ETV Bharat / state

Elephants Came Out in Jalpaiguri: বেলাকোবায় রাস্তায় হাতি, শূন্যে গুলি চালিয়ে ফেরানো হল জঙ্গলে - Elephant Attack

বেলাকোবা রেঞ্জে ফের জঙ্গল থেকে রাস্তায় বেরিয়ে এল হাতি (Elephants Came Out in Jalpaiguri) ৷ তবে, বনকর্মীদের তৎপরতায় হাতিকে জঙ্গলকে ফেরানো সম্ভব হয়েছে ৷

Elephants Came Out in Jalpaiguri ETV BHARAT
Elephants Came Out in Jalpaiguri
author img

By

Published : Feb 24, 2023, 6:17 PM IST

বেলাকোবার জঙ্গল থেকে বেরিয়ে এল হাতি

জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি: বেলাকোবা রেঞ্জ এলাকায় সকালে ফের রাস্তার ধারে দেখা মিলল হাতির (Elephants Came Out on Road in Belakoba Range) ৷ ফায়ারিং করে হাতিকে জঙ্গলে ফেরালেন বনকর্মীরা ৷ সেই সঙ্গে জঙ্গল সংলগ্ন এলাকায় মাহুতদের নিয়ে সকাল থেকে বনকর্মীদের পেট্রোলিং চলছে ৷ জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত পেট্রোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন ৷

গতকাল জঙ্গলের রাস্তা দিয়ে বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় মৃত্যু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস ৷ বাবা বিষ্ণু দাসের সঙ্গে মোটর বাইকে করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বুনো হাতির মুখোমুখি হন তাঁরা ৷ জানা যায়, হাতিটি মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনকে শুঁড়ে তুলে আছাড় মারে এবং তার বুকে পা তুলে দেয় ৷ গ্রামবাসীরা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অর্জুনকে মৃত বলে ঘোষণা করেন ৷

এই ঘটনার পরেই মোট 9 জেলার বনকর্মীদের ছুটি বাতিল করেছেন বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক ৷ আজ সকাল থেকে হাতি এবং হিংস্র জন্তু রয়েছে, এমন জঙ্গলগুলিতে বাড়তি নজরদারি শুর করেছে বন দফতর ৷ বন্দুক, ঘুমপাড়ানি গুলি ও পটকা নিয়ে চলছে নজরদারি ৷ কোথাও হাতি বেরলে দ্রুত জঙ্গলে ফেরানো হচ্ছে ৷ তেমনি বোলাকোবা রেঞ্জে আজ সকালে নজরদারি সময় হাতি বেরতে দেখা যায় ৷ হাওয়ায় ফায়ারিং করে হাতিকে জঙ্গলে ফেরানো হয়েছে ৷

মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানান ৷ আর যাতে এই ধরনের ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে নির্দেশ দেন বন দফতর ও প্রশাসনকে ৷ আজ সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাশাসক মৌমিতা গোদারা-সহ অন্যান্য সরকারি আধিকারিকরা মৃত ছাত্রের বাড়িতে যান ৷ অর্জুনের বাবা বিষ্ণু দাসকে সরকারের তরফে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে ৷

আরও পড়ুন: হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারকে আর্থিক সাহায্য

সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় জঙ্গল সংলগ্ন এলাকায় বনকর্মীরা পেট্রলিং শুরু করেছেন ৷ জঙ্গল সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যা না-হয়, সেই ব্যবস্থা করা হয়েছে ৷ টাকিমারি মহারাজঘাট এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশাসনের তরফে গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে ৷ সব মিলিয়ে অর্জুনের মৃত্যু জেলাপ্রশাসন ও বন দফতরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নিরাপত্তায় কতটা খামতি ছিল ৷

বেলাকোবার জঙ্গল থেকে বেরিয়ে এল হাতি

জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি: বেলাকোবা রেঞ্জ এলাকায় সকালে ফের রাস্তার ধারে দেখা মিলল হাতির (Elephants Came Out on Road in Belakoba Range) ৷ ফায়ারিং করে হাতিকে জঙ্গলে ফেরালেন বনকর্মীরা ৷ সেই সঙ্গে জঙ্গল সংলগ্ন এলাকায় মাহুতদের নিয়ে সকাল থেকে বনকর্মীদের পেট্রোলিং চলছে ৷ জলপাইগুড়ির বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত পেট্রোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন ৷

গতকাল জঙ্গলের রাস্তা দিয়ে বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হানায় মৃত্যু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস ৷ বাবা বিষ্ণু দাসের সঙ্গে মোটর বাইকে করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বুনো হাতির মুখোমুখি হন তাঁরা ৷ জানা যায়, হাতিটি মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুনকে শুঁড়ে তুলে আছাড় মারে এবং তার বুকে পা তুলে দেয় ৷ গ্রামবাসীরা তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অর্জুনকে মৃত বলে ঘোষণা করেন ৷

এই ঘটনার পরেই মোট 9 জেলার বনকর্মীদের ছুটি বাতিল করেছেন বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক ৷ আজ সকাল থেকে হাতি এবং হিংস্র জন্তু রয়েছে, এমন জঙ্গলগুলিতে বাড়তি নজরদারি শুর করেছে বন দফতর ৷ বন্দুক, ঘুমপাড়ানি গুলি ও পটকা নিয়ে চলছে নজরদারি ৷ কোথাও হাতি বেরলে দ্রুত জঙ্গলে ফেরানো হচ্ছে ৷ তেমনি বোলাকোবা রেঞ্জে আজ সকালে নজরদারি সময় হাতি বেরতে দেখা যায় ৷ হাওয়ায় ফায়ারিং করে হাতিকে জঙ্গলে ফেরানো হয়েছে ৷

মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানান ৷ আর যাতে এই ধরনের ঘটনা না-ঘটে, তা নিশ্চিত করতে নির্দেশ দেন বন দফতর ও প্রশাসনকে ৷ আজ সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাশাসক মৌমিতা গোদারা-সহ অন্যান্য সরকারি আধিকারিকরা মৃত ছাত্রের বাড়িতে যান ৷ অর্জুনের বাবা বিষ্ণু দাসকে সরকারের তরফে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে ৷

আরও পড়ুন: হাতির হানায় মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারকে আর্থিক সাহায্য

সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় জঙ্গল সংলগ্ন এলাকায় বনকর্মীরা পেট্রলিং শুরু করেছেন ৷ জঙ্গল সংলগ্ন এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যা না-হয়, সেই ব্যবস্থা করা হয়েছে ৷ টাকিমারি মহারাজঘাট এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশাসনের তরফে গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে ৷ সব মিলিয়ে অর্জুনের মৃত্যু জেলাপ্রশাসন ও বন দফতরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নিরাপত্তায় কতটা খামতি ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.