ETV Bharat / state

Jalpaiguri Wood Smuggle চালের বস্তার আড়ালেই চলত পাচার, উদ্ধার প্রায় 40 লক্ষ টাকার বার্মাটিক কাঠ - Jalpaiguri Smuggle Wood

কাচ, আদার পর চালের বস্তার আড়ালে কাঠ পাচারের চেষ্টা । উদ্ধার হয়েছে প্রায় 40 লক্ষ টাকার বার্মাটিক কাঠ (Smuggling of Wood Under Rice Sacks) ।

Jalpaiguri Wood Smuggle
জলপাইগুড়িতে ৪০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার
author img

By

Published : Aug 28, 2022, 2:18 PM IST

জলপাইগুড়ি, 28 অগস্ট: বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীদের অভিযানে উদ্ধার হল বিপুল মূল্যের বার্মাটিক কাঠ । গ্রেফতার করা হয়েছে একজনকে । শনিবার ভোরে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি 31 নং জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়াতে অভিযান চালায়। অসম থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়া একটি ট্রাককে আটক করে তল্লাশি করতেই বেরিয়ে আসে মূল্যবান কাঠ (Smuggling of Wood Under Rice Sacks) ।

গোপন সূত্রে অভিযান চালিয়ে চালের বস্তার আড়ালে বার্মাটিক কাঠ পাচারের আগে উদ্ধার করেছে বনকর্মীরা । এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম রিয়াজুদ্দিন আনসারি । সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

জলপাইগুড়িতে 40 লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার

আরও পড়ুন: লাল চন্দন কাঠপাচারে ধৃতদের সাতদিনের হেফাজত

বনদফতর সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ-সহ একজনকে গ্রেফতার করা হয় । জেরায় জানা গিয়েছে, গুয়াহাটি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলিকে । ধৃতদের আগামিকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে ।

জলপাইগুড়ি, 28 অগস্ট: বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীদের অভিযানে উদ্ধার হল বিপুল মূল্যের বার্মাটিক কাঠ । গ্রেফতার করা হয়েছে একজনকে । শনিবার ভোরে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি-জলপাইগুড়ি 31 নং জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়াতে অভিযান চালায়। অসম থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়া একটি ট্রাককে আটক করে তল্লাশি করতেই বেরিয়ে আসে মূল্যবান কাঠ (Smuggling of Wood Under Rice Sacks) ।

গোপন সূত্রে অভিযান চালিয়ে চালের বস্তার আড়ালে বার্মাটিক কাঠ পাচারের আগে উদ্ধার করেছে বনকর্মীরা । এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে । ধৃতের নাম রিয়াজুদ্দিন আনসারি । সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

জলপাইগুড়িতে 40 লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার

আরও পড়ুন: লাল চন্দন কাঠপাচারে ধৃতদের সাতদিনের হেফাজত

বনদফতর সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ-সহ একজনকে গ্রেফতার করা হয় । জেরায় জানা গিয়েছে, গুয়াহাটি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলিকে । ধৃতদের আগামিকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.