হুগলি, 29 মার্চ: হোলিতে নৌকায় চড়ে প্রচার সারলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । আজ চুঁচুড়া ঘাট থেকে ডানলপ ঘাট পর্যন্ত বিভিন্ন ঘাটে জনসংযোগ করেন তিনি ।আগামীদিনে বিজেপিকে ক্ষমতায় আনলে গঙ্গার বিভিন্ন ঘাটের সংস্কার হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন ।
সোমবার হোলির দিনে গঙ্গার বিভিন্ন ঘাটে স্নান করতে আসা মানুষজনের সঙ্গে জনসংযোগ বাড়াতেই নৌকায় প্রচার চালালেন লকেট চট্টোপাধ্যায় । এ দিন নৌকা থেকেই পদ্ম ফুল ও পতাকা দেখিয়ে তিনি প্রচার চালান । সাংসদ ও চুঁচুড়ার বিজেপি প্রার্থী বলেন, "এই সরকার কোনও উন্নয়নের কাজ করতে দেয় না । সাংসদ তহবিলের টাকাও খরচ করতে দেয় না ।আগামী দিনে সরকারে এলে আমরা কাজ করব ।"
চুঁচুড়ায় যাঁরা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাঁদের উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, "মোদি সরকার মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের জন্য তহবিল গঠন করেছে । বাংলা যেহেতু মাছের উপর নির্ভর করে । তাদের অবশ্যই উন্নয়ন করব ।"
আরও পড়ুন: বাপ ব্যাটার অনুমতিতে ঢুকেছিল চটি পরা পুলিশ, বিস্ফোরক মমতা
তিনি আরও বলেন, "আমার চোখ এখন ভালো আছে । তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে একজন মহিলার উপর হামলা চালিয়েছে । আমি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছি । এটা করে আমার প্রচারকে যাতে বন্ধ করা যায় তার চেষ্টা করেছে । আমি জানি আমাদের নিজেদের জায়গা করতে হবে । এসব করে দমাতে পারবে না । চুঁচুড়া কেন, সারা বাংলা জুড়ে পদ্ম ফুটবে ।"