জলপাইগুড়ি, 28 অগস্ট: "রাজ্যকে বারুদের স্তূপে পরিণত করে তার উপর পিকনিক করছেন তৃণমূল নেতারা। একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। একের পর এক প্রাণ চলে যাচ্ছে। সরকার চুপচাপ বসে রয়েছে। সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ।" উপ-নির্বাচনের আগে রবিবার ধূপগুড়িতে প্রচারে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷
এদিন বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচুর কর্মী-সমর্থক মন্ত্রীর প্রচারে ভিড় করেন। তার মধ্যে প্রার্থীকে তাপসী রায়কে সঙ্গে নিয়ে পদযাত্রা করেন নিশীথ। পরে চা বাগানের আশপাশের এলাকায় চলে প্রচার। বিকেলে ডাউকিমারি এলাকায় প্রচার করেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। তারপর এখানেই তাপসী রায়ের হয়ে প্রচার করতে আসেন নিশীথ। প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ের পর কর্মসূচিতে যোগ দেন অমিত শাহর ডেপুটি।
প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ধূপগুড়িতে রাজ্য সরকার উন্নয়ন করতে ব্যর্থ। এখানকার গ্রামীণ হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নেই। স্বাস্থ্য ব্যবস্থা বেহাল।" পাশাপাশি, আরও একটি প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধূপগুড়ির তৃণমূল ছাত্র পরিষদের এক মহিলা কর্মী একটি ভিডিয়ো পোস্ট করেন ৷ সেখানে তাঁর দাবি, সম্প্রতি উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে তিনি কলকাতা যাচ্ছিলেন। সে সময় ট্রেনে তাঁকে তৃণমূল ছাত্র পরিষদেরই কর্মীরা নিগ্রহ করেন। এই প্রসঙ্গটি তুলে ধরে আক্রমণ শানান নিশীথ।
বারাসতের দত্তপুকুরের বাজি কারখানার ঘটনা উল্লেখ করে বলেন, "বাংলাকে নিয়ে গর্ব করেন মুখ্যমন্ত্রী । সেই বাংলা বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। বারবার এই ধরনের ঘটনা ঘটছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী ৷ অথচ সেই রাজ্যের পুলিশই অপরাধীদের ধরতে গিয়ে দিন কাবার করে ফেলছে ৷" অন্যদিকে, সাংবাদিকদের তিনি জানান, ধূপগুড়িতে জয়ের ব্যাপারে দল একশো শতাংশ আশাবাদী।
আরও পড়ুন: দোষীদের খুঁজে বের করে সাজা দেওয়া উচিত, যাদবপুরকাণ্ডে দাবি নিশীথের