কলকাতা, 16 নভেম্বর: নিমতলায় ভয়াবহ আগুনে ভস্মীভূত 17টি ঘর ৷ শুক্রবার গভীর রাতে নিমতলায় গঙ্গা লাগোয়া মহর্ষি দেবেন্দ্রনাথ রোডের কাঠগোলায় একটি গুদামে আগুন লাগে । কাঠের বাড়ি ও গঙ্গার হাওয়ার জেরে চোখের পলকে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে । ক্রমশ তা ভয়াবহ আকার নেয় । শেষ পর্যন্ত সকাল পৌনে 9টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে । প্রায় সাড়ে সাত ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আছে ৷ যদিও এখনও পর্যন্ত কুলিং ডাউন প্রফেস চালু রেখেছে দমকল ৷
ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু, বিধায়ক শশী পাঁজা । জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ ওই কাঠের গুদামে আগুন লাগে । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে । দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে ।
তবে মাঝরাতে গঙ্গার হাওয়ার দাপট বেশি ছিল, পাশাপাশি গুদাম লাগোয়া আশপাশের প্রত্যেকটি বাড়ি কাঠের তৈরি । ফলে আগুনের লেলিহান শিখা একের পর এক বাড়িতে ছড়িয়ে পড়ে । আগুন নিয়ন্ত্রণ করতে দমকলের ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন সম্পূর্ণ নেভেনি । এখনও মাঝেমধ্যেই কালো ধোঁয়ার দেখা মিলছে ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙে ৷ তাঁদের আশঙ্কা, গ্যাস সিলিন্ডার ফেটে এই আগুন লেগেছে । দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘‘ঠিক কী কারণে আগুন লাগল খতিয়ে দেখা হবে । দমকল কর্মীরা লাগাতার চেষ্টা চালাচ্ছেন যাতে নতুন করে আগুন আশপাশে ছড়াতে না-পারে । পাশাপশি আগুন যাতে দ্রুত নিভিয়ে ফেলা যায় ।’’ বিধায়ক শশী পাঁজা জানিয়েছেন, সরকার ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে রয়েছে । তাঁদের আপাতত অস্থায়ীভাবে রাখা ও খাবারের ব্যবস্থা করা হবে । শীঘ্রই তাঁদের পুনর্বাসন দেওয়া হবে ।