ETV Bharat / state

দায়িত্ব পেয়েই দিলীপ খুনের কিনারায় নামলেন হুমায়ুন কবির

গতকালই চন্দননগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পান । আর আজই ব্যান্ডেলে আসেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির । কথা বলেন মৃত দিলীপ রামের স্ত্রী নীতু সিং ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে । তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ।

হুমায়ুন কবীর
author img

By

Published : Jul 2, 2019, 11:34 PM IST

Updated : Jul 3, 2019, 12:07 AM IST

ব্যান্ডেল, 2 জুলাই : দায়িত্ব নেওয়ার পর আজ ব্যান্ডেলে আসেন চন্দননগরের নতুন পুলিশ কমিশনার হুমায়ুন কবির । আজ ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্লাটফর্মের সামনের রেললাইন ঘুরে দেখেন । যান নেতাজি পার্কে মৃত তৃণমূল নেতা দিলীপ রামের বাড়িও । কথা বলেন তাঁর স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান নীতু সিংয়ের সঙ্গেও ।

muder, dilip ram, investigation
দিলীপ রামের খুনের কিনারায় নামলেন হুমায়ুন কবীর

গত মাসের 29 তারিখ তৃণমূল নেতা দিলীপ রামকে খুন করে দুষ্কৃতীরা । ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্লাটফর্মের কাছে তাঁকে পিছন থেকে গুলি করা হয় । আজ সেই ঘটনাস্থান ঘুরে দেখেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির । দিলীপবাবুর নেতাজি পার্কের বাড়ি ও তাঁর ফ্লাটেও যান । তাঁর সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান স্বাতী ভাঙালিয়া, ACP 1 জস্প্রীত সিং । কথা বলেন দিলীপবাবুর স্ত্রী নীতু সিং, পঞ্চায়েত সদস্য অধ্যেশ সিং ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ।

ভিডিয়োয় দেখুন

দিলীপ রামের স্ত্রী নীতু সিং বলেন, "CP স্যার এসেছিলেন । আমি যা জানতাম সব বললাম । 3 দিন তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি । আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম তাদের নাম বলেছি । দেখুক এবার পুলিশ কী করতে পারে । দিলীপবাবু ভালো সমাজসেবী ছিলেন । তিনি থাকলে তাঁর জায়গাটা BJP নিতে পারত না । রাজনৈতিক স্বার্থেই খুন করা হয়েছে । " তিনি আরও জানান, তাঁকে কেউ কোনওদিন কোনও হুমকি দেননি । তবে দিলীপবাবুকে হুমকি দেওয়া শুরু হয়েছিল গত মে মাসের 23 তারিখ থেকে, যেদিন লকেট চ্যাটার্জি সাংসদ নির্বাচিত হন ।

আরও পড়ুন : তৃণমূল নেতা দিলীপ খুনের জের? সরানো হল পুলিশ কমিশনারকে

দিলীপ রাম খুনের পর পরই সরানো হয়েছিল চুঁচড়া থানার IC নিরুপম ঘোষকে । তাঁর জায়গায় আনা হয়েছিল অরিজিৎ দাশগুপ্তকে । সেইসঙ্গে বদলি করা হয়েছিল ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকেও । গতকালই চন্দননগরের পুলিশ কমিশনার অভিষেক চতুর্বেদীকে সরিয়ে দায়িত্বে আনা হয় হুমায়ুন কবিরকে । আর আজই তিনি ঘটনাস্থান পরিদর্শনে যান ।

আরও পড়ুন : ব্যান্ডেলে তৃণমূল নেতা খুন, CBI তদন্তের দাবি স্ত্রী নীতুর

হুমায়ুন কবিরের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "তদন্তের স্বার্থে আজ আমরা এসেছি । পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে । এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । "

ব্যান্ডেল, 2 জুলাই : দায়িত্ব নেওয়ার পর আজ ব্যান্ডেলে আসেন চন্দননগরের নতুন পুলিশ কমিশনার হুমায়ুন কবির । আজ ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্লাটফর্মের সামনের রেললাইন ঘুরে দেখেন । যান নেতাজি পার্কে মৃত তৃণমূল নেতা দিলীপ রামের বাড়িও । কথা বলেন তাঁর স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান নীতু সিংয়ের সঙ্গেও ।

muder, dilip ram, investigation
দিলীপ রামের খুনের কিনারায় নামলেন হুমায়ুন কবীর

গত মাসের 29 তারিখ তৃণমূল নেতা দিলীপ রামকে খুন করে দুষ্কৃতীরা । ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্লাটফর্মের কাছে তাঁকে পিছন থেকে গুলি করা হয় । আজ সেই ঘটনাস্থান ঘুরে দেখেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির । দিলীপবাবুর নেতাজি পার্কের বাড়ি ও তাঁর ফ্লাটেও যান । তাঁর সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান স্বাতী ভাঙালিয়া, ACP 1 জস্প্রীত সিং । কথা বলেন দিলীপবাবুর স্ত্রী নীতু সিং, পঞ্চায়েত সদস্য অধ্যেশ সিং ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ।

