ETV Bharat / state

টিকিট অবৈধভাবে বিক্রির অভিযোগ, গ্রেপ্তার রেলকর্মীর ছেলে

অভিযোগ, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে রেলের ই-টিকিট বিক্রি করছিল এই ব্যক্তি । RPF- এর কাছে অভিযোগ আসার পরই অভিযানে নামে জলপাইগুড়ি রোড স্টেশনের RPF জওয়ানরা ।

Jalpaiguri
Jalpaiguri
author img

By

Published : Sep 9, 2020, 6:09 PM IST

জলপাইগুড়ি, 9 সেপ্টেম্বর : অবৈধভাবে রেলের টিকিট বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক রেলকর্মীর ছেলে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে । জলপাইগুড়ি রোড স্টেশনের RPF কর্মীরা বিশেষ অভিযান চালিয়ে রাজীব চক্রবর্তী (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ধৃতের বাড়ি ময়নাগুড়ি আনন্দনগর পাড়াতে ।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে রেলের ই-টিকিট বিক্রি করছিল এই ব্যক্তি । RPF- এর কাছে অভিযোগ আসার পরই অভিযানে নামে জলপাইগুড়ি রোড স্টেশনের RPF জওয়ানরা । জলপাইগুড়ি রোড RPF সূত্রে খবর, ধৃত ব্যক্তির বাবাও একজন রেলের কর্মী । জিজ্ঞাসাবাদ করার সময় ধৃত ব্যক্তি RPF-কে জানিয়েছে, সে অবৈধভাবে রেলের ই-টিকিট বিক্রি করত । তার কাছে রেলের 10626 টাকার ই-টিকিটও পায় RPF । এছাড়াও আগের 54300 টাকার 27টি টিকিট বিক্রির হদিশ পেয়েছে জলপাইগুড়ি রোড স্টেশনের RPF কর্মীরা ।

জলপাইগুড়ি রোড স্টেশনের RPF ইনস্পেকটর সুনীল কুমার জানান, গোপন সূত্রে খবর আসে, ময়নাগুড়িতে এক ব্যক্তি অবৈধভাবে রেলের টিকিট বিক্রি করছে । সেইমতো আমরা অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছি । ধৃতের বিরুদ্ধে 143 রেলওয়ে অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে ।

জলপাইগুড়ি, 9 সেপ্টেম্বর : অবৈধভাবে রেলের টিকিট বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার এক রেলকর্মীর ছেলে । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে । জলপাইগুড়ি রোড স্টেশনের RPF কর্মীরা বিশেষ অভিযান চালিয়ে রাজীব চক্রবর্তী (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে । ধৃতের বাড়ি ময়নাগুড়ি আনন্দনগর পাড়াতে ।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে রেলের ই-টিকিট বিক্রি করছিল এই ব্যক্তি । RPF- এর কাছে অভিযোগ আসার পরই অভিযানে নামে জলপাইগুড়ি রোড স্টেশনের RPF জওয়ানরা । জলপাইগুড়ি রোড RPF সূত্রে খবর, ধৃত ব্যক্তির বাবাও একজন রেলের কর্মী । জিজ্ঞাসাবাদ করার সময় ধৃত ব্যক্তি RPF-কে জানিয়েছে, সে অবৈধভাবে রেলের ই-টিকিট বিক্রি করত । তার কাছে রেলের 10626 টাকার ই-টিকিটও পায় RPF । এছাড়াও আগের 54300 টাকার 27টি টিকিট বিক্রির হদিশ পেয়েছে জলপাইগুড়ি রোড স্টেশনের RPF কর্মীরা ।

জলপাইগুড়ি রোড স্টেশনের RPF ইনস্পেকটর সুনীল কুমার জানান, গোপন সূত্রে খবর আসে, ময়নাগুড়িতে এক ব্যক্তি অবৈধভাবে রেলের টিকিট বিক্রি করছে । সেইমতো আমরা অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছি । ধৃতের বিরুদ্ধে 143 রেলওয়ে অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে । তদন্ত শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.