ETV Bharat / state

"প্রধানমন্ত্রীর মতো নয়, নরেন্দ্র মোদির মতো ভাষণ দিলেন" - Caa Issue

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বেলুড় মঠে যুব দিবসের অনুষ্ঠান । প্রাথমিকভাবে ঠিক ছিল না সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী । পরে পালটে ফেলা হয় সূচি । অন্তর্ভুক্ত করা হয় বেলুড় মঠের রাত্রিবাস এবং যুব দিবসে নরেন্দ্র মোদির উপস্থিতি । সেখানে তাঁর বক্তব্য প্রধানমন্ত্রীর মতো হয়নি বলে আক্ষেপ বেলুড়মঠে আগত দর্শনার্থীদের ।

মোদি
মোদি
author img

By

Published : Jan 12, 2020, 12:36 PM IST

বেলুড়, 12 জানুয়ারি : প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন । জাতীয় যুব দিবসে সেই ভাষণ শোনার জন্য এসেছিলেন অনেকে । সঙ্গে এনেছিলেন ছোটোদেরও । ভাষণ শোনার পর অনেকেরই আক্ষেপ, স্বামীজির জন্মদিনে প্রধানমন্ত্রী হিসেবে নয় উনি বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদির মতো । বলছেন, এমন এক দিনে CAA ইশু না উঠলেই ভালো হয় । ছোটোরা এসবের কী বোঝে ।

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বেলুড় মঠে যুব দিবসের অনুষ্ঠান । প্রাথমিকভাবে ঠিক ছিল না সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী । পরে পালটে ফেলা হয় সূচি । অন্তর্ভুক্ত করা হয় বেলুড় মঠের রাত্রিবাস এবং যুব দিবসে নরেন্দ্র মোদির উপস্থিতি ।

মূলত, বেলুড় মঠের ছাত্রদের সামনে আজ বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী । সঙ্গে ছিলেন সন্ন্যাসীরা । আর সেখানে স্বামীজির আদর্শের কথা তুলে ধরার পাশাপাশি তার বক্তব্য বড় অংশ জুড়ে ছিল নাগরিকত্ব (সংশোধনী) বিল এবং নাগরিকপঞ্জি (NRC) নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনার কথা ।

বেলুড় মঠে যুব দিবসের এই মঞ্চে নাগরিকত্ব সংশোধনী বিল (CAA) নিয়ে প্রচার ঠিক হয়নি বলেই মনে করছেন দর্শনার্থীদের একাংশ ৷ এটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।

দেখুন কী বলছেন দর্শনার্থীরা

বেলুড়, 12 জানুয়ারি : প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন । জাতীয় যুব দিবসে সেই ভাষণ শোনার জন্য এসেছিলেন অনেকে । সঙ্গে এনেছিলেন ছোটোদেরও । ভাষণ শোনার পর অনেকেরই আক্ষেপ, স্বামীজির জন্মদিনে প্রধানমন্ত্রী হিসেবে নয় উনি বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদির মতো । বলছেন, এমন এক দিনে CAA ইশু না উঠলেই ভালো হয় । ছোটোরা এসবের কী বোঝে ।

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বেলুড় মঠে যুব দিবসের অনুষ্ঠান । প্রাথমিকভাবে ঠিক ছিল না সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী । পরে পালটে ফেলা হয় সূচি । অন্তর্ভুক্ত করা হয় বেলুড় মঠের রাত্রিবাস এবং যুব দিবসে নরেন্দ্র মোদির উপস্থিতি ।

মূলত, বেলুড় মঠের ছাত্রদের সামনে আজ বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী । সঙ্গে ছিলেন সন্ন্যাসীরা । আর সেখানে স্বামীজির আদর্শের কথা তুলে ধরার পাশাপাশি তার বক্তব্য বড় অংশ জুড়ে ছিল নাগরিকত্ব (সংশোধনী) বিল এবং নাগরিকপঞ্জি (NRC) নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনার কথা ।

বেলুড় মঠে যুব দিবসের এই মঞ্চে নাগরিকত্ব সংশোধনী বিল (CAA) নিয়ে প্রচার ঠিক হয়নি বলেই মনে করছেন দর্শনার্থীদের একাংশ ৷ এটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ।

দেখুন কী বলছেন দর্শনার্থীরা
Intro:স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বেলুড়মঠে যুব দিবসের অনুষ্ঠান। প্রাথমিকভাবে ঠিক ছিল না সেই অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী। পরে পাল্টে ফেলা হয় সূচি। অন্তর্ভুক্ত করা হয় বেলুড় মঠের রাত্রি বাস এবং যুব দিবসে নরেন্দ্র মোদির উপস্থিতি। মূলত বেলুড় মঠের ছাত্রদের সামনে আজ বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন সন্ন্যাসীরা। আর সেখানে স্বামীজীর আদর্শের কথা তুলে ধরার পাশাপাশি তার বক্তব্য বড় অংশ জুড়ে ছিল নাগরিকত্ব সংশোধনী বিল এবং এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনার কথা। বেলুড়মঠে যুব দিবসের এই মঞ্চকে ব্যবহার করে নাগরিকত্ব সংশোধনী বিল এর প্রচার ঠিক হয়নি বলেই বলছে নরেন্দ্র মোদির ভাষণ শোনা জনতা। আর যেটা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।



Body:শুনে নিন বেলুড়মঠে উপস্থিত জনতার বক্তব্য।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.