ETV Bharat / state

'মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য', সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে অভিযোগ থানায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এই অভিযোগে তাঁর বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

fir against soumitra khan for his alleged comments on mamata banerjee
'মমতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য', সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে অভিযোগ থানায়
author img

By

Published : Jan 31, 2021, 7:18 PM IST

খণ্ডঘোষ, 31 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। এই খবর জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার খণ্ডঘোষের বেরুগ্রামে বিজেপির এক জনসভায় সৌমিত্র খাঁ বলেন, ''আমরা সকালে ঘুম থেকে উঠে ঠাকুর দেবতার নাম করি। আমরা বলি হর হর মহাদেব। আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন? হর হর মহাদেব বলা যাবে না। আর তাঁর পেটোয়ারা বলছেন, শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে শিবপুজো করা হোক। তাই যাঁকে আপনারা বিশ্বাস করবেন, সে আপনার সম্মান শেষ করে দেবে।''

ওই সভায় সায়নী ঘোষ ও দেবলীনা দত্তদের উদ্দেশে সৌমিত্র বলেন, ''আমি সায়নী ঘোষকে বলতে চাই, তোমরা ধর্মতলায় বসে বসে নাটক করছ। ওই ধর্মতলায় বসে অনেক কিছু করছ, আমরা তো বলছি না। কিন্তু তৃণমূল কংগ্রেসের চাকরের মতো কিছু অভিনেতা-অভিনেত্রীরা বলছে দুর্গাপূজার অষ্টমীর দিনে গোরুর মাংস খাওয়া হবে। আমাদের শিবলিঙ্গকে যাঁরা অপমান করেছেন, তাঁরাই আসল যৌন কর্মী বলে মনে করি। তাই এই ধরনের কথা বলছেন। না-হলে এই ধরনের কথা বলতে পারেন না। এই ধরনের অপমান করতে পারেন না। সায়নিরা আজ উলটো পালটা কথা বলছেন। তাই আজ বলে রাখি, যাঁরা উলটো পালটা কথা বলছেন, তাঁরা ওই যৌন পেশায় যুক্ত।''

আরও পড়ুন: "ভালো থেকো সুজাতা"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে বেড়ুগ্রামের এক মহিলা খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। ওই মহিলা লিখিত অভিযোগ করে পুলিশকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি হিন্দু দেবদেবীদের নিয়েও তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। এ ছাড়া তিনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন।

যদিও এ বিষয়ে সৌমিত্র খাঁকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে বিজেপি জেলা নেতাদের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হচ্ছে।

খণ্ডঘোষ, 31 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য মহিলাদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা। এই খবর জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার খণ্ডঘোষের বেরুগ্রামে বিজেপির এক জনসভায় সৌমিত্র খাঁ বলেন, ''আমরা সকালে ঘুম থেকে উঠে ঠাকুর দেবতার নাম করি। আমরা বলি হর হর মহাদেব। আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন? হর হর মহাদেব বলা যাবে না। আর তাঁর পেটোয়ারা বলছেন, শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে শিবপুজো করা হোক। তাই যাঁকে আপনারা বিশ্বাস করবেন, সে আপনার সম্মান শেষ করে দেবে।''

ওই সভায় সায়নী ঘোষ ও দেবলীনা দত্তদের উদ্দেশে সৌমিত্র বলেন, ''আমি সায়নী ঘোষকে বলতে চাই, তোমরা ধর্মতলায় বসে বসে নাটক করছ। ওই ধর্মতলায় বসে অনেক কিছু করছ, আমরা তো বলছি না। কিন্তু তৃণমূল কংগ্রেসের চাকরের মতো কিছু অভিনেতা-অভিনেত্রীরা বলছে দুর্গাপূজার অষ্টমীর দিনে গোরুর মাংস খাওয়া হবে। আমাদের শিবলিঙ্গকে যাঁরা অপমান করেছেন, তাঁরাই আসল যৌন কর্মী বলে মনে করি। তাই এই ধরনের কথা বলছেন। না-হলে এই ধরনের কথা বলতে পারেন না। এই ধরনের অপমান করতে পারেন না। সায়নিরা আজ উলটো পালটা কথা বলছেন। তাই আজ বলে রাখি, যাঁরা উলটো পালটা কথা বলছেন, তাঁরা ওই যৌন পেশায় যুক্ত।''

আরও পড়ুন: "ভালো থেকো সুজাতা"

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে বেড়ুগ্রামের এক মহিলা খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করেন। ওই মহিলা লিখিত অভিযোগ করে পুলিশকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি হিন্দু দেবদেবীদের নিয়েও তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। এ ছাড়া তিনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন।

যদিও এ বিষয়ে সৌমিত্র খাঁকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে বিজেপি জেলা নেতাদের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.