ETV Bharat / state

Extra Marital Affairs: পুলিশি তৎপরতায় সংসারে ফিরলেন রাজমিস্ত্রির 'প্রেমে' ঘর ছাড়া সিভিক ভলান্টিয়ারের স্ত্রী

author img

By

Published : Mar 20, 2023, 10:25 AM IST

সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে উদ্ধার করার পাশাপাশি রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ (Wife of Civic Volunteer Returned Home)৷ রাজমিস্ত্রিকে 14 দিন জেল হেফাজতের থাকার নির্দেশ দিয়েছেন বিচারক ।

Extra Marital Affairs
প্রতীকী ছবি

ঝাড়গ্রাম, 19 মার্চ: একেই বোধহয় বলে 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া!' ৷ স্বামী সিভিক ভলান্টিয়ার, তাতে কী? ভালোবাসার জন্য সব কিছুই করা যায় ৷ আর তাই বোধহয় রাজমিস্ত্রির 'প্রেমে' বাড়ি ছাড়লেন সিভিক ভলান্টিয়ারের স্ত্রী ! অপহরণের লিখিত অভিযোগ দায়ের হওয়ায় বাঁকুড়া থেকে সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে উদ্ধার করার পাশাপাশি রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানা এলাকায় (Extra Marital Affairs Case in Jhargram)। গোপীবল্লভপুরের এসডিপিও কৃষ্ণগোপাল মীনার দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ।

জানা গিয়েছে, ধৃত রাজমিস্ত্রির নাম কারিবুল পাঠান (21)। বাড়ি বাঁকুড়ায় । সূত্রের খবর, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1নং ব্লকের সমাধিপাড়ার বাসিন্দা ওই সিভিক ভলান্টিয়ার । তিনি গোপীবল্লভপুর থানায় কর্মরত ৷ বছর 14 আগে গোপীবল্লভপুরের 1নম্বর ব্লকের বাসিন্দা এক মহিলার সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। তাঁদের 13 বছর এবং সাড়ে 5 বছরের দুটি ছেলে রয়েছে । এর আগে বাবা-মায়ের সঙ্গে স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে বাবা-মাকে আলাদা রেখে ওই সিভিক ভলান্টিয়ার স্ত্রী ও পুত্রদের নিয়ে সমাধিপাড়ায় নতুন বাড়ি করে চলে যান। তাঁদের বাড়ির পাশে একটি বাড়িতে বছর দেড়েক আগে ভাড়া আসেন বেশ কয়েকজন ভিন জেলার রাজমিস্ত্রি ও ফেরিওয়ালা । তার মধ্যেই ছিলেন এই রাজমিস্ত্রিও।

সেখান থেকেই ভালোবাসার শুরু ৷ ওই রাজমিস্ত্রির সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠে সিভিক ভলান্টিয়ারের পরিবারের । সিভিক ভলান্টিয়ারকে 'কাকু' এবং তাঁর স্ত্রীকে 'কাকিমা' বলেই ডাকতেন ধৃত রাজমিস্ত্রি । আর সেই রাজমিস্ত্রির 'প্রেমে' মজেছিলেন সিভিক ভলান্টিয়ারের স্ত্রী। শেষমেশ 2 ছেলে ও স্বামীকে রেখে সংসার ছাড়েন স্ত্রী ।

আরও পড়ুন: অন্য মেয়েকে নিয়ে পলাতক স্বামী, ঘরে ফেরাতে পুলিশের সামনে ধরনায় স্ত্রী

জানা গিয়েছে, গত 15 মার্চ স্ত্রী বাড়ি ছাড়েন। পরদিন গোপীবল্লভপুর থানায় স্ত্রীকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন সিভিক ভলান্টিয়ার । পুলিশ তদন্তে নেমে গত শনিবার রাতে বাঁকুড়া জেলার ছাতনার মসজিদগোড়ার একটি বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। অপহরণের অভিযোগে কারিবুল পাঠানকে গ্রেফতার করা হয় । রবিবার ধৃত রাজমিস্ত্রিকে ঝাড়গ্রামের এসিজেএম আদালতে তোলা হয় । সরকারি আইনজীবী পবিত্র রানা বলেন, "বিচারক রাজমিস্ত্রিকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গৃহবধূকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।"

