ETV Bharat / state

"জয় শ্রী রাম" বলায় বিজেপি দম্পতিকে মারধর

author img

By

Published : Jan 17, 2021, 6:58 PM IST

বিজেপি দম্পতি গতকাল রাতে চায়ে পে চর্চার অনুষ্ঠান থেকে ফিরছিলেন । ফেরার সময় তাঁরা "জয় শ্রী রাম" ধ্বনি দিতে থাকেন । অভিযোগ, সেই সময় তাঁদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।

BJP couple has been beaten up for saying Jay Shri Ram at Khanakul
জয় শ্রী রাম বলায় খানাকুলে বিজেপি দম্পতিকে মারধর

খানাকুল, 17 জানুয়ারি : চায়ে পে চর্চার অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন এক বিজেপি দম্পতি । ফেরার সময় আচমকা তাঁদের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । অপরাধ, তাঁরা "জয় শ্রী রাম" বলেছিলেন । গতকাল রাতে খানাকুলের হরিশ্চক এলাকায় ওই দম্পতির উপর হামলা হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । তৃণমূলের তরফে অবশ্য এই ঘটনাকে পারিবারিক সমস্যা বলে উল্লেখ করা হয়েছে । আক্রান্ত উত্তম দাস ও গঙ্গাবালা দাসকে আরামবাগ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

উত্তম ও গঙ্গাবালা এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত । গতকাল রাতে বিজেপির চায়ে পে চর্চায় যোগ দিতে গিয়েছিলেন তাঁরা । ফেরার পথে উত্তম একাধিকবার জয় শ্রী রাম বলতে থাকেন । অভিযোগ এতেই শাসকদলের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে । তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । এদিকে স্বামীকে বাঁচাতে গিয়ে গঙ্গাবালাও আক্রান্ত হন । এমনকী দুষ্কৃতীরা তাঁদের বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ করেছেন দম্পতি । স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ।

আরও পড়ুন : কুণাল ঘোষকে 'ছিঁচকে চোর' বলে কটাক্ষ সৌমিত্র খাঁয়ের

গঙ্গাবালা বলেন, "আমার স্বামী বিজেপি করেন । দলের কর্মসূচি থেকে ফেরার পথে জয় শ্রীরাম বলেছিলেন । তৃণমূলের লোকেরা আমাদের মারধর করে । আমরা থানায় অভিযোগ জানিয়েছি ।" ঘটনাপ্রসঙ্গে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, "তৃণমূলের সংস্কৃতি এখন এরকম হয়ে গিয়েছে । মানুষ যত ওদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ততই ওরা প্রতিহিংসা পরায়ন হয়ে যাচ্ছে । তাই আমাদের কর্মীদের উপর ওরা আক্রমণ করছে ।" এই বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য নজিবুল করিম বলেন, "এটা পুরোপুরি পারিবারিক অশান্তির জের । এতে কোনও রাজিনৈতিক ব্যাপার নেই ।" খানাকুল থানার পুলিশ জানিয়েছে, "অভিযোগ পেয়েছি । ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।"

খানাকুল, 17 জানুয়ারি : চায়ে পে চর্চার অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন এক বিজেপি দম্পতি । ফেরার সময় আচমকা তাঁদের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী । অপরাধ, তাঁরা "জয় শ্রী রাম" বলেছিলেন । গতকাল রাতে খানাকুলের হরিশ্চক এলাকায় ওই দম্পতির উপর হামলা হয় । অভিযোগের তির তৃণমূলের দিকে । তৃণমূলের তরফে অবশ্য এই ঘটনাকে পারিবারিক সমস্যা বলে উল্লেখ করা হয়েছে । আক্রান্ত উত্তম দাস ও গঙ্গাবালা দাসকে আরামবাগ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

উত্তম ও গঙ্গাবালা এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত । গতকাল রাতে বিজেপির চায়ে পে চর্চায় যোগ দিতে গিয়েছিলেন তাঁরা । ফেরার পথে উত্তম একাধিকবার জয় শ্রী রাম বলতে থাকেন । অভিযোগ এতেই শাসকদলের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে । তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । এদিকে স্বামীকে বাঁচাতে গিয়ে গঙ্গাবালাও আক্রান্ত হন । এমনকী দুষ্কৃতীরা তাঁদের বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ করেছেন দম্পতি । স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ।

আরও পড়ুন : কুণাল ঘোষকে 'ছিঁচকে চোর' বলে কটাক্ষ সৌমিত্র খাঁয়ের

গঙ্গাবালা বলেন, "আমার স্বামী বিজেপি করেন । দলের কর্মসূচি থেকে ফেরার পথে জয় শ্রীরাম বলেছিলেন । তৃণমূলের লোকেরা আমাদের মারধর করে । আমরা থানায় অভিযোগ জানিয়েছি ।" ঘটনাপ্রসঙ্গে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, "তৃণমূলের সংস্কৃতি এখন এরকম হয়ে গিয়েছে । মানুষ যত ওদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ততই ওরা প্রতিহিংসা পরায়ন হয়ে যাচ্ছে । তাই আমাদের কর্মীদের উপর ওরা আক্রমণ করছে ।" এই বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সদস্য নজিবুল করিম বলেন, "এটা পুরোপুরি পারিবারিক অশান্তির জের । এতে কোনও রাজিনৈতিক ব্যাপার নেই ।" খানাকুল থানার পুলিশ জানিয়েছে, "অভিযোগ পেয়েছি । ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.