ETV Bharat / state

চা শ্রমিকদের মন রাখতে উদ্যোগ দোলার - Dola sen

আজ শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হল রাজগঞ্জ ব্লকের বেলাকোবা পাবলিক ক্লাব হল ঘরে । প্রধান বক্তা ছিলেন দোলা সেন । সভায় চা শ্রমিকদের একগুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি ।

Aa
Aa
author img

By

Published : Oct 3, 2020, 8:05 PM IST

জলপাইগুড়ি, 3 অক্টোবর: চা শ্রমিকদের মন রাখতে এবার কোমড় বেঁধে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC । চা শ্রমিকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ সভা তথা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হল রাজগঞ্জ ব্লকের বেলাকোবা পাবলিক ক্লাব হল ঘরে । সেখান থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন শ্রমিক সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেন ।

সভা থেকে তিনি জানান, চা শ্রমিকদের কাছে পৌঁছে সমস্যার কথা লিপিবদ্ধ করা হবে । কোন নেতার বিরুদ্ধে ক্ষোভ তাও জানার চেষ্টা করা হবে । এরপর তা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হবে । কর্মশালা করে শ্রমিকদের সব বিষয় বোঝানো হবে । মুখ্যমন্ত্রীর এত প্রকল্প থাকা সত্ত্বেও তাঁরা কোন কোন প্রকল্প পাচ্ছেন না আর কেনই বা পাচ্ছেন না তাও জানা হবে ।

আজকের কনভেনশনের প্রধান বক্তা ছিলেন দোলা সেন । এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতা স্বপন সরকার মিঠু মোহন্ত, তপন দে-সহ একাধিক শ্রমিক নেতা । কনভেনশনে দোলা সেন শ্রমিকদের উদ্দেশে জানান, তাঁদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প তৈরি করেছেন । এইসব প্রকল্পের সহায়তায় শ্রমিকরা বিভিন্নভাবে উপকৃত হবেন । জেলার সমস্ত চা বাগানগুলিতে শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন প্রকল্প পাননি সেই সম্বন্ধে লিস্ট করা হবে । তারপর সেইসব প্রকল্পের সুবিধা পাবেন শ্রমিকরা ।

অন্যদিকে তিনি জানান, “আগামী কিছুদিনের মধ্যেই শ্রমিকদের নিয়ে আলাদা ভাবে একটি সভা করা হবে । তাতে শ্রমিকরা তাঁদের সমস্যার কথা বলবেন । আমরা তা লিপিবদ্ধ করে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব । তাতে কোন নেতা খারাপ, কোন নেতা কেমন সেই বিষয়গুলি একদিকে জানা যাবে । অন্যদিকে চা শ্রমিকদের কোন কোন বিষয়ে সমস্যা রয়েছে, কেন্দ্রীয় সরকারের PF-সহ অন্যান্য কী কী সুবিধা তাঁরা পাচ্ছেন না সেই সব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে ।”

জলপাইগুড়ি, 3 অক্টোবর: চা শ্রমিকদের মন রাখতে এবার কোমড় বেঁধে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC । চা শ্রমিকদের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদ সভা তথা শ্রমিক কনভেনশন অনুষ্ঠিত হল রাজগঞ্জ ব্লকের বেলাকোবা পাবলিক ক্লাব হল ঘরে । সেখান থেকে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন শ্রমিক সংগঠনের রাজ্য সভানেত্রী দোলা সেন ।

সভা থেকে তিনি জানান, চা শ্রমিকদের কাছে পৌঁছে সমস্যার কথা লিপিবদ্ধ করা হবে । কোন নেতার বিরুদ্ধে ক্ষোভ তাও জানার চেষ্টা করা হবে । এরপর তা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হবে । কর্মশালা করে শ্রমিকদের সব বিষয় বোঝানো হবে । মুখ্যমন্ত্রীর এত প্রকল্প থাকা সত্ত্বেও তাঁরা কোন কোন প্রকল্প পাচ্ছেন না আর কেনই বা পাচ্ছেন না তাও জানা হবে ।

আজকের কনভেনশনের প্রধান বক্তা ছিলেন দোলা সেন । এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের নেতা স্বপন সরকার মিঠু মোহন্ত, তপন দে-সহ একাধিক শ্রমিক নেতা । কনভেনশনে দোলা সেন শ্রমিকদের উদ্দেশে জানান, তাঁদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প তৈরি করেছেন । এইসব প্রকল্পের সহায়তায় শ্রমিকরা বিভিন্নভাবে উপকৃত হবেন । জেলার সমস্ত চা বাগানগুলিতে শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন প্রকল্প পাননি সেই সম্বন্ধে লিস্ট করা হবে । তারপর সেইসব প্রকল্পের সুবিধা পাবেন শ্রমিকরা ।

অন্যদিকে তিনি জানান, “আগামী কিছুদিনের মধ্যেই শ্রমিকদের নিয়ে আলাদা ভাবে একটি সভা করা হবে । তাতে শ্রমিকরা তাঁদের সমস্যার কথা বলবেন । আমরা তা লিপিবদ্ধ করে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব । তাতে কোন নেতা খারাপ, কোন নেতা কেমন সেই বিষয়গুলি একদিকে জানা যাবে । অন্যদিকে চা শ্রমিকদের কোন কোন বিষয়ে সমস্যা রয়েছে, কেন্দ্রীয় সরকারের PF-সহ অন্যান্য কী কী সুবিধা তাঁরা পাচ্ছেন না সেই সব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে ।”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.