ETV Bharat / state

প্রসূতিকে চড় চিকিৎসকের? হাসপাতালে বিক্ষোভ - pregnant girl

ঝাড়গ্রাম জেলা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে এক প্রসূতিকে চড় মারার অভিযোগ উঠল। রোগীর পরিবার হাসপাতালে বিক্ষোভ দেখায়।

maldah
author img

By

Published : Feb 20, 2019, 2:54 PM IST

ঝাড়গ্রাম, ২০ ফেব্রুয়ারি : ঝাড়গ্রাম জেলা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে এক প্রসূতিকে চড় মারার অভিযোগ উঠল। এই ঘটনায় রোগীর পরিবার হাসপাতালে বিক্ষোভ দেখায়। ঝাড়গ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে ২০ বছরের প্রীতি সিংহ দেব প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি হয়। সকালে চিকিৎসক তাকে চড় মারে বলে অভিযোগ। সেই সময় সেখানে প্রসূতির মা দোলন গোস্বামী উপস্থিত ছিলেন। এরপর রোগীর বাবার বাড়ির ও শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি নিরাপত্তায় চিকিৎসককে হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। চিকিৎসকের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রোগীর পরিবার হাসপাতালের সুপার ও ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। হাসপাতালের সুপার মলয় আদক পুরো ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

ঝাড়গ্রাম, ২০ ফেব্রুয়ারি : ঝাড়গ্রাম জেলা হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে এক প্রসূতিকে চড় মারার অভিযোগ উঠল। এই ঘটনায় রোগীর পরিবার হাসপাতালে বিক্ষোভ দেখায়। ঝাড়গ্রাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে ২০ বছরের প্রীতি সিংহ দেব প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভরতি হয়। সকালে চিকিৎসক তাকে চড় মারে বলে অভিযোগ। সেই সময় সেখানে প্রসূতির মা দোলন গোস্বামী উপস্থিত ছিলেন। এরপর রোগীর বাবার বাড়ির ও শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি নিরাপত্তায় চিকিৎসককে হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। চিকিৎসকের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রোগীর পরিবার হাসপাতালের সুপার ও ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। হাসপাতালের সুপার মলয় আদক পুরো ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছেন।

Intro:15-02-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ জন্মু কাশ্মীরে পুলওয়ামায় পাকিস্তানের সন্ত্রাশবাদীদের হাতে ভারতীয় শহিদ জাওয়ানদের আত্মার শান্তি কামনায় ABVP এর বিশেষ মিছিল। AVBP এর রাজ্য সম্পাদক সপ্তর্ষি সরকার এর নেতৃত্বে এই মিছিল হয়। কলেজস্ট্রীট থেকে এই মিছিল শুরু হয়।
মিছিল শেষ হবে শিয়ালদহ রেল স্টেশন চত্বরে।


আজ এই মিছিল শিয়ালদহে পৌচ্ছানোর পর মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে শহিদ জাওয়ানদের শোদ্ধা জানানো হয়। ফুল দিয়েও বিশ্বহিন্দু পরিষদের সকল সদস্য তার পরিবারের উদ্দেশ্য সমবেদনাও জানায়। এছাড়া শহিদের উদ্দেশ্যে ১ মিনিট নিরাবতাও পালন করা হয়।






AVBP এর সম্পাদাক সপ্তর্শি সরকার বলেন, " কাশ্মিরে যে ৪৫ জন জাওয়ান শহিদ হয়েছে। পাকিস্তানের যে বর্বচিত আক্রমণ তাদের বিরুদ্ধে পথে নেমেছি। পাকিস্কান যে ভাবে চোরের মত ভারতীয় সেনার উপর আক্রমণ করছে। তাদের শাহস নেই ভারতীয় সেনাদের সামনে থেকে আক্রমণ করতে। তাই তারা চোরের মত আক্রমণ করছে। আমরা ভারত সরকারের কাছে আবেদন জানাচ্ছি। ভারতীয় সেনা বাহিনী যেমন একবার পাকিস্তান কে জবাব দিয়েছিলও। ঠিক সেই ভাবেই আবার আজকে একবার জবাব দিক। পাকিস্তানের নাম টা যেন ধূলিসাত হয়ে যায়। আমরা এই দাবিতেই আজ আন্দোনে নেমেছি। কাশ্মিরে জঙ্গিদেরগুলিতে আহত সমস্ত সেনাকে আমরা শোদ্ধাঞ্জলি জানাচ্ছি"


ছবি ও বাইট র‍্যাপে সেন্ড।।।Body:ছবি ও বাইট - RAP তে সেন্ড।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.