ETV Bharat / state

সাত পাকে 'বাধা' নয়, বাঁধা পড়ছেন অনন্ত-লিপিকা ! - social marriage

ফের বিয়ের পিঁড়িতে বসছে অনন্ত । এবার রীতিমতো কার্ড ছাপিয়ে ধুমধাম করে সামাজিক রীতিনীতি মেনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত-লিপিকা ।

বিয়ের কার্ড
author img

By

Published : Jun 10, 2019, 8:23 PM IST

Updated : Jun 10, 2019, 8:31 PM IST

ধুপগুড়ি, 10 জুন : ইচ্ছে ছিল আর পাঁচজনের মতো ধুমধাম করে বিয়ে করবে । শ্বশুর-শাশুড়ির আশীর্বাদ নিয়ে বউকে আনবে নিজের বাড়ি । কিন্তু পরিস্থিতির চাপে সেই ইচ্ছে পূরণ করতে পারেনি । বরং, ভালোবাসার মানুষকে ফিরে পেতে এমন কাজ করতে হয়েছিল যা অবাক করেছিল সবাইকে । কারণ আর পাঁচটা ব্যর্থ প্রেমিকের মতো ভেঙে পড়েনি সে । রীতিমতো ধরনায় বসেছিল । পরিণতি পেয়েছিল ভালোবাসা । নাম অনন্ত । এবার সেই ভালোবাসাই সামাজিক পরিণতি পেতে চলেছে । রীতিমতো কার্ড ছাপিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসছে অনন্ত আর লিপিকা ।

এই সংক্রান্ত আরও খবর : ধরনা থেকে বিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে

আগামী বুধবার(12 জুন) সামাজিক রীতিনীতি মেনে নিজের বাড়িতেই বিয়ে হবে অনন্ত ও লিপিকার । সেইমতো কার্ড ছাপিয়ে আমন্ত্রণও করা হয়ে গেছে আত্মীয়দের । আমন্ত্রিত প্রায় দু'শো জন । তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রীতিভোজের ।

এই সংক্রান্ত আরও খবর : বিয়ে মানেনি শ্বশুরবাড়ি, জামাইষষ্ঠীতে যাওয়া হল না অনন্তর

তবে, বরযাত্রী যাওয়া হবে না অনন্তর । লিপিকার সঙ্গে সম্পর্কের সব জটিলতা কেটে গেলেও শ্বশুরবাড়ির সঙ্গে এখনও স্বাভাবিক হয়নি । কারণ চাকরিজীবী ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন বলে ঠিক করেছিলেন লিপিকার বাবা-মা । ছেলে পছন্দ হওয়ায় 8 বছরের সম্পর্ককে অস্বীকার করেছিল লিপিকাও । সেই সম্পর্ককে ফিরে পেতে লিপিকার বাড়ির সামনে 2 জুন ধরনায় বসে অনন্ত । বিয়ের জন্য রাজি করায় লিপিকাকে । 3 জুন মন্দিরে গিয়ে বিয়েটাও হয় । কিন্তু এখনও অনন্ত-লিপিকার বিয়ে মেনে নেয়নি শ্বশুরবাড়ির লোকজন ।

ধুপগুড়ি, 10 জুন : ইচ্ছে ছিল আর পাঁচজনের মতো ধুমধাম করে বিয়ে করবে । শ্বশুর-শাশুড়ির আশীর্বাদ নিয়ে বউকে আনবে নিজের বাড়ি । কিন্তু পরিস্থিতির চাপে সেই ইচ্ছে পূরণ করতে পারেনি । বরং, ভালোবাসার মানুষকে ফিরে পেতে এমন কাজ করতে হয়েছিল যা অবাক করেছিল সবাইকে । কারণ আর পাঁচটা ব্যর্থ প্রেমিকের মতো ভেঙে পড়েনি সে । রীতিমতো ধরনায় বসেছিল । পরিণতি পেয়েছিল ভালোবাসা । নাম অনন্ত । এবার সেই ভালোবাসাই সামাজিক পরিণতি পেতে চলেছে । রীতিমতো কার্ড ছাপিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসছে অনন্ত আর লিপিকা ।

