ETV Bharat / state

ভোটের আকাশে প্রচারে বিমান, 25 মার্চ জলপাইগুড়িতে - Biman Basu

25 মার্চ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জলপাইগুড়িতে রোড শো করবেন । এছাড়াও কর্মীসভা ও জনসভা করার কথা রয়েছে তাঁর ৷

left-front-chairman-biman-basu-will-start-campaigning-in-jalpaiguri-on-march-25
left-front-chairman-biman-basu-will-start-campaigning-in-jalpaiguri-on-march-25
author img

By

Published : Mar 19, 2021, 8:45 AM IST

জলপাইগুড়ি, 19 মার্চ: 25 মার্চ সংযুক্ত মোর্চার প্রার্থীর সমর্থনে প্রচারে জলপাইগুড়িতে আসছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । একই দিনে তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর জন্যে প্রচার করবেন তিনি । বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য ৷

25 মার্চ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জলপাইগুড়িতে রোড শো-ও করবেন । রাজগঞ্জের প্রার্থী রতন দাসের সমর্থনে কর্মিসভার পাশাপাশি ধূপগুড়ির সংযুক্ত মোর্চার প্রার্থী প্রদীপ রায়ের সমর্থনে নির্বাচনী কর্মিসভায় উপস্থিত থাকবেন বিমান বসু । এছাড়াও এপ্রিল মাসে জেলায় বিমান বসুর জনসভা করার পরিকল্পনা রয়েছে ৷ তবে ছোটো কর্মসূচির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । ব্রিগেডের বার্তা বুথে, ব্লকে, পৌর এলাকায়, গ্রামাঞ্চলে, চা-বাগানে, বস্তিতে পৌঁছে দিতে চাইছে জোট নেতৃত্ব ।

আরও পড়ুন: তিনদিন আগেই প্রার্থী তালিকা ঘোষণা সংযুক্ত মোর্চার

এদিকে জলপাইগুড়ি সদর বিধানসভার জোট প্রার্থী সুখবিলাস বর্মাকে নিয়ে কংগ্রেসের যুব কর্মীদের একাংশ প্রশ্ন তুলেছে । এই বিষয়ে জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য বলেন, এতে গুরুত্ব না দেওয়াই ভালো ।

একই বিষয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন, যুব গোষ্ঠীর একাংশের অভিমান হয়েছিল । নব্বই শতাংশ সমস্যা মিটে গিয়েছে । আশা করি আমরা ভালো ফল করব ।

জলপাইগুড়ি, 19 মার্চ: 25 মার্চ সংযুক্ত মোর্চার প্রার্থীর সমর্থনে প্রচারে জলপাইগুড়িতে আসছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । একই দিনে তিনটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর জন্যে প্রচার করবেন তিনি । বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানালেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য ৷

25 মার্চ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জলপাইগুড়িতে রোড শো-ও করবেন । রাজগঞ্জের প্রার্থী রতন দাসের সমর্থনে কর্মিসভার পাশাপাশি ধূপগুড়ির সংযুক্ত মোর্চার প্রার্থী প্রদীপ রায়ের সমর্থনে নির্বাচনী কর্মিসভায় উপস্থিত থাকবেন বিমান বসু । এছাড়াও এপ্রিল মাসে জেলায় বিমান বসুর জনসভা করার পরিকল্পনা রয়েছে ৷ তবে ছোটো কর্মসূচির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে । ব্রিগেডের বার্তা বুথে, ব্লকে, পৌর এলাকায়, গ্রামাঞ্চলে, চা-বাগানে, বস্তিতে পৌঁছে দিতে চাইছে জোট নেতৃত্ব ।

আরও পড়ুন: তিনদিন আগেই প্রার্থী তালিকা ঘোষণা সংযুক্ত মোর্চার

এদিকে জলপাইগুড়ি সদর বিধানসভার জোট প্রার্থী সুখবিলাস বর্মাকে নিয়ে কংগ্রেসের যুব কর্মীদের একাংশ প্রশ্ন তুলেছে । এই বিষয়ে জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য বলেন, এতে গুরুত্ব না দেওয়াই ভালো ।

একই বিষয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন, যুব গোষ্ঠীর একাংশের অভিমান হয়েছিল । নব্বই শতাংশ সমস্যা মিটে গিয়েছে । আশা করি আমরা ভালো ফল করব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.