ETV Bharat / state

বেলুড় স্টেশনে যুবতিকে ছুরির কোপ ! - বেলুড় স্টেশন

প্রকাশ্য দিবালকে যুবতিকে ধারালো অস্ত্রের কোপ । গ্রেপ্তার এক যুবক ।

প্রতীকি ছবি
author img

By

Published : Aug 19, 2019, 10:17 PM IST

বেলুড়, 19 অগাস্ট : স্টেশনের মধ্যে যুবতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল GRP । আজ সকাল সাড়ে আটটা নাগাদ বেলুড় স্টেশনে ঘটনাটি ঘটে । ঘটনায় যুবতিকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দু'জন ।

অভিযোগ, আজ সকালে বেলুড় 2 নম্বর প্ল্যাটফর্মে এক যুবতিকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে এক যুবক । অন্য দুই যুবক, ওই যুবতিকে বাঁচাতে গেলে তাঁদের কেও আঘাত করা হয় ।

আক্রান্ত যুবতি জানান, সকালে টিকিট কেটে প্ল্যাটফর্মে যাওয়ার সময় এক যুবক তার পোশাক ধরে রাখে । এরপর সে পকেট থেকে ছুরি বের করে তাঁকে আঘাত করতে শুরু করে । কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে আসে । তাঁদেরও আঘাত করা হয় । যুবতির দাবি, হামলাকারীকে তিনি চেনেন না । কেন তাঁর উপর হামলা হল তাও জানেন না ।

পরে অবশ্য ওই যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ । তবে, তদন্তের স্বার্থে যুবক ও যুবতির নাম-পরিচয় জানাতে চায়নি ।

বেলুড়, 19 অগাস্ট : স্টেশনের মধ্যে যুবতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল GRP । আজ সকাল সাড়ে আটটা নাগাদ বেলুড় স্টেশনে ঘটনাটি ঘটে । ঘটনায় যুবতিকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দু'জন ।

অভিযোগ, আজ সকালে বেলুড় 2 নম্বর প্ল্যাটফর্মে এক যুবতিকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে এক যুবক । অন্য দুই যুবক, ওই যুবতিকে বাঁচাতে গেলে তাঁদের কেও আঘাত করা হয় ।

আক্রান্ত যুবতি জানান, সকালে টিকিট কেটে প্ল্যাটফর্মে যাওয়ার সময় এক যুবক তার পোশাক ধরে রাখে । এরপর সে পকেট থেকে ছুরি বের করে তাঁকে আঘাত করতে শুরু করে । কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে আসে । তাঁদেরও আঘাত করা হয় । যুবতির দাবি, হামলাকারীকে তিনি চেনেন না । কেন তাঁর উপর হামলা হল তাও জানেন না ।

পরে অবশ্য ওই যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ । তবে, তদন্তের স্বার্থে যুবক ও যুবতির নাম-পরিচয় জানাতে চায়নি ।

Intro:

বালির পর এবার বেলুড় স্টেশন। আরও একবার ফের প্রকাশ্য দিবালোকে স্টেশনের মধ্যে এক যুবতীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারল এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ সকালে বেলুড় স্টেশনে। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বেলুড় স্টেশনে এক নম্বর দুই নম্বর প্ল্যাটফর্মের মাঝে এক যুবতীকে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে এক যুবক। এই ঘটনায় যুবতীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুই যুবক। গুরুতর জখম অবস্থায় ওই যুবতীকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বেলুড় স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রেফতার করা হয়েছে যুবককে। আক্রান্তের বয়ান অনুযায়ী তিনি টিকিট কাটতে যাচ্ছিলেন। সেই সময় ওই যুবক তাকে ধরে। তার পোশাক ধরে রাখে ও পকেট থেকে ছুরি বের করে। যুবতী তাকে প্রতিহত করতে গেলে সে বলে তুই কিছুই করতে পারবি না। যুবতী বিপদের আঁচ পেয়ে আশেপাশের মানুষের সাহায্য চাই। কয়েকজন এগিয়ে আসে। যুবতীর আরো দাবি ওই আক্রান্তকারী কোনো মানসিক ভারসাম্যহীন নয়। সেই খুব সতর্কভাবে এই ঘটনা ঘটিয়েছে। তার শাস্তি হোক এটাই চাইছেন তিনি। পাশাপাশি ঘটনার সময় উপস্থিত এক যুবক ওই যুবতীর সাহায্যে এগিয়ে আসে। ধস্তাধস্তিতে ওই যুবক রেলের লাইনে পড়ে যায়। তখনই আক্রান্তকারী যুবতীকে ছেড়ে ওই যুবকের পিঠে ছুরি দিয়ে আঘাত করে তার শিরদাঁড়ায়। কেন এই ঘটনা ঘটলো তার কারণ জানার চেষ্টা চলছে। জিআরপি ঘটনাস্থলে পৌঁছে যুবককে গ্রেফতার করে। বেলুড় জিআরপি তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্ত। কি কারণে এই আক্রমণ এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় জিআরপি। এই ঘটনাকে কেন্দ্র করে বেলুড় এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।Body:BConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.