ETV Bharat / state

Khanakul TMC Inner Clash : খানাকুলে আক্রান্ত তৃণমূল নেতা, কাঠগড়ায় দলেরই অন্য গোষ্ঠী

খানাকুলে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷ কাঠগড়়ায় দলেরই অপর গোষ্ঠী ৷ ঘটনা ঘিরে উত্তপ্ত হুগলির খানাকুল-1 ব্লকের 1 নম্বর পোল এলাকা ৷ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত শেখ আসরফউল ৷

tmc panchayat member was attacked in khanakul by party members
Khanakul TMC Inner Clash : খানাকুলে আক্রান্ত তৃণমূল নেতা, কাঠগড়ায় দলেরই অন্য গোষ্ঠী
author img

By

Published : Nov 12, 2021, 3:39 PM IST

খানাকুল, 12 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল হুগলির খানাকুল ৷ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের অপর গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খানাকুল-1 ব্লকের 1 নম্বর পোল এলাকায় ৷ ঘটনায় জখম শেখ আসরফউল ওরফে শেখ বিলালের আঘাত গুরুতর বলে জানিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা, কর্মীরা ৷ আপাতত আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷

আরও পড়ুন : TMC : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে আহত রাজ্যের মন্ত্রী, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ আসরফউল স্থানীয় তৃণমূল নেতা নইমুল হকের অনুগামী ৷ এই নইমুল আবার খানাকুল-1 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ৷ অন্যদিকে, আসরফউলও তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷ নইমুল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে একটি ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন আসরফউল ৷ সেই সময়েই তাঁর উপর হামলা হয় ৷

সূত্রের দাবি, এই ঘটনায় নাম জড়িয়েছে ইলিয়াস চৌধুরীর ৷ তিনি তৃণমূলেরই খানাকুল-1 ব্লকের সভাপতি ৷ এবং নইমুল হকের বিরোধী গোষ্ঠীর নেতা ৷ অভিযোগ, বৃহস্পতিবার রাতে এই ইলিয়াসের নেতৃত্বেই আসরফউলের উপর হামলা চালানো হয় ৷ ঘটনার পর প্রথমে তাঁকে স্থানীয় খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর অবস্থার অবনতি হলে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আসরফউলের দলীয় সহকর্মী শেখ তাহরফ জানিয়েছেন, হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি ৷ তারা আসরফউলদের গাড়িটিও ভাঙচুর করে ৷

আরও পড়ুন : NJP Clash : ট্রাক সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত এনজেপি

ইলিয়াস চৌধুরী অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ৷ পাল্টা তাঁর দাবি, ঘটনার সময় তিনি বা তাঁর অনুগামীদের কেউই সেখানে ছিলেন না ৷ এদিকে, ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার আরামবাগ হাসপাতালে আহত আসরফউলের সঙ্গে দেখা করতে আসেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি পলাশ রায়-সহ অন্যরা ৷ তাঁদের বক্তব্য, হামলাকারীদের একটাই পরিচয় ৷ তারা দুষ্কৃতী ৷ দলমত নির্বিশেষে দোষীদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তাঁরা পুলিশকে সেই আবেদনই করেছেন বলে জানিয়েছেন পলাশ ৷

খানাকুল, 12 নভেম্বর : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল হুগলির খানাকুল ৷ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের অপর গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে খানাকুল-1 ব্লকের 1 নম্বর পোল এলাকায় ৷ ঘটনায় জখম শেখ আসরফউল ওরফে শেখ বিলালের আঘাত গুরুতর বলে জানিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতা, কর্মীরা ৷ আপাতত আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷

আরও পড়ুন : TMC : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝে পড়ে আহত রাজ্যের মন্ত্রী, রণক্ষেত্র মুর্শিদাবাদের বড়ঞা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ আসরফউল স্থানীয় তৃণমূল নেতা নইমুল হকের অনুগামী ৷ এই নইমুল আবার খানাকুল-1 পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ৷ অন্যদিকে, আসরফউলও তৃণমূল কংগ্রেস পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷ নইমুল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে একটি ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফিরছিলেন আসরফউল ৷ সেই সময়েই তাঁর উপর হামলা হয় ৷

সূত্রের দাবি, এই ঘটনায় নাম জড়িয়েছে ইলিয়াস চৌধুরীর ৷ তিনি তৃণমূলেরই খানাকুল-1 ব্লকের সভাপতি ৷ এবং নইমুল হকের বিরোধী গোষ্ঠীর নেতা ৷ অভিযোগ, বৃহস্পতিবার রাতে এই ইলিয়াসের নেতৃত্বেই আসরফউলের উপর হামলা চালানো হয় ৷ ঘটনার পর প্রথমে তাঁকে স্থানীয় খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর অবস্থার অবনতি হলে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ আসরফউলের দলীয় সহকর্মী শেখ তাহরফ জানিয়েছেন, হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি ৷ তারা আসরফউলদের গাড়িটিও ভাঙচুর করে ৷

আরও পড়ুন : NJP Clash : ট্রাক সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত এনজেপি

ইলিয়াস চৌধুরী অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ৷ পাল্টা তাঁর দাবি, ঘটনার সময় তিনি বা তাঁর অনুগামীদের কেউই সেখানে ছিলেন না ৷ এদিকে, ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শুক্রবার আরামবাগ হাসপাতালে আহত আসরফউলের সঙ্গে দেখা করতে আসেন আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল যুব সভাপতি পলাশ রায়-সহ অন্যরা ৷ তাঁদের বক্তব্য, হামলাকারীদের একটাই পরিচয় ৷ তারা দুষ্কৃতী ৷ দলমত নির্বিশেষে দোষীদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তাঁরা পুলিশকে সেই আবেদনই করেছেন বলে জানিয়েছেন পলাশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.