হাওড়া, ১৫ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৪৪ জন জওয়ান। এদের মধ্যে রয়েছেন উলুবেড়িয়ার বাবলা সাঁতরা। তবে তাঁর দেহ এখনও শনাক্ত করা যায়নি। গত সন্ধ্যায় খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে বাবলার পরিবার।
উলুবেড়িয়ার বাউরিয়া রাজবংশী পাড়ার বাসিন্দা বাবলা সাঁতরা। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে চারবছরের এক সন্তান। গত সন্ধ্যায় বাড়িতে পৌঁছায় বাবলার শহিদ হওয়ার খবর।
গতকাল দুপুরে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪৪ জন CRPF জওয়ান। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। এদিকে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। আত্মঘাতী হামলার পর দক্ষিণ কাশ্মীরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।