ETV Bharat / state

মালিককে পিটিয়ে ধাবায় লুটপাট দুষ্কৃতীদের

রাতে পেটপুরে খেয়ে ধাবার মালিককে বেধড়ক পিটিয়ে টাকা-পয়সা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ।

miscreants attacked on a dhaba owner
জখম ডোমজুড়ের ধাবার মালিক
author img

By

Published : Aug 7, 2020, 2:19 PM IST

ডোমজুড়, 7 অগাস্ট : ধাবার মালিককে মারধর করে টাকাপয়সা লুটপাটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল রাতে ডোমজুড়ের সলপে 6 নম্বর জাতীয় সড়কের পাশের একটি ধাবার ঘটনা । ঘটনায় জখম হয় ধাবার মালিক স্বপন দাসসহ আরও দুজন কর্মী ।

জানা গেছে, গতকাল রাতে জনা পাঁচেক দুষ্কৃতী ওই ধাবায় খাওয়া দাওয়া করছিল । এরপর তারা টাকা দিতে অস্বীকার করলে মালিকের সঙ্গে বচসা শুরু হয় । সাময়িকভাবে ওই দুষ্কৃতীরা ধাবা থেকে বেরিয়ে গেলেও পরে আরও কয়েকজনকে নিয়ে ওই ধাবায় আসে ।

ধাবা মালিকের অভিযোগ, বাঁকড়া এলাকার কয়েকজন দুষ্কৃতী ছুরি, রড, পাইপ, অ্যাঙ্গেল দিয়ে আমার উপর হঠাৎ করে চড়াও হয় । রড দিয়ে বেধড়ক মারধর করে । আরও দুজন কর্মী বাঁধা দিতে এলে তাদের উপর হামলা চালায় । ধাবায় ভাঙচুর চালায় । তারপর টাকা পয়সা লুট করে চম্পট দেয় ।

মালিককে পিটিয়ে ধাবা লুট দুষ্কৃতীদের

খবর পেয়ে, ডোমজুড় থানার পুলিশ আসে । জখমদের উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের ।

পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সা লুটের জন্য দুষ্কৃতীরা হামলা চালায় । তদন্ত শুরু হয়েছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

ডোমজুড়, 7 অগাস্ট : ধাবার মালিককে মারধর করে টাকাপয়সা লুটপাটের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল রাতে ডোমজুড়ের সলপে 6 নম্বর জাতীয় সড়কের পাশের একটি ধাবার ঘটনা । ঘটনায় জখম হয় ধাবার মালিক স্বপন দাসসহ আরও দুজন কর্মী ।

জানা গেছে, গতকাল রাতে জনা পাঁচেক দুষ্কৃতী ওই ধাবায় খাওয়া দাওয়া করছিল । এরপর তারা টাকা দিতে অস্বীকার করলে মালিকের সঙ্গে বচসা শুরু হয় । সাময়িকভাবে ওই দুষ্কৃতীরা ধাবা থেকে বেরিয়ে গেলেও পরে আরও কয়েকজনকে নিয়ে ওই ধাবায় আসে ।

ধাবা মালিকের অভিযোগ, বাঁকড়া এলাকার কয়েকজন দুষ্কৃতী ছুরি, রড, পাইপ, অ্যাঙ্গেল দিয়ে আমার উপর হঠাৎ করে চড়াও হয় । রড দিয়ে বেধড়ক মারধর করে । আরও দুজন কর্মী বাঁধা দিতে এলে তাদের উপর হামলা চালায় । ধাবায় ভাঙচুর চালায় । তারপর টাকা পয়সা লুট করে চম্পট দেয় ।

মালিককে পিটিয়ে ধাবা লুট দুষ্কৃতীদের

খবর পেয়ে, ডোমজুড় থানার পুলিশ আসে । জখমদের উদ্ধার করে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের ।

পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সা লুটের জন্য দুষ্কৃতীরা হামলা চালায় । তদন্ত শুরু হয়েছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.