৎসা পরামর্শ । রোগীরা কোন চিকিৎসকের সঙ্গে কখন যোগাযোগ করবেন সেই তালিকাও তৈরি করে দিয়েছে কালিম্পং পৌরসভা ।

পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান বলেন, "8 জন চিকিৎসক এই পরিষেবা আজ থেকে শুরু করবেন । কোনও রকম খরচা ছাড়াই ওই চিকিৎসকরা রোগীদের পরামর্শ ও চিকিৎসা পরিষেবা দেবেন । কার্ডিওলজিস্ট থেকে স্ত্রী-রোগ বিশেষজ্ঞ, শল্যচিকিৎসক, হাড়ের ডাক্তার, শিশুরোগ বিশেষজ্ঞ, দাঁতের ডাক্তার সহ অন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা টেলিফোন, অনলাইনে এই পরিষেবা দেবেন । "

এর আগে GTA-র তত্ত্বাবধানে এই পরিষেবা শুরু হয় । দার্জিলিঙের অনুকরণে এবার কালিম্পঙেও শুরু হল এই পরিষেবা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.