ঝাড়গ্রাম, 19 মার্চ: একেই বোধহয় বলে 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া!' ৷ স্বামী সিভিক ভলান্টিয়ার, তাতে কী? ভালোবাসার জন্য সব কিছুই করা যায় ৷ আর তাই বোধহয় রাজমিস্ত্রির 'প্রেমে' বাড়ি ছাড়লেন সিভিক ভলান্টিয়ারের স্ত্রী ! অপহরণের লিখিত অভিযোগ দায়ের হওয়ায় বাঁকুড়া থেকে সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে উদ্ধার করার পাশাপাশি রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে গোপীবল্লভপুর থানার পুলিশ । ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানা এলাকায় (Extra Marital Affairs Case in Jhargram)। গোপীবল্লভপুরের এসডিপিও কৃষ্ণগোপাল মীনার দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ।

জানা গিয়েছে, ধৃত রাজমিস্ত্রির নাম কারিবুল পাঠান (21)। বাড়ি বাঁকুড়ায় । সূত্রের খবর, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1নং ব্লকের সমাধিপাড়ার বাসিন্দা ওই সিভিক ভলান্টিয়ার । তিনি গোপীবল্লভপুর থানায় কর্মরত ৷ বছর 14 আগে গোপীবল্লভপুরের 1নম্বর ব্লকের বাসিন্দা এক মহিলার সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। তাঁদের 13 বছর এবং সাড়ে 5 বছরের দুটি ছেলে রয়েছে । এর আগে বাবা-মায়ের সঙ্গে স্ত্রীর পারিবারিক অশান্তির জেরে বাবা-মাকে আলাদা রেখে ওই সিভিক ভলান্টিয়ার স্ত্রী ও পুত্রদের নিয়ে সমাধিপাড়ায় নতুন বাড়ি করে চলে যান। তাঁদের বাড়ির পাশে একটি বাড়িতে বছর দেড়েক আগে ভাড়া আসেন বেশ কয়েকজন ভিন জেলার রাজমিস্ত্রি ও ফেরিওয়ালা । তার মধ্যেই ছিলেন এই রাজমিস্ত্রিও।

সেখান থেকেই ভালোবাসার শুরু ৷ ওই রাজমিস্ত্রির সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠে সিভিক ভলান্টিয়ারের পরিবারের । সিভিক ভলান্টিয়ারকে 'কাকু' এবং তাঁর স্ত্রীকে 'কাকিমা' বলেই ডাকতেন ধৃত রাজমিস্ত্রি । আর সেই রাজমিস্ত্রির 'প্রেমে' মজেছিলেন সিভিক ভলান্টিয়ারের স্ত্রী। শেষমেশ 2 ছেলে ও স্বামীকে রেখে সংসার ছাড়েন স্ত্রী ।

আরও পড়ুন: অন্য মেয়েকে নিয়ে পলাতক স্বামী, ঘরে ফেরাতে পুলিশের সামনে ধরনায় স্ত্রী

জানা গিয়েছে, গত 15 মার্চ স্ত্রী বাড়ি ছাড়েন। পরদিন গোপীবল্লভপুর থানায় স্ত্রীকে অপহরণের লিখিত অভিযোগ দায়ের করেন সিভিক ভলান্টিয়ার । পুলিশ তদন্তে নেমে গত শনিবার রাতে বাঁকুড়া জেলার ছাতনার মসজিদগোড়ার একটি বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। অপহরণের অভিযোগে কারিবুল পাঠানকে গ্রেফতার করা হয় । রবিবার ধৃত রাজমিস্ত্রিকে ঝাড়গ্রামের এসিজেএম আদালতে তোলা হয় । সরকারি আইনজীবী পবিত্র রানা বলেন, "বিচারক রাজমিস্ত্রিকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গৃহবধূকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.