ETV Bharat / state

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য, ধৃত মহিলা

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করায় এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ । হুগলি জেলা পরিষদ সদস্যার অভিযোগের ভিত্তিতেই ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ ।

ধৃত বহ্নি ঘোষ
author img

By

Published : Jun 18, 2019, 6:02 AM IST

হুগলি, 18 জুন: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করায় গ্রেপ্তার এক মহিলা । হুগলির চণ্ডিতলার পানপাড়ার ঘটনা ।

জানা গেছে, ওই মহিলার নাম বহ্নি ঘোষ । গত 14 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে গালিগালাজ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন বহ্নি । মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে অসম্মান করার জন্য তার বিরুদ্ধে চণ্ডিতলা থানায় অভিযোগ দায়ের করেন হুগলি জেলা পরিষদ সদস্যা অনিন্দিতা মণ্ডল । তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গতকাল বহ্নি ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ । পরে পুলিশ ওই মহিলাকে শ্রীরামপুর আদালতে তোলে ।

অনিন্দিতা মণ্ডলের অভিযোগ, বাংলার জননেত্রীকে সোশাল মিডিয়ায় গালিগালাজ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া বেশ কিছু লেখাও শেয়ার করেন বহ্নি ঘোষ । একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করার অধিকার কারোর নেই ।

হুগলি, 18 জুন: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করায় গ্রেপ্তার এক মহিলা । হুগলির চণ্ডিতলার পানপাড়ার ঘটনা ।

জানা গেছে, ওই মহিলার নাম বহ্নি ঘোষ । গত 14 জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে গালিগালাজ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন বহ্নি । মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে অসম্মান করার জন্য তার বিরুদ্ধে চণ্ডিতলা থানায় অভিযোগ দায়ের করেন হুগলি জেলা পরিষদ সদস্যা অনিন্দিতা মণ্ডল । তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গতকাল বহ্নি ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ । পরে পুলিশ ওই মহিলাকে শ্রীরামপুর আদালতে তোলে ।

অনিন্দিতা মণ্ডলের অভিযোগ, বাংলার জননেত্রীকে সোশাল মিডিয়ায় গালিগালাজ করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া বেশ কিছু লেখাও শেয়ার করেন বহ্নি ঘোষ । একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করার অধিকার কারোর নেই ।

আরও খবর পড়ুন : পরিবহকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

আরও খবর পড়ুন : BJP-র পৌরনিগম দখল অভিযানে ধুন্ধুমার হাওড়ায়

Intro:সোশ্যাল মিডিযায় মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য এক মহিলার।তার জেরে তৃণমূলের জেলা পরিষদ সদস্যা র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় বানী ঘোষকে।বাড়ি চন্ডিতলায় পানপাড়ায়।14তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্যেশ করে অশীল গালিগালাজ লিখে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। তারপরই মুখ্যমন্ত্রী কে অসমান করার জন্য চন্ডীতলার থানায় অভিযোগ জানান জেলা পরিষদ সদস্যা অনিন্দিতা মন্ডল।সেই ভিত্তিতে ই আজ ঐ মহিলা গ্রেফতার করে চন্ডিতলা থানার পুলিশ।পরে শ্রীরামপুর আদালতে পাঠায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে বেশ কয়েকটি অশালীন মন্তব্য লেখেন এবং মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া কিছু লেখা শেয়ার করেন এতে মুখ্যমন্ত্রী সহ সমস্ত নারীদের অপমান হয়েছে বলে মনে করেন তৃণমূলের জেলা পরিষদ সদস্যা।
তবে বাণী দেবীর বক্তব্য আমি পোস্ট করেছিলাম তাই আমাকে গ্রেফতার করা হয়েছে।
সদস্যা অনিন্দিতা দেবীর অভিযোগ আমাদের জননেত্রী কে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে গালিগালাজ ও অশীল ভাষা বলেছেন কেন।একজন মহিলা মুখ্যমন্ত্রী কে এই ভাবে অপমান করার অধিকার কারুর নেই ।এর বিরুদ্ধে আমরা কোন মতেই মেনে নেব না।Body:WB_HGL_17JUNE MAMATA FACEBOOK POST ARREST_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.