ETV Bharat / state

পোলিং এজেন্টের মাথা ফাটালেন তৃণমূল নেতা - election 2019

তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত । পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলীয় নেতার বিরুদ্ধে । ঘটনাটি ডানকুনির চাকুন্দি 196 নম্বর বুথের ।

জ়াকির হোসেন
author img

By

Published : May 7, 2019, 12:20 AM IST

Updated : May 7, 2019, 12:36 AM IST

শ্রীরামপুর, 7 মে : তৃণমূলের পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলীয় নেতার বিরুদ্ধে । ঘটনাটি চাকুন্দির 196 নম্বর বুথের ।

আক্রান্ত তৃণমূল এজেন্ট জ়াকির হোসেন । মেরে তাঁর নাক, মুখও ফাটিয়ে দেওয়া হয় । তাঁকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে । অভিযুক্ত শেখ জাহাঙ্গির তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ।

স্থানীয় তৃণমূল নেত্রীর বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে যান শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি । তাঁর আগে সেখান থেকে পালিয়ে যান জাহাঙ্গির । জ়াকির বলেন, "জাহাঙ্গির কংগ্রেসের হয়ে ভোট করাচ্ছিল । নিষেধ করায় মারধর করেছে ।"

শ্রীরামপুর, 7 মে : তৃণমূলের পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল দলীয় নেতার বিরুদ্ধে । ঘটনাটি চাকুন্দির 196 নম্বর বুথের ।

আক্রান্ত তৃণমূল এজেন্ট জ়াকির হোসেন । মেরে তাঁর নাক, মুখও ফাটিয়ে দেওয়া হয় । তাঁকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে । অভিযুক্ত শেখ জাহাঙ্গির তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি ।

স্থানীয় তৃণমূল নেত্রীর বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে যান শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি । তাঁর আগে সেখান থেকে পালিয়ে যান জাহাঙ্গির । জ়াকির বলেন, "জাহাঙ্গির কংগ্রেসের হয়ে ভোট করাচ্ছিল । নিষেধ করায় মারধর করেছে ।"

sample description
Last Updated : May 7, 2019, 12:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.