ETV Bharat / bharat

পরীক্ষায় দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ ! 2 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত - Jharkhand Government - JHARKHAND GOVERNMENT

Internet Service Suspended: পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যে দু'দিন ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল সরকার ৷ 21 ও 22 সেপ্টেম্বর বন্ধ থাকবে এই পরিষেবা ৷

Internet Service Suspended
ইন্টারনেট পরিষেবা বন্ধ (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 3:22 PM IST

রাঁচি, 21 সেপ্টেম্বর: রাজ্যে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা স্বচ্ছ রাখতে টানা দু'দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে ৷ 21 ও 22 সেপ্টেম্বর ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷ পরীক্ষায় দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত ৷ সরকারি ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল 8 টা থেকে দুপুর 1.30 টা পর্যন্ত পরিষেবা স্থগিত করা হবে ৷ পরীক্ষার সময় কোনও দুর্নীতি হয়েছে কি না, তা যাচাই করতে রবিবারও বন্ধ রাখা হবে পরিষেবা ৷

এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন ৷ তিনি লেখেন, "কোনও অবস্থাতেই অবহেলা সহ্য করা হবে না ৷ যদি কেউ পরীক্ষার সময় কারচুপির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ৷" উল্লেখ্য, মোট 823টি কেন্দ্রে হবে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা ৷ প্রায় 6.39 লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৷ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য এই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বিবৃতিতে বলে হয়েছে, "আগে বেশ কয়েকবার দেখা গিয়েছে, ইন্টারনেট বা ওয়াইফাইয়ের সাহায্যে পরীক্ষায় কারচুপির জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স (টুইটার), টেলিগ্রাম এবং ইউটিউব ব্যবহার করেছেন অনেকে ৷ কিন্তু এই বছর পরীক্ষায় যাতে কোনও রকম দুর্নীতি না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার ৷" ঝাড়খণ্ড সরকার পরিস্থিতি খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছে ৷ স্বচ্ছ পরীক্ষা পরিচালনার স্বার্থে, মোবাইল ইন্টারনেট, মোবাইল ডেটা এবং মোবাইলের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখছে সরকার ৷

মাত্র কয়েকদিন আগে অমস সরকারও নিয়োগ পরীক্ষা সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে এমনই অভিনব পদক্ষেপ নেয় ৷ কারচুপি রুখতে পরীক্ষার দিন সকাল 10 টা থেকে শুরু সাড়ে তিন ঘন্টার জন্য রাজ্যজুড়ে মোবাইল ইন্টারনেট এবং ওয়াই-ফাই পরিষেবা স্থগিত করার নির্দেশ দেয় রাজ্য সরকার ৷ অসম নিয়োগ পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্যই এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে।

রাঁচি, 21 সেপ্টেম্বর: রাজ্যে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা স্বচ্ছ রাখতে টানা দু'দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকছে ৷ 21 ও 22 সেপ্টেম্বর ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে ৷ পরীক্ষায় দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত ৷ সরকারি ঘোষণা অনুযায়ী, শনিবার সকাল 8 টা থেকে দুপুর 1.30 টা পর্যন্ত পরিষেবা স্থগিত করা হবে ৷ পরীক্ষার সময় কোনও দুর্নীতি হয়েছে কি না, তা যাচাই করতে রবিবারও বন্ধ রাখা হবে পরিষেবা ৷

এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন ৷ তিনি লেখেন, "কোনও অবস্থাতেই অবহেলা সহ্য করা হবে না ৷ যদি কেউ পরীক্ষার সময় কারচুপির চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ৷" উল্লেখ্য, মোট 823টি কেন্দ্রে হবে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা ৷ প্রায় 6.39 লক্ষ প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৷ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য এই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বিবৃতিতে বলে হয়েছে, "আগে বেশ কয়েকবার দেখা গিয়েছে, ইন্টারনেট বা ওয়াইফাইয়ের সাহায্যে পরীক্ষায় কারচুপির জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স (টুইটার), টেলিগ্রাম এবং ইউটিউব ব্যবহার করেছেন অনেকে ৷ কিন্তু এই বছর পরীক্ষায় যাতে কোনও রকম দুর্নীতি না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার ৷" ঝাড়খণ্ড সরকার পরিস্থিতি খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নিয়েছে ৷ স্বচ্ছ পরীক্ষা পরিচালনার স্বার্থে, মোবাইল ইন্টারনেট, মোবাইল ডেটা এবং মোবাইলের ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখছে সরকার ৷

মাত্র কয়েকদিন আগে অমস সরকারও নিয়োগ পরীক্ষা সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে এমনই অভিনব পদক্ষেপ নেয় ৷ কারচুপি রুখতে পরীক্ষার দিন সকাল 10 টা থেকে শুরু সাড়ে তিন ঘন্টার জন্য রাজ্যজুড়ে মোবাইল ইন্টারনেট এবং ওয়াই-ফাই পরিষেবা স্থগিত করার নির্দেশ দেয় রাজ্য সরকার ৷ অসম নিয়োগ পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্যই এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.