কলকাতা ও জলপাইগুড়ি, 14 ডিসেম্বর : তিনদিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । দলীয় কর্মীদের নিয়ে তিন জেলায় বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো । আজ বিকেলে হেলিকপ্টারে জলপাইগুড়ি শহরে নামবেন মমতা । আগামীকাল এবিপিসি মাঠে কর্মীসভা করবেন । জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলা মিলিয়ে সভা হবে ।
পাখির চোখ 2021-এর বিধানসভা নির্বাচন । হাতে বিশেষ সময় নেই । তাই সময় থাকতে ভোটের প্রস্তুতি ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী দলগুলি । বংলার রাজনীতিতে উত্তরবঙ্গের গুরুত্ব বরাবর । এবার উত্তরবঙ্গের মন বুঝতে চাইছে তৃণমূল কংগ্রেস । তিনদিনের দলীয় কর্মসূচিতে আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে নামবেন মমতা । সেখান থেকে তিনি ক্লাব রোডে অবস্থিত পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে থাকবেন ।
আরও পড়ুন : লোক হয় না তাই চা বলয়ের বদলে জলপাইগুড়িতে সভা মুখ্যমন্ত্রীর, কটাক্ষ বিজেপির
অরবিন্দ ব্যায়ামাগার পাঠাগার ও ক্লাবের মাঠে আগামীকাল দুপুরে কর্মীসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কর্মীদের নিয়ে একযোগে বৈঠক করবেন তিনি । ওইদিন বিকেলে আনন্দচন্দ্র কলেজের মাঠে অস্থায়ীভাবে তৈরি হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে কোচবিহারে চলে যাবেন । পরের দিন কোচবিহারে সভা করবেন মমতা । বুধবার কলকাতা ফিরবেন তৃণমূল সুপ্রিমো ।
এদিকে মমতার সভা উপলক্ষ্যে আবাসস্থলকে ঘিরে ফেলা হয়েছে । নীল-সাদা কাপড় দিয়ে পুর্ত দপ্তরের চারপাশে উঁচু করে ঘিরে দেওয়া হয়েছে । পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন রাস্তা সংস্কার করা হয়েছে । প্রত্যেকটি ডিভাইডার রং করা হয়েছে ।