ETV Bharat / state

স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকায় রেড জো়নে জলপাইগুড়ি - jalpaiguri

জলপাইগুড়ির নাম গ্রিন জো়ন থেকে সরে রেড জো়নের তালিকাভুক্ত হল ৷ স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী রাজ্যে রেড জো়নের তালিকাতে জেলার সংখ্যা বেড়ে দাঁড়াল 10 টি ৷

jalpaiguri
জলপাইগুড়ি
author img

By

Published : May 1, 2020, 8:18 PM IST

জলপাইগুড়ি, ১ মে : কোরোনা সংক্রমিত এলাকাগুলিকে তিন জো়নে ভাগ করা হয়েছে ৷ রেড জো়ন, অরেঞ্জ জো়ন এবং গ্রিন জো়ন ৷ কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে, রেড জো়নে রয়েছে মোট ১০ টি জেলা । ৮ টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রিন জোনে । আর ৫ টি জেলা রয়েছে অরেঞ্জ জো়নে । সম্প্রতি জলপাইগুড়ি জেলার নাম যুক্ত হয়েছিল অরেঞ্জ জো়নে । এবার রেড জ়োনে পরিণত করা হল ।

আজ সকাল থেকেই স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকাতে রেড জো়ন হিসাবে চিহ্নিত হয়েছে জলপাইগুড়িকে । জলপাইগুড়িতে প্রথম কোরোনা সংক্রমণে মৃত্যু হয় ৷ তাঁর পরিবারকে সোয়াব টেস্টের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। পরিবারের চার জনেরই কোরোনা পজিটিভ ধরা পরে ৷ যদিও পজিটিভরা সবাই শিলিগুড়ি পৌর কর্পোরেশন এলাকায় বাসিন্দা। নতুন করে জেলার কোনও বাসিন্দা কোরোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হননি।

আগরতলা থেকে পালিয়ে আসা অ্যাম্বুলেন্স চালক জেলার ধুপগুড়িতে ধরা পরে ৷ চালক কোরোনা পজিটিভ হওয়ায় ,জলপাইগুড়িতে বেড়ে যায় কোরোনা আক্রান্তের সংখ্যা । তার সংস্পর্শে আসা কয়েক পুলিশ কর্মীকেও রাখা হয় কোয়ারানটিনে। সেই থেকেই জলপাইগুড়ি জেলায় আতঙ্ক আরও ছড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের জারি করা ওই নির্দেশিকায় উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা রেড জ়োনে রয়েছে ।

জলপাইগুড়ি, ১ মে : কোরোনা সংক্রমিত এলাকাগুলিকে তিন জো়নে ভাগ করা হয়েছে ৷ রেড জো়ন, অরেঞ্জ জো়ন এবং গ্রিন জো়ন ৷ কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান বলছে, রেড জো়নে রয়েছে মোট ১০ টি জেলা । ৮ টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে গ্রিন জোনে । আর ৫ টি জেলা রয়েছে অরেঞ্জ জো়নে । সম্প্রতি জলপাইগুড়ি জেলার নাম যুক্ত হয়েছিল অরেঞ্জ জো়নে । এবার রেড জ়োনে পরিণত করা হল ।

আজ সকাল থেকেই স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নির্দেশিকাতে রেড জো়ন হিসাবে চিহ্নিত হয়েছে জলপাইগুড়িকে । জলপাইগুড়িতে প্রথম কোরোনা সংক্রমণে মৃত্যু হয় ৷ তাঁর পরিবারকে সোয়াব টেস্টের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। পরিবারের চার জনেরই কোরোনা পজিটিভ ধরা পরে ৷ যদিও পজিটিভরা সবাই শিলিগুড়ি পৌর কর্পোরেশন এলাকায় বাসিন্দা। নতুন করে জেলার কোনও বাসিন্দা কোরোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হননি।

আগরতলা থেকে পালিয়ে আসা অ্যাম্বুলেন্স চালক জেলার ধুপগুড়িতে ধরা পরে ৷ চালক কোরোনা পজিটিভ হওয়ায় ,জলপাইগুড়িতে বেড়ে যায় কোরোনা আক্রান্তের সংখ্যা । তার সংস্পর্শে আসা কয়েক পুলিশ কর্মীকেও রাখা হয় কোয়ারানটিনে। সেই থেকেই জলপাইগুড়ি জেলায় আতঙ্ক আরও ছড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের জারি করা ওই নির্দেশিকায় উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা রেড জ়োনে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.