জলপাইগুড়ি, 22 অগাস্ট : কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের জন্য সংরক্ষিত জমির মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে ৷ এমনই অভিযোগ মিলেছিল ৷ এরপরই তড়িঘড়ি ঘটনাস্থান পরিদর্শনে গেলেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেজিস্ট্রারসহ জেলাশাসক ও হাইকোর্ট বারের পদাধিকারিকরা ।
কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী 40 একর জমি থেকে মাটি চুরির অভিযোগ উঠেছে । অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নামল পুলিশ প্রশাসন । জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে 40 একর জমিতে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী বেঞ্চ তৈরি হওয়ার কথা । তার সীমানা প্রাচীর করা রয়েছে । ইতিমধ্যেই এই জমি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার ।
অভিযোগ, হাইকোর্টের জমিতে ঢুকে মাটি কেটে নিয়ে চুরি করে রাস্তায় কাজে ব্যবহার করা হচ্ছে । অভিযোগ পেয়েই ঘটনাস্থানে যান কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেজিস্টার সিদ্ধার্থ কাঞ্জিলাল, জেলাশাসক অভিষেক তিওয়ারি, পুলিশের উচ্চপদস্থ দুই পুলিশ আধিকারিক ও হাইকোর্ট বারের সম্পাদক অভিজিৎ সরকার ।
জলপাইগুড়ি হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গৌতম পাল অভিযোগ করে বলেন, সার্কিট বেঞ্চের 40 একর জমির মাটি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে । আমরা বিষয়টি মৌখিক ভাবে সার্কিট বেঞ্চের রেজিস্ট্রারকে বিষয়টি জানাই । এরপর তিনি বিষয়টি নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন ৷ আজ তিনি জেলাশাসককে নিয়ে ঘটনাস্থানে পরিদর্শনে আসেন । তবে আশ্চর্ষের বিষয় হাইকোর্টের জমির মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে ।