রাজগঞ্জ, 18 এপ্রিল: ভোটকেন্দ্রে নিরাপত্তার অভাব। এই অভিযোগে রাজ্য পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জলপাইগুড়ির রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া 18 /131 নম্বর বুথের বাসিন্দারা ধরনায় বসেন।
আজ রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। জলপাইগুড়ি, দার্জিলং ও রায়গঞ্জ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থানীয়রা কেন্দ্রীয় বাহিনীর উপরই আস্থা রেখেছিলেন। কিন্তু ভোটের আগের দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী না পৌঁছানোয় ধরনায় বসেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে রাজ্য পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। পঞ্চায়েত ভোটে এলাকার মানুষ ভোট দিতে পারেননি। ছাপ্পা হয়েছে। তাই রাজ্য পুলিশের উপর তাঁরা ভরসা রাখতে পারছেন না।
এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, "গত পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জ এলাকায় 4টি বুথে ছাপ্পা ভোট হয়েছে। তাই সবার আশঙ্কা কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বিঘ্নে এলাকায় ভোট সম্ভব নয়। বিষয়টা পুলিশে জানানো হয়েছে। এখন তাঁরা কী সিদ্ধান্ত নেন সেই অপেক্ষায় আমরা বসে আছি।"