জলপাইগুড়ি, ২৬ মার্চ : চৌকিদার নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী এই নামে টুইটার অ্যাকাউন্ট খোলার পর সেই পথ অনুসরণ করতে দেখা গিয়েছিল দলের উচ্চস্তরের একাধিক নেতা-নেত্রীকে। রাতারাতি নিজেদের টুইটার অ্যাকাউন্টের হ্যান্ডেলে "চৌকিদার" শব্দটি বসিয়ে নেন অমিত শাহ, অরুণ জেটলি, নির্মলা সীতারমণের মতো নেতা-নেত্রীরা। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন দলের নিচুতলার নেতা-কর্মীরাও। গতকাল নিজেকে রাজু চৌকিদার পরিচয় দিয়ে দলীয় প্রার্থীর সঙ্গে মনোনয়ন জমার প্রক্রিয়ায় শামিল হলেন জলপাইগুড়ির এক BJP কর্মী। চোখে চশমা, গালভর্তি সাদা দাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর বেশ ধারণ করে নজর কাড়লেন সকলের।
ওই BJP কর্মীর নাম সুরেন্দ্র মণ্ডল। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার বাসিন্দা। সকলে চেনেন "রাজু জোকার" নামে। কারণ, বিভিন্ন অনুষ্ঠানে অন্যদের আনন্দ দেওয়ার জন্য তিনি জোকার সাজেন। পেশায় টিভি মেকানিক। তাঁর আর একটা পরিচয় তিনি মোদি-ভক্ত। এহেন রাজুকে গতকাল দেখা গেল দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দিতে যাওয়ার মিছিলে।
এবার জলপাইগুড়ি কেন্দ্র থেকে BJP প্রার্থী হয়েছেন জয়ন্ত রায়। গতকাল তাঁকে নিয়ে জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে যান BJP কর্মী-সমর্থকরা। দলীয় কার্যালয় থেকে থেকে বের হয়ে মিছিলে পা মেলান রাজু। তখন তিনি আপাদমস্তক প্রধানমন্ত্রীর বেশে - চোখে চশমা, সাদা দাড়ি, মাথায় টুপি। তাঁকে এই বেশে দেখে উৎসাহিত হন দলের অন্য কর্মী-সমর্থকরা। চলে "ভারত মাতা" জয়ধ্বনি। রাজু বলেন, "আজ আমি নরেন্দ্র মোদি সেজেছি। দেশের চৌকিদার। ওঁর নেতৃত্বে সবকিছু ভালো চলছে, দেশের উন্নতি হয়েছে। আমরা চাই, বারবার মোদি সরকার আসুক।"