এই সংক্রান্ত আরও খবর : ধরনা থেকে বিয়ে, সিঁথিতে সিঁদুর দিয়ে

আগামী বুধবার(12 জুন) সামাজিক রীতিনীতি মেনে নিজের বাড়িতেই বিয়ে হবে অনন্ত ও লিপিকার । সেইমতো কার্ড ছাপিয়ে আমন্ত্রণও করা হয়ে গেছে আত্মীয়দের । আমন্ত্রিত প্রায় দু'শো জন । তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রীতিভোজের ।

এই সংক্রান্ত আরও খবর : বিয়ে মানেনি শ্বশুরবাড়ি, জামাইষষ্ঠীতে যাওয়া হল না অনন্তর

তবে, বরযাত্রী যাওয়া হবে না অনন্তর । লিপিকার সঙ্গে সম্পর্কের সব জটিলতা কেটে গেলেও শ্বশুরবাড়ির সঙ্গে এখনও স্বাভাবিক হয়নি । কারণ চাকরিজীবী ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন বলে ঠিক করেছিলেন লিপিকার বাবা-মা । ছেলে পছন্দ হওয়ায় 8 বছরের সম্পর্ককে অস্বীকার করেছিল লিপিকাও । সেই সম্পর্ককে ফিরে পেতে লিপিকার বাড়ির সামনে 2 জুন ধরনায় বসে অনন্ত । বিয়ের জন্য রাজি করায় লিপিকাকে । 3 জুন মন্দিরে গিয়ে বিয়েটাও হয় । কিন্তু এখনও অনন্ত-লিপিকার বিয়ে মেনে নেয়নি শ্বশুরবাড়ির লোকজন ।

Intro:nullBody:কার্ড ছাপিয়ে সামাজিক মতে ফের বিয়ে করতে চলেছে অনন্ত।ইচ্ছে ছিল ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবেন।কিন্তু ধর্না দিয়ে বৌ আদায় করতে হবে ভাবতেই পারেনি।তাই এবার বিয়ের শখ মেটানোর পালা।কার্ড ছাপিয়ে আত্মীয়স্বজনদের ডেকে সামাজিক মতে লগ্ন দেখে বিয়ে করবে অনন্ত। কিন্ত বরযাত্রী যাওয়া হয়ত হবে না কারন এখনো শ্বশুড় বাড়ির লোকেরা তাকে জামাই হিসেবে মেনে নেয়নি।
ধর্না থেকে বিয়ে হলেও সামাজিক অনুষ্ঠান হয়নি।তাই সামাজিক ভাবে অনুষ্ঠান করতে এবং মন্দিরে বিয়ের পর সামাজিক ভাবে লগ্ন অনুযায়ী, বিবাহ বাসর তৈরি করে,প্রীতিভোজের আয়োজনের মধ্যে দিয়ে ফের বিয়ে করতে চলেছে অনন্ত।ধর্না মঞ্চ থেকে প্রেমিকাকে বিয়ের দাবির পর টোটোতে করে মন্দিরে গিয়ে ধুপগুড়ি বাসীর উপচে পড়া ভীড়ে মাঝে বিয়ের পর আগামী বুধবার সামাজিক ভাবে বিয়ে করতে চলেছে অনন্ত এবং লিপিকা।রীতিমতো ছাপা হয়েছে বিয়ের কার্ড এবং তা বিলিও হয়েছে।অনন্তর নিজের বাড়িতেই আয়োজন বিয়ের এবং প্রীতিভোজের।প্রায় শ দুয়েক লোকের নিমন্ত্রন করেছে অনন্ত।Conclusion:null
Last Updated : Jun 10, 2019, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.