ETV Bharat / state

শ্রীরামপুরে চলল গুলি, জখম যুবক - bullet

শ্রীরামপুরের ঝাউবাগানে গুলিবিদ্ধ এক যুবক । মহম্মদ আকবর নামে ওই যুবক হাসপাতালে ভরতি । তদন্তে নেমেছে পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 7, 2019, 12:51 PM IST

Updated : May 7, 2019, 1:00 PM IST

শ্রীরামপুর, 7 মে : শ্রীরামপুরে গুলিবিদ্ধ এক যুবক । তার নাম মহম্মদ আকবর। তার ডান পায়ে গুলি লেগেছে । গতরাতে শ্রীরামপুরের ঝাউবাগান এলাকার ঘটনা । এই ঘটনায় অভিযুক্ত রাজা গুপ্ত পলাতক ।

অভিযুক্ত রাজা এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত । অভিযোগ, এলাকায় সাট্টার কারবার চালায় সে । গতরাতে বাড়ির অদূরে রাজার সঙ্গে গন্ডগোল হয় আকবরের । এরপরই গুলি চালায় রাজা । গুলি লাগে আকবরের ডান পায়ে । তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভরতি করা হয়েছে ।

জখম ব্যক্তির দিদির বক্তব্য

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার পর থেকেই পলাতক রাজা । পুলিশের খাতায় এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

শ্রীরামপুর, 7 মে : শ্রীরামপুরে গুলিবিদ্ধ এক যুবক । তার নাম মহম্মদ আকবর। তার ডান পায়ে গুলি লেগেছে । গতরাতে শ্রীরামপুরের ঝাউবাগান এলাকার ঘটনা । এই ঘটনায় অভিযুক্ত রাজা গুপ্ত পলাতক ।

অভিযুক্ত রাজা এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত । অভিযোগ, এলাকায় সাট্টার কারবার চালায় সে । গতরাতে বাড়ির অদূরে রাজার সঙ্গে গন্ডগোল হয় আকবরের । এরপরই গুলি চালায় রাজা । গুলি লাগে আকবরের ডান পায়ে । তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভরতি করা হয়েছে ।

জখম ব্যক্তির দিদির বক্তব্য

এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার পর থেকেই পলাতক রাজা । পুলিশের খাতায় এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

 ভোট শেষ হতেই পাণ্ডুয়ার হরালে CPIM এর দুই এজেন্টকে মারধর হুমকি বাড়ি ভাঙচুর।ঘটনাটি হরালের বড় মসজিদ তলা।গতকাল রাতে অন্ধকারে বাড়িতে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী।CPIM এজেন্ট আব্দুল রেজ্জাককে বেধড়ক মারধর করে।বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।ভোট শেষে বাড়ি ফেরার সময় আরেক এজেন্ট শেখ ইসরাফিল কেও মারধরের হুমকি দেওয়া হয়।তাদের অভিযোগ পাণ্ডুয়ার হরালে 65 66 নম্বর বুথে বামফ্রন্ট প্রার্থী প্রদীপ সাহার সমর্থনে এজেন্ট বসার কারণেই এই হামলা চালায় তৃণমূল।এর ভিত্তিতে পাণ্ডুয়া থানায় অভিযোগ জানায়।আজ সকালে পাণ্ডুয়া থানার পুলিশ আসে।খবর পেয়ে বামফ্রন্টের প্রার্থী প্রদীপ সাহা দেখা করতে যান।তিনি নির্বাচন কমিশন কে জানাবেন বিষয়টি। আব্দুল রেজ্জাক বলেন রাতের অন্ধকারে ইলেকট্রিক বন্ধ করে দিয়ে আমার বাড়ি হামলা চালানো হয়।তৃনমূলের পঞ্চায়েতে উপপ্রধান হাসিনুর রহমান নেতৃত্বে আমার বাড়িতে হামলা হয়েছে।আমার বাড়ির গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। তবে এবিষয়ে তৃণমূল অঞ্চল সভাপতি জামাল নাসের বলেন রেজ্জাক সাহেব চোরাই জিনিস পত্র এর ব্যবসা করে ।একটি চোরাই সাইকেল নিয়ে এই ঘটনা ঘটে।এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।আমরা যদি কিছু করতাম তাহলে সমস্ত এজেন্ট কে দিতে পারত বিরোধীরা।কাল শান্তি পূরণ ভোট হয়েছে।
Last Updated : May 7, 2019, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.