ETV Bharat / sports

আল্লুর পুষ্পা 2'য়ে ওয়ার্নার! ক্রিকেটারকে ভিলেন অবতারে দেখে জল্পনা নেটপাড়ায় - DAVID WARNER - DAVID WARNER

DAVID WARNER LINKED TO PUSHPA 2: আল্লু অর্জুন এবং পুষ্পা সিনেমার প্রতি ডেভিড ওয়ার্নারের অনুরাগ অজানা নয় ৷ প্রিয় অভিনেতার ছবিতে কি এবার তাহলে অভিনয় করছেন অজি ক্রিকেটার ৷ সম্প্রতি ওয়ার্নারের ভাইরাল হওয়া শুটিংয়ের ছবি কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে ৷

DAVID WARNER LINKED TO PUSHPA 2
আল্লুর ছবিতে ওয়ার্নারকে নিয়ে জল্পনা (IANS/ GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 21, 2024, 3:16 PM IST

হায়দরাবাদ, 21 ডিসেম্বর: ভারতীয় সিনেমা বিশেষ করে তেলুগু ছবির প্রতি ডেভিড ওয়ার্নারের ভালোবাসার কথা অনুরাগীদের অজানা নয় ৷ আরও ভালো করে বললে আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা' ছবির প্রতি অজি ক্রিকেটার তাঁর অনুরাগের কথা ব্যক্ত করেছেন আগেই ৷ 'পুষ্পা' ছবিতে আল্লুর সিগ্নেচার স্টাইল নকল করে রিলস-ও বানাতে দেখা গিয়েছে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অজি ক্রিকেটারকে ৷ সেই ওয়ার্নারই কি 'ক্যামিও' করছেন পুষ্পা'র সিক্যুয়েলে ? এমনই জল্পনা নেটপাড়ায় ৷

ওয়ার্নারকে ভিন্ন অবতারে দেখে জল্পনার সূত্রপাত হয়েছে নেটপাড়ায় ৷ যেখানে অজি মারকুটে ব্যাটারকে দেখা যাচ্ছে গ্যাংস্টার বেশে ৷ সাদা শার্ট, সাজা ট্রাউজার; হাতে সোনালি রঙের বন্দুক আর চোখে সানগ্লাস ৷ সম্প্রতি এমন বেশেই মেলবোর্নে একটি ছবির শুটিংয়ে দেখা গিয়েছে বলে সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ এমনকী ওয়ার্নার যে উপমহাদেশীয় কোনও ছবির শুটিং সেরেছেন, তাও বলা হয়েছে সেইসব রিপোর্টে ৷ তারপরই নেটপাড়ায় জল্পনা তাহলে প্রিয় অভিনেতা আল্লু অর্জুনের আসন্ন 'পুষ্পা দ্য রুল' ছবিতেই ক্য়ামিও করছেন ওয়ার্নার ৷

যদিও ছবি নির্মাতা কিংবা ওয়ার্নারের তরফে এই খবরে কোনও সিলমোহর এখনও দেওয়া হয়নি ৷ তবে নেটপাড়ায় ওয়ার্নারের গ্যাংস্টার বেশে ছবি ভাইরাল হওয়ায় দু'য়ে দু'য়ে চার করছে নেটিজেনরা ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আল্লু অভিনীত 'পুষ্পা দ্য রাইস' ছবির ব্যাপক সাফল্যের পর চলতি বছরের শেষে 'পুষ্পা দ্য রুল' নিয়ে আসছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ৷ প্রাথমিকভাবে গত 15 অগস্ট ছবি মুক্তির কথা থাকলেও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না-হওয়ায় ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয় নির্মাতাদের তরফে ৷

তবে সূত্রের খবর, এই সময়ে বেশ কিছু দৃশ্যের পুনরায় শুটিং করছেন পরিচালক সুকুমার ৷ ইতিমধ্যেই 'পুষ্পা দ্য রুল' ছবির টিজার, ছবিতে আল্লু অর্জুনের লুক সামনে এসেছে ৷ ছবিতে রয়েছেন রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাসিলও ৷ পুষ্পা সিক্যুয়েলে আল্লু অর্জুনের ডান্স স্টেপ সামনে আসার পর সোশাল মিডিয়ায় অভিনেতার প্রশংসা করতে দেখা গিয়েছিল ওয়ার্নারকে ৷ পাল্টা অজি ক্রিকেটার আল্লুকে জানিয়েছিলেন, সামনাসামনি হলে তিনি তাঁকে এই স্টেপ শিখিয়ে দেবেন ৷ এখন দেখার জল্পনা সত্যি করে ভারতীয় ছবিতে ওয়ার্নারের অভিনয়ে আত্মপ্রকাশ হয় কি না?

