ETV Bharat / state

Puja Bonus for Tea Garden Workers: 19 শতাংশ হারে পুজো বোনাস 134টি চা-বাগানের শ্রমিকদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 6:56 AM IST

সম্পন্ন হল চা-শ্রমিকদের বোনাস চুক্তি ৷ তরাই-ডুয়ার্সের 134টি চা-বাগানে শ্রমিকরা পুজো বোনাস পাবেন 19 শতাংশ হারে । 2022 সালে এই বোনাস 20 শতাংশ ছিল ৷ তবে এই বছর 1 শতাংশ কমে গিয়েছে ৷

Etv Bharat
পুজো বোনাস 134টি চা-বাগানের শ্রমিকদের

জলপাইগুড়ি, 12 অক্টোবর: অবশেষে সম্পন্ন হল চা-শ্রমিকদের পুজোর বোনাস চুক্তি ৷ মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক ৷ ভার্চুয়াল বৈঠকে উপস্থিতি ছিলেন চা-বাগান মালিক সংগঠন কনসালটেন্সির কমিটি অফ টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (CCPA),টেরাই ইণ্ডিয়ান প্যান্টার্স অ্যাসোসিয়েশন(TIPA), ইণ্ডিয়ান টি প্যান্টার্স অ্যাসোসিয়েশন (ITPA) ও চা শ্রমিক সংগঠন কর্তারা ৷ সর্বসম্মতি ক্রমে 19 শতাংশ হারে চা শ্রমিকদের পুজো বোনাস দেওয়া হবে বলে জানানো হয়েছে ।

এদিন ঠিক হয় তরাই-ডুয়ার্সের 134টি চা-বাগানে শ্রমিকরা পুজো বোনাস পাবেন 19 শতাংশ হারে । 2022 সালে 20% হারে পুজো বোনাস দেওয়া হয়েছিল এ, বি, সি ক্যাটাগরির চা-বাগানের কর্মীদের । 2019 সালে 18.50 শতাংশ বোনাস রফা হয়েছিল । 2021 সালে 30 শতাংশেই বোনাস রফা হয় । এই বছর চা-শ্রমিক সংগঠনের পক্ষে 20%-র বেশি বোনাস দাবি করা হয় ৷ তাতে অবশ্য বাগান মালিকপক্ষ রাজি হয়নি । দীর্ঘ বৈঠকের পর অবশেষে 19 শতাংশ হারে বোনাস দিতে রাজি হয় চা-বাগান মালিক পক্ষ। এই প্রসঙ্গেই, তৃণমূল চা-শ্রমিক সংগঠনের চেয়ারম্যান বিরেন্দ্র বারা বলেন, "বেশ কয়েকটি বৈঠক হয়েছে । পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি । তার আগেই বৈঠকে 19 শতাংশ বোনাস স্থির করা হয়েছে । দশ দিন বাকি আছে পুজোর । তাই চা বাগানগুলোকে আগেই বোনাস দেওয়ার ব্যবস্থার আরজি জানাচ্ছি ।

আরও পডু়ন: 'চা বাগানের মানুষের জন্য কাজ করতে চাই,' শপথ নিয়ে বললেন সাংসদ প্রকাশচিক বড়াইক

বিজেপি চা শ্রমিক সংগঠনের উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা বলেন, "আমরা 20% বোনাস দাবি করেছিলাম। কিন্তু 19% বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । শ্রমিকরা যে 1 শতাংশ বোনাস কম পাবে, আমরা তাতে সম্মতি দিইনি । কিন্তু আমরা কোনও আন্দোলনের পথে যাচ্ছি না । কারণ বোনাস সকলের দরকার ৷ আমাদের আন্দোলনের ফলে শ্রমিকদের ক্ষতি হোক এটা চাই না ।"

জলপাইগুড়ি, 12 অক্টোবর: অবশেষে সম্পন্ন হল চা-শ্রমিকদের পুজোর বোনাস চুক্তি ৷ মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক ৷ ভার্চুয়াল বৈঠকে উপস্থিতি ছিলেন চা-বাগান মালিক সংগঠন কনসালটেন্সির কমিটি অফ টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (CCPA),টেরাই ইণ্ডিয়ান প্যান্টার্স অ্যাসোসিয়েশন(TIPA), ইণ্ডিয়ান টি প্যান্টার্স অ্যাসোসিয়েশন (ITPA) ও চা শ্রমিক সংগঠন কর্তারা ৷ সর্বসম্মতি ক্রমে 19 শতাংশ হারে চা শ্রমিকদের পুজো বোনাস দেওয়া হবে বলে জানানো হয়েছে ।

এদিন ঠিক হয় তরাই-ডুয়ার্সের 134টি চা-বাগানে শ্রমিকরা পুজো বোনাস পাবেন 19 শতাংশ হারে । 2022 সালে 20% হারে পুজো বোনাস দেওয়া হয়েছিল এ, বি, সি ক্যাটাগরির চা-বাগানের কর্মীদের । 2019 সালে 18.50 শতাংশ বোনাস রফা হয়েছিল । 2021 সালে 30 শতাংশেই বোনাস রফা হয় । এই বছর চা-শ্রমিক সংগঠনের পক্ষে 20%-র বেশি বোনাস দাবি করা হয় ৷ তাতে অবশ্য বাগান মালিকপক্ষ রাজি হয়নি । দীর্ঘ বৈঠকের পর অবশেষে 19 শতাংশ হারে বোনাস দিতে রাজি হয় চা-বাগান মালিক পক্ষ। এই প্রসঙ্গেই, তৃণমূল চা-শ্রমিক সংগঠনের চেয়ারম্যান বিরেন্দ্র বারা বলেন, "বেশ কয়েকটি বৈঠক হয়েছে । পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি । তার আগেই বৈঠকে 19 শতাংশ বোনাস স্থির করা হয়েছে । দশ দিন বাকি আছে পুজোর । তাই চা বাগানগুলোকে আগেই বোনাস দেওয়ার ব্যবস্থার আরজি জানাচ্ছি ।

আরও পডু়ন: 'চা বাগানের মানুষের জন্য কাজ করতে চাই,' শপথ নিয়ে বললেন সাংসদ প্রকাশচিক বড়াইক

বিজেপি চা শ্রমিক সংগঠনের উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা বলেন, "আমরা 20% বোনাস দাবি করেছিলাম। কিন্তু 19% বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । শ্রমিকরা যে 1 শতাংশ বোনাস কম পাবে, আমরা তাতে সম্মতি দিইনি । কিন্তু আমরা কোনও আন্দোলনের পথে যাচ্ছি না । কারণ বোনাস সকলের দরকার ৷ আমাদের আন্দোলনের ফলে শ্রমিকদের ক্ষতি হোক এটা চাই না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.