জলপাইগুড়ি, 25 জুন : উপরে লঙ্কা, বেগুন, পিঁয়াজ, পটল আর তার নিচে দেশি বিদেশি মদের বোতল । পুলিশের চোখে ফাঁকি দিতেই এভাবে চলছে মদের ব্যবসা । জলপাইগুড়িতে গ্রেপ্তার যুবক ।
ধৃতের নাম মনিম পাল । বাড়ি জলপাইগুড়ির রাহুতবাগান এলাকায় । গতকাল সকালে জলপাইগুড়ির দিনবাজার থেকে দু'টি সবজির ব্যাগ নিয়ে মনিমকে মোটরবাইক নিয়ে যেতে দেখে শহরের সাদা পোশাকের পুলিশ । পুলিশের সন্দেহ হয় । যুবকের পিছু নেয় । জলপাইগুড়ির উকিলপাড়া এলাকায় তাকে আটকায় । এরপর তার সবজির ব্যাগটি সার্চ করে । কিন্তু সবজির ব্যাগ খুলতেই দেখা যায় তাতে সবজি কম, মদের বোতলে ভরতি । এরপরই পুলিশ মনিমকে গ্রেপ্তার করে ।
মনিম জানিয়েছে, মূলত পুলিশের চোখ এড়াতেই সবজির আড়ালে সে মদের ব্যবসা করত । এক মাস ধরে এই পদ্ধতিতেই সে ব্যবসা করছে ।
জলপাইগুড়ি থানার IC বিশ্বাশ্রয় সরকার বলেন, "জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকায় বেআইনি মদের বিরুদ্ধে আমাদের লাগাতার অভিযান চলছে । আজ একটি অভিনব কায়দায় মদ নিয়ে যাচ্ছিল । সবজির ব্যাগে মদের বোতল । গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশকর্মীরা তাকে ধরে । " মনিমকে গতকাল আদালতে তোলা হয়েছে ।