ETV Bharat / state

জয়শ্রীরাম বলায় BJP সমর্থককে টাঙ্গির কোপ ! - purshura

পুরশুড়ায় জয়শ্রীরাম বলায় মাথায় টাঙ্গির কোপ BJP সমর্থককে । আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন তিনি ।

জখম BJP সমর্থক
author img

By

Published : Jun 1, 2019, 10:35 PM IST

পুরশুড়া, 1 জুন : জয়শ্রীরাম বলায় মাথায় টাঙ্গির কোপ BJP সমর্থককে । অভিযোগের তির তৃণমূলের দিকে । জখম BJP কর্মীর নাম রণজিৎ দেবনাথ । তিনি আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় পুরশুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে সুবোধ দেবনাথ ও তুলসী দেবনাথ নামে দু'জনকে ।

30 মে বাড়ি ফেরার সময় পুরশুড়ার দেউল পাড়া গ্রামে রণজিতের উপর হামলা হয় । অভিযোগ, জয়শ্রীরাম বলার পরই তৃণমূলের বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয় । তাঁর মাথায় টাঙ্গি দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা । পরে স্থানীয়রা রণজিৎকে রক্তাক্ত অবস্থায় আরামবাগ হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি । গতকাল থানায় অভিযোগ দায়ের হয় । তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দু'জনকে । এবিষয়ে, স্থানীয় BJP নেতা অসিত কুণ্ডু বলেন, "মোদির শপথ গ্রহণের অনুষ্ঠান দেখার পর রাস্তা দিয়ে যাচ্ছিলেন রণজিৎ । তিনি জয়শ্রীরাম বলেন । তখনই তাঁর মাথায় কোপ মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি প্রশাসনকে ।"

তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুরশুড়া, 1 জুন : জয়শ্রীরাম বলায় মাথায় টাঙ্গির কোপ BJP সমর্থককে । অভিযোগের তির তৃণমূলের দিকে । জখম BJP কর্মীর নাম রণজিৎ দেবনাথ । তিনি আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় পুরশুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে সুবোধ দেবনাথ ও তুলসী দেবনাথ নামে দু'জনকে ।

30 মে বাড়ি ফেরার সময় পুরশুড়ার দেউল পাড়া গ্রামে রণজিতের উপর হামলা হয় । অভিযোগ, জয়শ্রীরাম বলার পরই তৃণমূলের বেশ কয়েকজন তাঁর উপর চড়াও হয় । তাঁর মাথায় টাঙ্গি দিয়ে কোপ মারে দুষ্কৃতীরা । পরে স্থানীয়রা রণজিৎকে রক্তাক্ত অবস্থায় আরামবাগ হাসপাতালে নিয়ে যায় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি । গতকাল থানায় অভিযোগ দায়ের হয় । তার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দু'জনকে । এবিষয়ে, স্থানীয় BJP নেতা অসিত কুণ্ডু বলেন, "মোদির শপথ গ্রহণের অনুষ্ঠান দেখার পর রাস্তা দিয়ে যাচ্ছিলেন রণজিৎ । তিনি জয়শ্রীরাম বলেন । তখনই তাঁর মাথায় কোপ মারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি প্রশাসনকে ।"

তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:জয় শ্রী রাম বলাতে টাঙ্গি মাথায় কোপ বিজেপির এক সমর্থকের।অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।আহতের নাম রনজিৎ দেবনাথ।ঘটনাটি পুরশুড়ার দেউল পাড়া গ্রামের।নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী ঘোষণার পরই বাড়ি ফেরার সময় রঞ্জিতের উপর হামলা হয়।অভিযোগ জয় শ্রী রাম বলার পরই তৃণমূলের বেশ কয়েকজন তারউপর চড়াও হয়।তাকে টাঙ্গি দিয়ে মাথায় কোপা মারে।পরে রক্তাক্ত অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়।সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের।এই ঘটনায় পুরশুড়া থানার পুলিশ সুবোধ দেবনাথ ও তুলসী দেবনাথকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে খবর পারিবারিক গন্ডগোলের জেরে এই ঘটনা।
Body:বিজেপি নেতা অসিত কুন্ডু বলেন মোদির শপথ গ্রহণের পরই রাস্তা দিয়ে যাচ্ছি।তার অপরাধ জয় শ্রী রাম বলতেই মাথায় কোপ মারে।এই সমস্ত বন্ধ করতে হবে।যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.