ETV Bharat / state

ঘরওয়াপসির পরেও শেষমেশ গেরুয়া রথেই জিতেন্দ্র - জিতেন্দ্র তিওয়ারি

একাধিক জল্পনার পর অবশেষে বিজেপিতে যোগ দিলেন জিতেন্দ্র তিওয়ারি ।

Assembly Election, 2021
Assembly Election, 2021
author img

By

Published : Mar 2, 2021, 6:51 PM IST

Updated : Mar 2, 2021, 10:27 PM IST

বৈদ্যবাটি, 2 মার্চ : মেলেনি হারানো সম্মান । একেবারে ভোটের মুখে এসে সব জল্পনা সত্যি করে পদ্ম শিবিরেই আসানসোলের প্রাক্তন মেয়র । আজ বিজেপি-তে যোগদান করলেন জিতেন্দ্র তিওয়ারি । পরিবর্তন যাত্রার পর বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের সভায় বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। বলেন, "মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব। গত 2 বছর ধরে প্রকাশ্যে মনের ভাবনা প্রকাশ করার সুযোগ ছিল না। আমি যেটা ভাবব সেটাই বলতে পারার সুযোগ করে দেওয়ার জন্য বিজেপির প্রতি কৃতজ্ঞতা।" পাশাপাশি তিনি আশাপ্রকাশ করে বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে।"

এর আগে তৃণমূল নেত্রীর মনে 'দুঃখ' দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন আসানসোলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি । এরপর তৃণমূলে থাকার সিদ্ধান্ত নেন তিনি । তবে, আজ দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। সূত্রের খবর, উত্তর আসানসোল কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়তে পারেন তিনি ।

পদ্মশিবিরে গিয়ে কী বললেন জিতেন্দ্র ?

আগেরবার জিতেন্দ্রর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা তৈরি হলেও বেঁকে বসেন বাবুল সুপ্রিয় । প্রবল আপত্তির কথা জানিয়ে সোশাল মিডিয়ায় আসানসোলের বিজেপি সাংসদ বলেছিলেন, "কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত । কিন্তু, আমি তাঁর বিজেপিতে যোগদান মেনে নিতে পারব না ।" দিলীপ ঘোষ, এমনকি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু, রূপা গঙ্গোপাধ্যায়ও বাবুলের পক্ষ নিয়েছিলেন সেই সময় । কিন্তু, এহেন বাবুলই আজ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে দলে স্বাগত জানালেন । বললেন, "কেউ যদি নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের কাজ করতে চান, তাঁকে বিজেপি-তে স্বাগত ।"

আরও পড়ুন : নন্দীগ্রামেই লড়ছেন ? জল্পনা উস্কে জুট কর্পোরেশনের পদ ছাড়লেন শুভেন্দু

সূত্রের খবর, তৃণমূলে থাকার কথা বললেও সেভাবে নিজের জায়গা ফিরে পাচ্ছিলেন না আসানসোলের প্রাক্তন মেয়র। দলের একাধিক কর্মসূচিতে তাঁকে ডাকা হয়নি বলে অভিযোগ । এই পরিস্থিতিতে ফের তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয় । শেষ পর্যন্ত আজই পদ্ম শিবিরে শামিল হলেন জিতেন্দ্র তিওয়ারি ।

আরও পড়ুন : বাংলায় রাম-দ্রোহীদের জায়গা দেবেন না মোদির 'সিদ্ধ-পুরুষ' যোগী

বৈদ্যবাটি, 2 মার্চ : মেলেনি হারানো সম্মান । একেবারে ভোটের মুখে এসে সব জল্পনা সত্যি করে পদ্ম শিবিরেই আসানসোলের প্রাক্তন মেয়র । আজ বিজেপি-তে যোগদান করলেন জিতেন্দ্র তিওয়ারি । পরিবর্তন যাত্রার পর বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের সভায় বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। বলেন, "মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব। গত 2 বছর ধরে প্রকাশ্যে মনের ভাবনা প্রকাশ করার সুযোগ ছিল না। আমি যেটা ভাবব সেটাই বলতে পারার সুযোগ করে দেওয়ার জন্য বিজেপির প্রতি কৃতজ্ঞতা।" পাশাপাশি তিনি আশাপ্রকাশ করে বলেন, "প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসবে।"

এর আগে তৃণমূল নেত্রীর মনে 'দুঃখ' দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন আসানসোলের দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি । এরপর তৃণমূলে থাকার সিদ্ধান্ত নেন তিনি । তবে, আজ দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। সূত্রের খবর, উত্তর আসানসোল কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়তে পারেন তিনি ।

পদ্মশিবিরে গিয়ে কী বললেন জিতেন্দ্র ?

আগেরবার জিতেন্দ্রর বিজেপি-তে যোগদানের সম্ভাবনা তৈরি হলেও বেঁকে বসেন বাবুল সুপ্রিয় । প্রবল আপত্তির কথা জানিয়ে সোশাল মিডিয়ায় আসানসোলের বিজেপি সাংসদ বলেছিলেন, "কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত । কিন্তু, আমি তাঁর বিজেপিতে যোগদান মেনে নিতে পারব না ।" দিলীপ ঘোষ, এমনকি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল, সায়ন্তন বসু, রূপা গঙ্গোপাধ্যায়ও বাবুলের পক্ষ নিয়েছিলেন সেই সময় । কিন্তু, এহেন বাবুলই আজ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ককে দলে স্বাগত জানালেন । বললেন, "কেউ যদি নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের কাজ করতে চান, তাঁকে বিজেপি-তে স্বাগত ।"

আরও পড়ুন : নন্দীগ্রামেই লড়ছেন ? জল্পনা উস্কে জুট কর্পোরেশনের পদ ছাড়লেন শুভেন্দু

সূত্রের খবর, তৃণমূলে থাকার কথা বললেও সেভাবে নিজের জায়গা ফিরে পাচ্ছিলেন না আসানসোলের প্রাক্তন মেয়র। দলের একাধিক কর্মসূচিতে তাঁকে ডাকা হয়নি বলে অভিযোগ । এই পরিস্থিতিতে ফের তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয় । শেষ পর্যন্ত আজই পদ্ম শিবিরে শামিল হলেন জিতেন্দ্র তিওয়ারি ।

আরও পড়ুন : বাংলায় রাম-দ্রোহীদের জায়গা দেবেন না মোদির 'সিদ্ধ-পুরুষ' যোগী

Last Updated : Mar 2, 2021, 10:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.