ETV Bharat / state

Abhishek Convoy Attack Incident: কুড়মি আন্দোলনের মূল নেতা রাজেশ মাহাতো-সহ গ্রেফতার 4, ধৃতদের একদিনের জেল আদালত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগে শনিবার চারজনকে গ্রেফতার করা হয়েছিল ৷ এরপর ফের আরও চার কুড়মি নেতাকে গ্রেফতার করে আদালতে পেশ করা হল রবিবার ৷ তাঁদের একদিনের জেল হেফাজত দিয়েছে আদালত ৷

Abhishek Convoy Attacking case
অভিষেকের কনভয়ে হামলা
author img

By

Published : May 28, 2023, 5:27 PM IST

কুড়মি আন্দোলনের মূল নেতা রাজেশ মাহাতো-সহ গ্রেফতার 4

ঝাড়গ্রাম, 28 মে: ঝাড়গ্রামে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রবিবার কুড়মি আন্দোলনের মূল নেতা রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো, রাকেশ মাহাতো ও অনুভব মাহাতোকে গ্রেফতার করে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে । বিশাল পুলিশ বাহিনী দিয়ে এদিন মুড়ে ফেলা হয়েছিল ঝাড়গ্রাম আদালত চত্বর ।

জানা গিয়েছে, শনিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার ওড়িশা রাজ্যের সীমানা লাগোয়া নয়াগ্রাম থানা এলাকা থেকে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । পরে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয় । রবিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের আদালতে তোলা হয় । এর আগে পুলিশ অনুপ মাহাতো-সহ চার কুড়মি নেতাকে গ্রেফতার করেছিল । আজ রাজেশ মাহাতো-সহ এই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হল । শুক্রবারের রাতের ঘটনায় মোট এই আট কুড়মি নেতা-সহ 15 জনের নামে এফআইআর দায়ের করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ ৷

সরকারি আইনজীবী অশ্বিনী মণ্ডল আদালতে বলেন, "শুধুমাত্র এসসি এসটি অ্যাক্ট ছাড়া আর সব ধারা এই ঝাড়গ্রাম আদালত জামিন যোগ্য । এরা সাপোর্টার । এরা প্রতিবাদী নয় । আজ পুলিশ হেফাজতের কোনও আবেদন না-থাকায় কোর্ট আগামিকাল এডিজে 1 আদালতে তোলার নির্দেশ দেন তাঁদের । একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার 4, ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজত

আইনজীবী দেবনাথ চৌধুরী জানান, শনিবার চারজনকে গ্রেফতার করে আদালতে আনা হয়েছিল ৷ অনুপ মাহাতো, মনমোহিত মাহাতো,অনিত মাহাতো ও অজিত মাহাতো ৷ পুলিশ আদালতে হেফাজত চেয়ে আবেদন করে ৷ আদালত সেই আবেদনে সাড়া দিয়ে তাদের তিনদিনের পুলিশি হেফাজতে দেওয়া হয় ৷ এদিন তাদের আদালতে তোলা হয় আবার ৷ তার সঙ্গে আরও চারজনকে গ্রেফতার করে আনা হয়েছে ৷ নতুন চারজন হলেন রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো, রাকেশ মাহাতো ও অনুভব মাহাতো ৷ তাদের জামিনের আবেদন করা হয় ৷ বিচারক জামিনের আবেদনের শুনানি করেন ৷ আগামী 29 মে অতিরিক্ত জেলা ও দায়রা (1) আদালতে তাদের পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

কুড়মি আন্দোলনের মূল নেতা রাজেশ মাহাতো-সহ গ্রেফতার 4

ঝাড়গ্রাম, 28 মে: ঝাড়গ্রামে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলা ও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রবিবার কুড়মি আন্দোলনের মূল নেতা রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো, রাকেশ মাহাতো ও অনুভব মাহাতোকে গ্রেফতার করে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে । বিশাল পুলিশ বাহিনী দিয়ে এদিন মুড়ে ফেলা হয়েছিল ঝাড়গ্রাম আদালত চত্বর ।

জানা গিয়েছে, শনিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার ওড়িশা রাজ্যের সীমানা লাগোয়া নয়াগ্রাম থানা এলাকা থেকে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । পরে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করা হয় । রবিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের আদালতে তোলা হয় । এর আগে পুলিশ অনুপ মাহাতো-সহ চার কুড়মি নেতাকে গ্রেফতার করেছিল । আজ রাজেশ মাহাতো-সহ এই ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করা হল । শুক্রবারের রাতের ঘটনায় মোট এই আট কুড়মি নেতা-সহ 15 জনের নামে এফআইআর দায়ের করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ ৷

সরকারি আইনজীবী অশ্বিনী মণ্ডল আদালতে বলেন, "শুধুমাত্র এসসি এসটি অ্যাক্ট ছাড়া আর সব ধারা এই ঝাড়গ্রাম আদালত জামিন যোগ্য । এরা সাপোর্টার । এরা প্রতিবাদী নয় । আজ পুলিশ হেফাজতের কোনও আবেদন না-থাকায় কোর্ট আগামিকাল এডিজে 1 আদালতে তোলার নির্দেশ দেন তাঁদের । একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।"

আরও পড়ুন: অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার 4, ধৃতদের 3 দিনের পুলিশ হেফাজত

আইনজীবী দেবনাথ চৌধুরী জানান, শনিবার চারজনকে গ্রেফতার করে আদালতে আনা হয়েছিল ৷ অনুপ মাহাতো, মনমোহিত মাহাতো,অনিত মাহাতো ও অজিত মাহাতো ৷ পুলিশ আদালতে হেফাজত চেয়ে আবেদন করে ৷ আদালত সেই আবেদনে সাড়া দিয়ে তাদের তিনদিনের পুলিশি হেফাজতে দেওয়া হয় ৷ এদিন তাদের আদালতে তোলা হয় আবার ৷ তার সঙ্গে আরও চারজনকে গ্রেফতার করে আনা হয়েছে ৷ নতুন চারজন হলেন রাজেশ মাহাতো, শিবাজী মাহাতো, রাকেশ মাহাতো ও অনুভব মাহাতো ৷ তাদের জামিনের আবেদন করা হয় ৷ বিচারক জামিনের আবেদনের শুনানি করেন ৷ আগামী 29 মে অতিরিক্ত জেলা ও দায়রা (1) আদালতে তাদের পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.