ETV Bharat / state

"চাকরি দাও নাহলে জমি ফিরিয়ে দাও", জলপাইগুড়িতে বিক্ষোভ জমিদাতাদের - land looser committee

"লাঙল আছে, জমি নেই । চাকরি দাও নইলে জমি ফিরিয়ে দাও৷" এই স্লোগান তুলে জেলাশাসকের দপ্তরের বিক্ষোভ দেখান জমিদাতারা ৷

ল্যান্ড লুজ়ার কমিটির বিক্ষোভ
author img

By

Published : Jul 19, 2019, 10:56 PM IST

জলপাইগুড়ি, 19 জুলাই: চাকরির দাবিতে জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন জমিদাতারা ৷ পরে ধরনায় বসেন তাঁরা ৷

"লাঙল আছে, জমি নেই । চাকরি দাও নইলে জমি ফিরিয়ে দাও৷" এই স্লোগান তুলে জেলাশাসকের দপ্তরের বিক্ষোভ দেখান জমিদাতারা ৷ আজ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কাঁধে লাঙল নিয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরে যান তাঁরা ৷ জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজ়ার কমিটির সভাপতি নজরুল রহমান বলেন, "জেলায় প্রায় পাঁচ শতাধিক জমিহারা আছেন, যাঁরা বিভিন্ন সময় সরকারকে উন্নয়নের কাজে বিশেষ করে তিস্তা ক্যানেল, রাস্তা, সার্কিট বেঞ্চের জন্য তাঁদের জমি দিয়েছিলেন ৷ পরিবর্তে যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, চাকরি দেওয়ার বিষয়ে প্রশাসন উদাসীন ৷ 25-30 বছর ধরে সরকারের কোনও ভ্রূক্ষেপই নেই ৷ আমরা বিভিন্ন সময়ে আবেদন করেছি, তারপরও চাকরি মেলেনি ৷ আমাদের দাবি মানা না হলে জেলাজুড়ে আন্দোলনে নামব ৷"

আরও পড়ুন : জলপাইগুড়িতে কলেজ বিল্ডিং নির্মাণে SJDA-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পরে জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজ়ার কমিটির একটি প্রতিনিধি দল ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে ৷ ওই দপ্তরের আধিকারিক প্রিয়াঙ্কা সিংলা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে ৷

জলপাইগুড়ি, 19 জুলাই: চাকরির দাবিতে জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন জমিদাতারা ৷ পরে ধরনায় বসেন তাঁরা ৷

"লাঙল আছে, জমি নেই । চাকরি দাও নইলে জমি ফিরিয়ে দাও৷" এই স্লোগান তুলে জেলাশাসকের দপ্তরের বিক্ষোভ দেখান জমিদাতারা ৷ আজ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কাঁধে লাঙল নিয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরে যান তাঁরা ৷ জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজ়ার কমিটির সভাপতি নজরুল রহমান বলেন, "জেলায় প্রায় পাঁচ শতাধিক জমিহারা আছেন, যাঁরা বিভিন্ন সময় সরকারকে উন্নয়নের কাজে বিশেষ করে তিস্তা ক্যানেল, রাস্তা, সার্কিট বেঞ্চের জন্য তাঁদের জমি দিয়েছিলেন ৷ পরিবর্তে যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, চাকরি দেওয়ার বিষয়ে প্রশাসন উদাসীন ৷ 25-30 বছর ধরে সরকারের কোনও ভ্রূক্ষেপই নেই ৷ আমরা বিভিন্ন সময়ে আবেদন করেছি, তারপরও চাকরি মেলেনি ৷ আমাদের দাবি মানা না হলে জেলাজুড়ে আন্দোলনে নামব ৷"

আরও পড়ুন : জলপাইগুড়িতে কলেজ বিল্ডিং নির্মাণে SJDA-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পরে জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজ়ার কমিটির একটি প্রতিনিধি দল ভূমি ও ভূমিরাজস্ব দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে ৷ ওই দপ্তরের আধিকারিক প্রিয়াঙ্কা সিংলা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে ৷

Intro:জলপাইগুড়ি ঃলাঙ্গল আছে জমি নেই, চাকরি দাও নইলে জমি ফিরিয়ে দাও।স্লোগান দিয়ে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভে ল্যান্ড লুজাররা।

Body:শুক্রবার চাকরির দাবিতে জেলাশাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান ল্যান্ডলুজাররা।এরপর তারা জেলা ভুমি ও ভুমি রাজস্ব দপ্তরের আধিকারিকের সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানান।
এদিন জেলার বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় শতাধিক ল্যান্ড লুজার জলপাইগুড়ি শহরের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কাঁধে লাঙ্গল নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান। সংগঠনের সভাপতি নজরুল রহমান বলেন জেলা প্রায় পাঁচ শতাধিক ল্যান্ডলুজার আছেন যারা বিভিন্ন সময়ে সরকারকে উন্নয়নের কাজে বিশেষ করে তিস্তা ক্যানেল,রাস্তা, সার্কিট বেঞচের জন্য তাদের জমি দিয়েছিলেন। এর পরিবর্তে যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেবার কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে চাকরি দেবার বিষয়ে প্রশাসন উদাসিন। ২৫-৩০ বছর ধরে সরকার আমাদের প্রতি কোন ভ্রুক্ষেপই নিচ্ছে না।আমরা বিভিন্ন সময়ে আবেদন করেছি। পরেও এখন চাকরি মেলেনি। আমাদের লাঙ্গল আছে কিন্তু জমি নেই। দশ দিন আগেই আমরা জেলা প্রশাসনকে জানিয়েছিলাম আমাদের সমস্যার সমাধান করার জন্য। জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটির পক্ষ আমরা বকেছিলাম চাকরির ব্যবস্থা আগামী ১০ দিনের মধ্যে না জানাল হলে আবার আসব তাই আবার আমরা এলাম। আজ আমাদের দাবি না মানা হলে আমরা জেলা জুড়ে আন্দোলনে নামব।


Conclusion:এদিকে জেলা ভুমি ও ভুমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রিয়াঙ্কা জানিয়েছেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.