ETV Bharat / entertainment

আরজি কর ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে প্রোমোশন! রাতারাতি পদক্ষেপ 'টেক্কা' টিমের - Tekka Poster

Tekka Movie Release: মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত, দেব-রুক্মিণী অভিনীত 'টেক্কা' ৷ ইতিমধ্যেই ছবির প্রোমোশনাল হোর্ডিং নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ সোশাল মিডিয়ায় চলে ট্রোলিং ৷ রাতারাতি বড় পদক্ষেপ নিল 'টেক্কা' টিম ৷

Tekka Movie Release
'টেক্কা' ছবির হোডিং বিতর্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 21, 2024, 2:38 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: 'আরজি কর আবহকে কাজে লাগিয়ে টেক্কা ছবির প্রোমোশন চলছে...' সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবির প্রোমোশনাল হোর্ডিং নিয়ে এমন অভিযোগ তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সেই অভিযোগের পালটা উত্তর না এলেও বড় পদক্ষেপ নিয়েছে ছবির টিম ৷ রাতারাতি পালটে ফেলা হয়েছে সৃজিতের আসন্ন বাংলা ছবি 'টেক্কা'র হোর্ডিং-এর লেখা।

ছবির গল্প এগিয়েছে ইরার (স্বস্তিকা মুখোপাধ্যায়) মেয়ের অপহরণ হওয়াকে কেন্দ্রে রেখে। সেই মতো স্বস্তিকার ছবি দিয়ে একটি হোর্ডিং শহরে ঝুলছিল। লেখা ছিল ‘আমার মেয়েকে ফেরাবে কে?’ সময়! যা ছবির সঙ্গেই মেলে। তবে আরজি কর আবহে এই লাইন অনেকেরই উপযুক্ত বলে মনে হয়নি। শুক্রবার সামাজিক মাধ্যমে ছবির এই নতুন হোর্ডিং সংক্রান্ত একটি পোস্ট দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

Tekka Movie Release
বদলে গেল 'টেক্কা'র প্রোমোশনাল হোর্ডিং (ইটিভি ভারত)

তিনি জানান, "আরজি কর আবহে আগের লাইন অনেকেরই উপযুক্ত মনে হয়নি। তাই চরিত্রের নামটি পালটে দেওয়া হল প্রযোজকের তরফে। নতুন লাইনটি হল, ‘আমার অবন্তিকাকে কে ফেরাবে?’ " অনেকেই মনে করেছেন আরজি কর'কে শিখণ্ডি করে এই হোডিংয়ের লেখা ছবির প্রচারের পথ। এরপর থেকেই নানাভাবে ট্রোলিং করা শুরু হয়। পুজোয় যদি উৎসব বন্ধ হয়, তা হলে কেন আসবে নতুন সিনেমা?

উৎসব বন্ধ হলে অনেক মানুষের রোজগারে টান পড়বে, তা হলে কেন চলবে সিনেমার ব্যবসা? এহেন অনেক প্রশ্ন সামনে আসতে শুরু করে। একইসঙ্গে আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে ছবির প্রচারের ট্যাগলাইন নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক মাধ্যমের পাড়ায়। বিতর্ক এড়াতে তাই চরিত্রেই নাম দিয়েই নতুন হোর্ডিং ঝোলানো হল প্রযোজকের তরফে। নতুন লাইন, "আমার অবন্তিকাকে ফেরাবে কে? সময়!"

উল্লেখ্য, ‘আমার মেয়েকে কে ফেরাবে?’ এই কথা নিয়ে প্রথম আপত্তি তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আরজি কর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।" 8 অক্টোবর মুক্তি পেতে চলেছে দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজা দত্ত, আরিয়ান ভৌমিক অভিনীত 'টেক্কা'।

কলকাতা, 21 সেপ্টেম্বর: 'আরজি কর আবহকে কাজে লাগিয়ে টেক্কা ছবির প্রোমোশন চলছে...' সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবির প্রোমোশনাল হোর্ডিং নিয়ে এমন অভিযোগ তোলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ সেই অভিযোগের পালটা উত্তর না এলেও বড় পদক্ষেপ নিয়েছে ছবির টিম ৷ রাতারাতি পালটে ফেলা হয়েছে সৃজিতের আসন্ন বাংলা ছবি 'টেক্কা'র হোর্ডিং-এর লেখা।

ছবির গল্প এগিয়েছে ইরার (স্বস্তিকা মুখোপাধ্যায়) মেয়ের অপহরণ হওয়াকে কেন্দ্রে রেখে। সেই মতো স্বস্তিকার ছবি দিয়ে একটি হোর্ডিং শহরে ঝুলছিল। লেখা ছিল ‘আমার মেয়েকে ফেরাবে কে?’ সময়! যা ছবির সঙ্গেই মেলে। তবে আরজি কর আবহে এই লাইন অনেকেরই উপযুক্ত বলে মনে হয়নি। শুক্রবার সামাজিক মাধ্যমে ছবির এই নতুন হোর্ডিং সংক্রান্ত একটি পোস্ট দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

Tekka Movie Release
বদলে গেল 'টেক্কা'র প্রোমোশনাল হোর্ডিং (ইটিভি ভারত)

তিনি জানান, "আরজি কর আবহে আগের লাইন অনেকেরই উপযুক্ত মনে হয়নি। তাই চরিত্রের নামটি পালটে দেওয়া হল প্রযোজকের তরফে। নতুন লাইনটি হল, ‘আমার অবন্তিকাকে কে ফেরাবে?’ " অনেকেই মনে করেছেন আরজি কর'কে শিখণ্ডি করে এই হোডিংয়ের লেখা ছবির প্রচারের পথ। এরপর থেকেই নানাভাবে ট্রোলিং করা শুরু হয়। পুজোয় যদি উৎসব বন্ধ হয়, তা হলে কেন আসবে নতুন সিনেমা?

উৎসব বন্ধ হলে অনেক মানুষের রোজগারে টান পড়বে, তা হলে কেন চলবে সিনেমার ব্যবসা? এহেন অনেক প্রশ্ন সামনে আসতে শুরু করে। একইসঙ্গে আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে ছবির প্রচারের ট্যাগলাইন নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক মাধ্যমের পাড়ায়। বিতর্ক এড়াতে তাই চরিত্রেই নাম দিয়েই নতুন হোর্ডিং ঝোলানো হল প্রযোজকের তরফে। নতুন লাইন, "আমার অবন্তিকাকে ফেরাবে কে? সময়!"

উল্লেখ্য, ‘আমার মেয়েকে কে ফেরাবে?’ এই কথা নিয়ে প্রথম আপত্তি তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আরজি কর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল একটু চোখে লাগছে। ‘উৎসবে ফিরব না’ অথচ ‘সিনেমার পোস্টারে ফিরব’, এটাও দ্বিচারিতা। সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।" 8 অক্টোবর মুক্তি পেতে চলেছে দেব, রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজা দত্ত, আরিয়ান ভৌমিক অভিনীত 'টেক্কা'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.