শিলিগুড়ি, 28 মার্চ : বাইক চালককে গালিগালাজ ও মারধর দুই পুলিশকর্মীর। বাইকের নথিপত্র সঠিক থাকা সত্ত্বেও মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের নাম মদন রায় (30) ও ফুলেন বর্মণ (32)। ঘটনাটি শিলিগুড়ির সাহুডাঙি এলাকার। ঘটনার বিষয়ে পুলিশে এখনও পর্যন্ত অভিযোগ করা হয়নি। কিন্তু ঘটনাটির ভিডিয়ো সোশাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।
আজ সকালে তেলিপাড়া থেকে সাহুব্রিজ হয়ে সাহুডাঙি ফিরছিলেন মদন রায় ও ফুলেন বর্মন। সেইসময় সাহুব্রিজ এলাকায় আশিঘর ফাঁড়ির পুলিশকর্মীরা তাঁদের বাইক থামিয়ে বাইকের নথি যাচাই করে তাঁদের চলে যেতে বলেন। ঠিক সেইসময় এক পুলিশকর্মী তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন।
মদন রায় বলেন, "আমরা দু'জনেই সাহুডাঙির বাসিন্দা। তেলিপাড়া থেকে ফেরার সময় আমাদের বাইকের নথি যাচাই করতে চাইলে তা দেখায়। তা সত্ত্বেও আমাদের স্ত্রীর সামনেই আমাদের গালিগালাজ করতে শুরু করেন পুলিশকর্মীরা। প্রতিবাদ করতেই এক পুলিশকর্মী আমার কলার চেপে ধরেন। এরপরই মারধোর করতে শুরু করেন তাঁরা। আমার বন্ধু ছাড়াতে এলে তাঁকেও মারধর করে অন্য এক পুলিশকর্মী।"
এইবিষয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP ইস্ট গৌরবলাল বলেন, "বিষয়টি সঠিক জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে সঠিক কী ঘটেছিল। ওই দুই পুলিশকর্মীর বিরুদ্ধে দোষ প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"