ETV Bharat / state

নারী দিবসে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলাদের সম্মান জলপাইগুড়ি জেলা পুলিশের - Women Police

আন্তর্জাতিক নারী দিবসে সমাজের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত 30 জন মহিলাকে সম্মান জানাল জলপাইগুড়ি জেলা পুলিশ ৷ উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদি ।

Women's Day
Women Police
author img

By

Published : Mar 9, 2020, 3:00 AM IST

Updated : Mar 9, 2020, 3:24 AM IST

জলপাইগুড়ি, 9 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষ্যে গতকাল একটি অনুষ্ঠানের আয়োজন করে জলপাইগুড়ি জেলা পুলিশ । সেখানে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলাদের সম্মান জানায় তারা । এই অনুষ্ঠানে মোট 30 জন মহিলাকে সম্মান জানানো হয় জেলা পুলিশের তরফে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদি ৷ সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথাও ইলওয়াড, DSP প্রদীপ সরকার ও কোতোয়ালি থানায় IC বিশ্বাশ্রয় সরকার-সহ অনেকে।

গতকাল যে সমস্ত মহিলাকে সম্মান প্রদান করা হয় তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও পেশার সঙ্গে যুক্ত ৷ কেউ চিকিৎসক, কেউ পুলিশ, কেউ আবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা । সম্মান প্রাপ্ত মহিলাদের মধ্যে অনেকে নারী কল্যাণ সংগঠনের সঙ্গে যুক্তও৷ জলপাইগুড়ির বাসিন্দা পুতুল রাউতকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয় ৷ পুতুল টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন৷ তাঁকেও সম্মান প্রদান করা হয় ।

জেলা পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, "নারীরা সমাজে আরও এগিয়ে যাক । আরও উন্নতি হোক নারীদের । তাদের উৎসাহ দিতেই এই অনুষ্ঠানের আয়োজন।" একইসঙ্গে নারী দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য মহিলা থানার প্রশংসাও করেন তিনি ৷

জলপাইগুড়ি, 9 মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষ্যে গতকাল একটি অনুষ্ঠানের আয়োজন করে জলপাইগুড়ি জেলা পুলিশ । সেখানে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মহিলাদের সম্মান জানায় তারা । এই অনুষ্ঠানে মোট 30 জন মহিলাকে সম্মান জানানো হয় জেলা পুলিশের তরফে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন জলপাইগুড়ি পুলিশ সুপার অভিষেক মোদি ৷ সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথাও ইলওয়াড, DSP প্রদীপ সরকার ও কোতোয়ালি থানায় IC বিশ্বাশ্রয় সরকার-সহ অনেকে।

গতকাল যে সমস্ত মহিলাকে সম্মান প্রদান করা হয় তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও পেশার সঙ্গে যুক্ত ৷ কেউ চিকিৎসক, কেউ পুলিশ, কেউ আবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যা । সম্মান প্রাপ্ত মহিলাদের মধ্যে অনেকে নারী কল্যাণ সংগঠনের সঙ্গে যুক্তও৷ জলপাইগুড়ির বাসিন্দা পুতুল রাউতকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করা হয় ৷ পুতুল টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন৷ তাঁকেও সম্মান প্রদান করা হয় ।

জেলা পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, "নারীরা সমাজে আরও এগিয়ে যাক । আরও উন্নতি হোক নারীদের । তাদের উৎসাহ দিতেই এই অনুষ্ঠানের আয়োজন।" একইসঙ্গে নারী দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য মহিলা থানার প্রশংসাও করেন তিনি ৷

Last Updated : Mar 9, 2020, 3:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.