ETV Bharat / state

Dacoits loots Rs 1 crore at Howrah: ভরদুপুরে হাওড়ায় ডাকাতি, বন্দুক উঁচিয়ে এক কোটি লুঠ করে উধাও তিন দুষ্কৃতী

author img

By

Published : Feb 8, 2022, 7:22 PM IST

ভরদুপুরে দুঃসাহসিক ডাকাতি হাওড়ায় (Dacoits loots Rs 1 crore at Howrah) ৷ বন্দুক উঁচিয়ে এক কোটি টাকা নিয়ে চম্পট দিল ডাকাত দল (Howrah Dacoity) ৷

Dacoits loots Rs 1 crore from a shop at Howrah
ভরদুপুরে হাওড়ায় ডাকাতি, হাতে বন্দুক উঁচিয়ে এক কোটি লুঠ করে ছুট

হাওড়া, 8 ফেব্রুয়ারি: ভরদুপুরে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাকাতি (Dacoits loots Rs 1 crore at Howrah)। ব্যস্ত জনবসতি এলাকায় পিঠে এক কোটি টাকা ব্যাগে ভরে চম্পট (Rs 1 crore looted) দিল দুষ্কৃতীরা । ঘটনাটি হাওড়ায় (Howrah Dacoity)।

এদিন দুপুর বারোটা নাগাদ হাওড়ার ব্যাঁটরা থানার কদমতলায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে । অভিযোগ, ক্যাশ কাউন্টার থেকে ক্যাশিয়ারকে রিভলবার দেখিয়ে নগদ এক কোটি টাকা নিয়ে চম্পট দেয় তিন জনের ডাকাত দল । জানা গিয়েছে, এই ডাকাত দলে একজন মহিলাও‌ ছিল ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর বারোটা নাগাদ একটি গাড়ি করে এসে ওই প্রতিষ্ঠানের সামনে‌ দাঁড়ায় তিনজন । এক মহিলা ঝড়ের গতিতে রিভলবার হাতে ঢুকে যায় । পিছনে পিছনে আরও দু‘জন সেই প্রতিষ্ঠানে ঢুকে ক্যাশিয়ারের মাথায় রিভলবার ঠেকিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে চম্পট দেয় । কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘটনাটি ঘটে যায় । এলাকার বাসিন্দারা এগিয়ে আসার আগেই গাড়ি নিয়ে চম্পট দেয় ডাকাত দল (Dacoits loots Rs 1 crore from a shop)। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: Dacoity in Kolkata : চারু মার্কেট থানা এলাকায় ডাকাতি, দুষ্কৃতীদের আঘাতে আহত বৃদ্ধ দম্পতি

স্থানীয় বাসিন্দা শিবপ্রসাদ সাউ জানান, বেলা 12:30টা নাগাদ তিনি দাঁড়িয়েছিলেন ঘটনাস্থলে । একটি গাড়ি এসে ওই অফিসের সামনে দাঁড়ায় । গাড়িতে তিনজন ছিল । একজন দরজা খুলে বাইরে নামে । তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল । সে অফিসের ভিতরে ঢুকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ফিরে আসে ও গাড়িতে ঢুকে যায় । এরপরই খুব দ্রুত গাড়িটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । পরে জানা যায়, ওই ব্যাগে এক কোটি টাকা ছিল । ওই প্রতিষ্ঠান থেকে এক কোটি টাকা লুঠ হয়েছে ।

আরও পড়ুন: Bank Robbery in Bardhaman : গ্রাহকদের মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাঙ্ক ডাকাতি বর্ধমানে, লুঠ প্রায় 30 লক্ষ টাকা

দিনের আলোয় এই ভাবে ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । এই ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ব্যাঁটরা থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানের কেউ জড়িত থাকতে পারে । এত পরিমাণ টাকা নগদ ক্যাশ কাউন্টারে থাকবে, এই তথ্য অফিসের কর্মী ছাড়া জানা সম্ভব নয় । সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ । সিসিটিভির ফুটেজ থেকেও দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে ব্যাঁটরা থানার পুলিশ ।

হাওড়া, 8 ফেব্রুয়ারি: ভরদুপুরে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাকাতি (Dacoits loots Rs 1 crore at Howrah)। ব্যস্ত জনবসতি এলাকায় পিঠে এক কোটি টাকা ব্যাগে ভরে চম্পট (Rs 1 crore looted) দিল দুষ্কৃতীরা । ঘটনাটি হাওড়ায় (Howrah Dacoity)।

এদিন দুপুর বারোটা নাগাদ হাওড়ার ব্যাঁটরা থানার কদমতলায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে । অভিযোগ, ক্যাশ কাউন্টার থেকে ক্যাশিয়ারকে রিভলবার দেখিয়ে নগদ এক কোটি টাকা নিয়ে চম্পট দেয় তিন জনের ডাকাত দল । জানা গিয়েছে, এই ডাকাত দলে একজন মহিলাও‌ ছিল ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর বারোটা নাগাদ একটি গাড়ি করে এসে ওই প্রতিষ্ঠানের সামনে‌ দাঁড়ায় তিনজন । এক মহিলা ঝড়ের গতিতে রিভলবার হাতে ঢুকে যায় । পিছনে পিছনে আরও দু‘জন সেই প্রতিষ্ঠানে ঢুকে ক্যাশিয়ারের মাথায় রিভলবার ঠেকিয়ে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে চম্পট দেয় । কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘটনাটি ঘটে যায় । এলাকার বাসিন্দারা এগিয়ে আসার আগেই গাড়ি নিয়ে চম্পট দেয় ডাকাত দল (Dacoits loots Rs 1 crore from a shop)। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: Dacoity in Kolkata : চারু মার্কেট থানা এলাকায় ডাকাতি, দুষ্কৃতীদের আঘাতে আহত বৃদ্ধ দম্পতি

স্থানীয় বাসিন্দা শিবপ্রসাদ সাউ জানান, বেলা 12:30টা নাগাদ তিনি দাঁড়িয়েছিলেন ঘটনাস্থলে । একটি গাড়ি এসে ওই অফিসের সামনে দাঁড়ায় । গাড়িতে তিনজন ছিল । একজন দরজা খুলে বাইরে নামে । তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল । সে অফিসের ভিতরে ঢুকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ফিরে আসে ও গাড়িতে ঢুকে যায় । এরপরই খুব দ্রুত গাড়িটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় । পরে জানা যায়, ওই ব্যাগে এক কোটি টাকা ছিল । ওই প্রতিষ্ঠান থেকে এক কোটি টাকা লুঠ হয়েছে ।

আরও পড়ুন: Bank Robbery in Bardhaman : গ্রাহকদের মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাঙ্ক ডাকাতি বর্ধমানে, লুঠ প্রায় 30 লক্ষ টাকা

দিনের আলোয় এই ভাবে ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে । এই ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ব্যাঁটরা থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানের কেউ জড়িত থাকতে পারে । এত পরিমাণ টাকা নগদ ক্যাশ কাউন্টারে থাকবে, এই তথ্য অফিসের কর্মী ছাড়া জানা সম্ভব নয় । সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ । সিসিটিভির ফুটেজ থেকেও দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে ব্যাঁটরা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.