তারকেশ্বর, ২৩ ফেব্রুয়ারি : রাজ্যে এবার বাম্পার আলুর ফলন হয়েছে। তাই রাজ্যবাসীকে বেশি করে আলু খেতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারকেশ্বরে সরকারি সভায় মুখ্যমন্ত্রী বলেন, "এবার বেশি আলু হয়েছে। আগামী বছর কৃষকদের বলছি আলু ছাড়াও অন্য চাষ করবেন। আর সবাইকে বলবেন আলু বেশি করে খেতে। আমিও সবাইকে বলছি আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পাপড়ি ও আলুর দম খান। আলু দিয়ে মাছের ঝোলও খান। সবাই একটু বেশি করে খাবেন।"
আলুর অতিরিক্ত উৎপাদন ও দাম কম নিয়েও নিজের দুশ্চিন্তার কথা জানান মুখ্যমন্ত্রী। বলেন, "আমরা অনেককেই বলেছিলাম, এত আলু চাষ না করে অন্য সবজি চাষ করুন। কিন্তু চাষি ভাইরা তা শোনেননি। তবে আমার চাষিদের আলু বিক্রি হবে। আমরা বিক্রি করতে সাহায্য করব। জানি সারা দেশে মন্দা চলছে। তাই কৃষকরা খুব অসহায়। কিছুদিন বাদে আলুর দাম কমতে পারে। চিন্তা করবেন না। সরকার আপনাদের সঙ্গে আছে।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "চাষিদের সুবিধার্থে রাজ্য সরকার ১০ লাখ মেট্রিক টন আলু কিনবে। এর জন্য অতিরিক্ত সাড়ে পাঁচশো কোটি টাকা খরচ হবে। আলু পরিবহনের জন্য আরও ১০০ কোটি টাকা খরচ হবে। মিড ডে মিল, ICDS-র জন্যও কৃষকদের থেকে আলু কিনতে নির্দেশ দিয়েছি। মোট ৬৫০ কোটি টাকা খুব কষ্ট করে ব্যবস্থা করেছি। চাষিদের থেকে সরাসরি আলু কিনে নেবে সরকার।"