হায়দরাবাদ, 21 ডিসেম্বর: ভারতীয় সিনেমা বিশেষ করে তেলুগু ছবির প্রতি ডেভিড ওয়ার্নারের ভালোবাসার কথা অনুরাগীদের অজানা নয় ৷ আরও ভালো করে বললে আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা' ছবির প্রতি অজি ক্রিকেটার তাঁর অনুরাগের কথা ব্যক্ত করেছেন আগেই ৷ 'পুষ্পা' ছবিতে আল্লুর সিগ্নেচার স্টাইল নকল করে রিলস-ও বানাতে দেখা গিয়েছে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অজি ক্রিকেটারকে ৷ সেই ওয়ার্নারই কি 'ক্যামিও' করছেন পুষ্পা'র সিক্যুয়েলে ? এমনই জল্পনা নেটপাড়ায় ৷

ওয়ার্নারকে ভিন্ন অবতারে দেখে জল্পনার সূত্রপাত হয়েছে নেটপাড়ায় ৷ যেখানে অজি মারকুটে ব্যাটারকে দেখা যাচ্ছে গ্যাংস্টার বেশে ৷ সাদা শার্ট, সাজা ট্রাউজার; হাতে সোনালি রঙের বন্দুক আর চোখে সানগ্লাস ৷ সম্প্রতি এমন বেশেই মেলবোর্নে একটি ছবির শুটিংয়ে দেখা গিয়েছে বলে সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ এমনকী ওয়ার্নার যে উপমহাদেশীয় কোনও ছবির শুটিং সেরেছেন, তাও বলা হয়েছে সেইসব রিপোর্টে ৷ তারপরই নেটপাড়ায় জল্পনা তাহলে প্রিয় অভিনেতা আল্লু অর্জুনের আসন্ন 'পুষ্পা দ্য রুল' ছবিতেই ক্য়ামিও করছেন ওয়ার্নার ৷

যদিও ছবি নির্মাতা কিংবা ওয়ার্নারের তরফে এই খবরে কোনও সিলমোহর এখনও দেওয়া হয়নি ৷ তবে নেটপাড়ায় ওয়ার্নারের গ্যাংস্টার বেশে ছবি ভাইরাল হওয়ায় দু'য়ে দু'য়ে চার করছে নেটিজেনরা ৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, আল্লু অভিনীত 'পুষ্পা দ্য রাইস' ছবির ব্যাপক সাফল্যের পর চলতি বছরের শেষে 'পুষ্পা দ্য রুল' নিয়ে আসছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ৷ প্রাথমিকভাবে গত 15 অগস্ট ছবি মুক্তির কথা থাকলেও পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না-হওয়ায় ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয় নির্মাতাদের তরফে ৷

তবে সূত্রের খবর, এই সময়ে বেশ কিছু দৃশ্যের পুনরায় শুটিং করছেন পরিচালক সুকুমার ৷ ইতিমধ্যেই 'পুষ্পা দ্য রুল' ছবির টিজার, ছবিতে আল্লু অর্জুনের লুক সামনে এসেছে ৷ ছবিতে রয়েছেন রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাসিলও ৷ পুষ্পা সিক্যুয়েলে আল্লু অর্জুনের ডান্স স্টেপ সামনে আসার পর সোশাল মিডিয়ায় অভিনেতার প্রশংসা করতে দেখা গিয়েছিল ওয়ার্নারকে ৷ পাল্টা অজি ক্রিকেটার আল্লুকে জানিয়েছিলেন, সামনাসামনি হলে তিনি তাঁকে এই স্টেপ শিখিয়ে দেবেন ৷ এখন দেখার জল্পনা সত্যি করে ভারতীয় ছবিতে ওয়ার্নারের অভিনয়ে আত্মপ্রকাশ হয় কি না?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.