ভিডিয়োয় দেখুন

দিলীপ রামের স্ত্রী নীতু সিং বলেন, "CP স্যার এসেছিলেন । আমি যা জানতাম সব বললাম । 3 দিন তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি । আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলাম তাদের নাম বলেছি । দেখুক এবার পুলিশ কী করতে পারে । দিলীপবাবু ভালো সমাজসেবী ছিলেন । তিনি থাকলে তাঁর জায়গাটা BJP নিতে পারত না । রাজনৈতিক স্বার্থেই খুন করা হয়েছে । " তিনি আরও জানান, তাঁকে কেউ কোনওদিন কোনও হুমকি দেননি । তবে দিলীপবাবুকে হুমকি দেওয়া শুরু হয়েছিল গত মে মাসের 23 তারিখ থেকে, যেদিন লকেট চ্যাটার্জি সাংসদ নির্বাচিত হন ।

আরও পড়ুন : তৃণমূল নেতা দিলীপ খুনের জের? সরানো হল পুলিশ কমিশনারকে

দিলীপ রাম খুনের পর পরই সরানো হয়েছিল চুঁচড়া থানার IC নিরুপম ঘোষকে । তাঁর জায়গায় আনা হয়েছিল অরিজিৎ দাশগুপ্তকে । সেইসঙ্গে বদলি করা হয়েছিল ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্তকেও । গতকালই চন্দননগরের পুলিশ কমিশনার অভিষেক চতুর্বেদীকে সরিয়ে দায়িত্বে আনা হয় হুমায়ুন কবিরকে । আর আজই তিনি ঘটনাস্থান পরিদর্শনে যান ।

আরও পড়ুন : ব্যান্ডেলে তৃণমূল নেতা খুন, CBI তদন্তের দাবি স্ত্রী নীতুর

হুমায়ুন কবিরের কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "তদন্তের স্বার্থে আজ আমরা এসেছি । পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে । এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । "

Intro:দিলীপ রামের খুনে ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। দায়িত্ব নেওয়ার পর আজ বিকেলে ঘটনাস্থলে এলেন পুলিশ কমিশনার হুমায়ূন কবির।তৃনমূল নেতা দিলীপ রাম খুনের ঘটনায় গতকালই সরিয়ে দেওয়া হয় চন্দননগরের পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদীকে।তার জায়গায় CP করা হয় হুমায়ুন কবিরকে।আজ ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মের সামনে রেল লাইন,যেখানে দিলীপ রামকে গুলি করে মারা হয়েছিল সেই জায়গা ঘুরে দেখেন নতুন সিপি।পরে ব্যান্ডেলের নেতাজি পার্কের দিলীপ রামের বাড়ি যান।সেখানে গোয়েন্দা প্রধান স্বাতী ভাঙালিয়া, ACP 1 জস্প্রীত সিং সহ দায়িত্ব অফিসার দের নিয়ে স্ত্রী নীতু সিং, পঞ্চায়েত সদস্য অধ্যেশ সিং ও তার অন্যান্য পরিবারের ব্যক্তিদের সঙ্গে কথা বলেন CP।তদন্তের স্বার্থে দিলীপ রামের ফ্লাটেও যান অফিসার।প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যান্ডেলের বিভিন্ন জায়গায় যান নতুন CP।
দিলীপ রামের স্ত্রী নীতু সিং বলেন CP সাহেব কথা বার্তা বলেন।তিনদিন হলেও এখন ও পর্যন্ত কেউ ধরা পড়েনি।ওনারা এখন ও কোন খুনের ক্লু পায়নি।আমি যে চার জনের বিরুদ্ধে অভিযোগ করেছি তাদের নাম ও বললাম।তারপর কি হয় দেখা যাক।ব্যান্ডেলে সমাজসেবী হিসাবে কাজ করত।দিলীপ থাকলে বিজেপি ব্যান্ডেলে দখল নিতে পারছিল না।তাই খুন করে সরিয়ে দিলেই সমস্যা মিটে যাবে বলেই এই খুন।রাজনৈতিক স্বার্থের জন্য এই খুন বলে দাবি করেন স্ত্রী নীতু।জমি নিয়ে কোন গন্ডগোল কথা স্বীকার করেছেন দিলীপের স্ত্রী।লোকসভা ভোটে জেতার পরই দিলীপ কে ফোন করে হুমকি দেওয়া শুরু হয়েছে ।নীতু দেবীকে অবশ্য কোন হুমকি ফোন করেনি দুষ্কৃতীরা।

পুলিশের তরফে CP হুমায়ুন কবির আজ ব্যান্ডেল স্টেশনে তার সহকারীর কাছে কিভাবে খুন হয়েছে।সেই ছবি দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার শুরু করেন।অপরাধীরা খুন করে ট্রেন করেই পালিয়েছে কিনা সেটা ও তদন্ত করছে পুলিশ।কোন প্রত্যক্ষ দর্শী আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।কারণ অফিস টাইমে অনেকেই 5নম্বর প্লাটফর্মে হাজির ছিল।তারা অপরাধীদের দেখেছে কিনা।অথবা রাস্তার অন্য পাশে বাইক রাখা ছিল কিনা সেটাও তদন্ত করছে চন্দননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ।তবে সকাল 9.21 থেকে 9.25 নাগাদ খুন করা হয়েছে দিলীপ রাম কে।তার বাড়ি থেকে রাজেন্দ্রর বলে এক ব্যক্তি প্রতিদিনের মতো এই দিনও ছেড়ে দেয় স্টেশন রোডে টিকিট কাউন্টারের কাছে।তবে চন্দননগর কমিশনারেটের CP হুমায়ুন কবির এদিন বলেন তদন্তের স্বার্থে আমরা এসেছি।পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে।এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি।
Body:WB_HGL_02JUL_BANDEL MURDER CP VISIT_7203418Conclusion:
Last Updated : Jul 3, 2019, 12:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.