বেলুড়, 12 জানুয়ারি : প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন । জাতীয় যুব দিবসে সেই ভাষণ শোনার জন্য এসেছিলেন অনেকে । সঙ্গে এনেছিলেন ছোটোদেরও । ভাষণ শোনার পর অনেকেরই আক্ষেপ, স্বামীজির জন্মদিনে প্রধানমন্ত্রী হিসেবে নয় উনি বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদির মতো । বলছেন, এমন এক দিনে CAA ইশু না উঠলেই ভালো হয় । ছোটোরা এসবের কী বোঝে ।
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বেলুড় মঠে যুব দিবসের অনুষ্ঠান । প্রাথমিকভাবে ঠিক ছিল না সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী । পরে পালটে ফেলা হয় সূচি । অন্তর্ভুক্ত করা হয় বেলুড় মঠের রাত্রিবাস এবং যুব দিবসে নরেন্দ্র মোদির উপস্থিতি ।
মূলত, বেলুড় মঠের ছাত্রদের সামনে আজ বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী । সঙ্গে ছিলেন সন্ন্যাসীরা । আর সেখানে স্বামীজির আদর্শের কথা তুলে ধরার পাশাপাশি তার বক্তব্য বড় অংশ জুড়ে ছিল নাগরিকত্ব (সংশোধনী) বিল এবং নাগরিকপঞ্জি (NRC) নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনার কথা ।
বেলুড় মঠে যুব দিবসের এই মঞ্চে নাগরিকত্ব সংশোধনী বিল (CAA) নিয়ে প্রচার ঠিক হয়নি বলেই মনে করছেন দর্শনার্থীদের একাংশ ৷ এটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।