ETV Bharat / state

বাইক চালককে গালিগালাজ, মারধর পুলিশের : ভিডিয়ো

বাইক চালককে গালিগালাজ ও মারধর দুই পুলিশকর্মীর। বাইকের নথিপত্র সঠিক থাকা সত্ত্বেও মারধর করা হয় বলে অভিযোগ।

মারধর পুলিশের
author img

By

Published : Mar 28, 2019, 10:49 PM IST

Updated : Mar 28, 2019, 11:04 PM IST

শিলিগুড়ি, 28 মার্চ : বাইক চালককে গালিগালাজ ও মারধর দুই পুলিশকর্মীর। বাইকের নথিপত্র সঠিক থাকা সত্ত্বেও মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের নাম মদন রায় (30) ও ফুলেন বর্মণ (32)। ঘটনাটি শিলিগুড়ির সাহুডাঙি এলাকার। ঘটনার বিষয়ে পুলিশে এখনও পর্যন্ত অভিযোগ করা হয়নি। কিন্তু ঘটনাটির ভিডিয়ো সোশাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

আজ সকালে তেলিপাড়া থেকে সাহুব্রিজ হয়ে সাহুডাঙি ফিরছিলেন মদন রায় ও ফুলেন বর্মন। সেইসময় সাহুব্রিজ এলাকায় আশিঘর ফাঁড়ির পুলিশকর্মীরা তাঁদের বাইক থামিয়ে বাইকের নথি যাচাই করে তাঁদের চলে যেতে বলেন। ঠিক সেইসময় এক পুলিশকর্মী তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন।

দেখুন ভিডিয়ো

মদন রায় বলেন, "আমরা দু'জনেই সাহুডাঙির বাসিন্দা। তেলিপাড়া থেকে ফেরার সময় আমাদের বাইকের নথি যাচাই করতে চাইলে তা দেখায়। তা সত্ত্বেও আমাদের স্ত্রীর সামনেই আমাদের গালিগালাজ করতে শুরু করেন পুলিশকর্মীরা। প্রতিবাদ করতেই এক পুলিশকর্মী আমার কলার চেপে ধরেন। এরপরই মারধোর করতে শুরু করেন তাঁরা। আমার বন্ধু ছাড়াতে এলে তাঁকেও মারধর করে অন্য এক পুলিশকর্মী।"

এইবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP ইস্ট গৌরবলাল বলেন, "বিষয়টি সঠিক জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে সঠিক কী ঘটেছিল। ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে দোষ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"

শিলিগুড়ি, 28 মার্চ : বাইক চালককে গালিগালাজ ও মারধর দুই পুলিশকর্মীর। বাইকের নথিপত্র সঠিক থাকা সত্ত্বেও মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের নাম মদন রায় (30) ও ফুলেন বর্মণ (32)। ঘটনাটি শিলিগুড়ির সাহুডাঙি এলাকার। ঘটনার বিষয়ে পুলিশে এখনও পর্যন্ত অভিযোগ করা হয়নি। কিন্তু ঘটনাটির ভিডিয়ো সোশাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।

আজ সকালে তেলিপাড়া থেকে সাহুব্রিজ হয়ে সাহুডাঙি ফিরছিলেন মদন রায় ও ফুলেন বর্মন। সেইসময় সাহুব্রিজ এলাকায় আশিঘর ফাঁড়ির পুলিশকর্মীরা তাঁদের বাইক থামিয়ে বাইকের নথি যাচাই করে তাঁদের চলে যেতে বলেন। ঠিক সেইসময় এক পুলিশকর্মী তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন।

দেখুন ভিডিয়ো

মদন রায় বলেন, "আমরা দু'জনেই সাহুডাঙির বাসিন্দা। তেলিপাড়া থেকে ফেরার সময় আমাদের বাইকের নথি যাচাই করতে চাইলে তা দেখায়। তা সত্ত্বেও আমাদের স্ত্রীর সামনেই আমাদের গালিগালাজ করতে শুরু করেন পুলিশকর্মীরা। প্রতিবাদ করতেই এক পুলিশকর্মী আমার কলার চেপে ধরেন। এরপরই মারধোর করতে শুরু করেন তাঁরা। আমার বন্ধু ছাড়াতে এলে তাঁকেও মারধর করে অন্য এক পুলিশকর্মী।"

এইবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP ইস্ট গৌরবলাল বলেন, "বিষয়টি সঠিক জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে সঠিক কী ঘটেছিল। ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে দোষ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"

Intro:বাইক চালককে অকথ্য ভাষায় গালিগালাজ দুই পুলিশ কর্মীর, প্রতিবাদ করায় মারধো, ভাইরাল ভিডিও!

শিলিগুড়ি, ২৮ মার্চ: বাইকের নথি পত্র সঠিক থাকা সত্বেও বাইক চালককে গালিগালাজ দুই পুলিশ কর্মীর। ঘটনার প্রতিবাদ করতেই জুটল বেধড়ক মার। ঘটনায় এখনও অবধি লিখিত অভিযোগ দায়ের না হলেও মুহূর্রতের মধ্যেই সেই মারধরের ভিডিও ভাইরাল হতে শুরু করে স্যোশাল মিডিয়াতে। ঘটনায় ফের একবার নিন্দার ঝড় উঠতে শুরু করেছে পুলিশ কর্মীদের কর্মকান্ড প্রসঙ্গে। দাবি উঠছে অভিযুক্ত দুই পুলিশ কর্মীর কড়া শাস্তির।

জানা গিয়েছে, আজ সকালে তেলিপড়া থেকে সাহুব্রীজ হয়ে সাহুডাঙি ফিরছিলেন মদন রায় ও ফুলেন বর্মন। অভিযোগ, সেসময় সাহুব্রীজ এলাকায় আশিঘর ফাঁড়ির পুলিশ কর্মীরা তাদের বাইক থামায়। বাইকের নথি যাচাই করে তাদের চলে যেতে বলেন। যদিও সেসময় এক পুলিশ কর্মী তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। ঘটনার প্রতিবাদ করতেই শুরু করেন মারধোর। এমনকি হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

মদন রায় বলেন, আমরা দুজনেই সাহুডাঙ্গীর বাসিন্দা। তেলিপাড়া থেকে ফেরার সময় আমাদের বাইকের নথি চাইলে তা দেখানো হয়। তা সত্বেও আমাদের স্ত্রীর সামনেই আমাদের গালিগালাজ করতে শুরু করেন। প্রতিবাদ করতেই এক পুলিশ কর্মী আমার কলার চেপে ধরেন। এরপরেই মারধোর করেন। আমার বন্ধু ছাড়াতে এলে তাকেও মারধর করে অন্য এক পুলিশ কর্মী।

এবিষয়ে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইষ্ট গৌরবলাল বলেন, বিষয়টি সঠিক জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে সঠিক কি ঘটেছিল। ওই দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে দোষ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।




Body:.


Conclusion:.
Last Updated : Mar 28, 2019, 11:04 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.