ETV Bharat / state

BJP-র ডাকে 12 ঘণ্টা বনধ, সুনসান খানাকুল - Strike at khanakul

খানাকুলে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে BJP-তৃণমূলের সংঘর্ষে গতকাল গেরুয়া শিবিরের এক কর্মীর মৃত্যু হয় । আজ 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে BJP । সেই মতোই সকাল থেকেই সুনসান এলাকা ।

aa
খানাখুল
author img

By

Published : Aug 16, 2020, 12:47 PM IST

Updated : Aug 16, 2020, 1:05 PM IST

খানাকুল, 16 অগাস্ট: খানাকুলে দলীয় কর্মীর খুনের প্রতিবাদে আজ 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে BJP নেতৃত্ব । সেই মতো সকাল থেকেই নিশ্চুপ 23টি পঞ্চায়েত এলাকা । জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত দোকানপাট । গতকাল জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে BJP-তৃণমূল সংঘর্ষে গেরুয়া শিবিরের এক কর্মীর মৃত্যু হয় ।

অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ । বনধ সফল করতে সকাল থেকে নতিবপুর এলাকায় পথে নামেন BJP কর্মী-সমর্থকরা । রাস্তায় টায়ার জ্বালিয়ে বনধ সফল করার চেষ্টা করা হয় । খানাকুলের বিভিন্ন এলাকায় পুলিশি টহল চলছে ।

BJP-র ডাকা বনধে সুনসান খানাকুলের বিভিন্ন এলাকা

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে গতকাল সকালে রণক্ষেত্রের চেহারা নেয় খানাকুলের নতিবপুর । তৃণমূল ও BJP-র সংঘর্ষে গেরুয়া শিবিরের কর্মী সুদর্শন প্রামাণিকের মৃত্যু হয় । শাসকদল তাঁকে খুন করেছে বলে অভিযোগ করে BJP । খুনের প্রতিবাদে গতকাল গৌড়হাটি মোড়ে মৃতদেহ রাস্তায় রেখে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন BJP নেতৃত্ব । সেখান থেকেই আজকের বনধের কথা ঘোষণা করা হয় ৷

খানাকুল, 16 অগাস্ট: খানাকুলে দলীয় কর্মীর খুনের প্রতিবাদে আজ 12 ঘণ্টার বনধের ডাক দিয়েছে BJP নেতৃত্ব । সেই মতো সকাল থেকেই নিশ্চুপ 23টি পঞ্চায়েত এলাকা । জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সমস্ত দোকানপাট । গতকাল জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে BJP-তৃণমূল সংঘর্ষে গেরুয়া শিবিরের এক কর্মীর মৃত্যু হয় ।

অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ । বনধ সফল করতে সকাল থেকে নতিবপুর এলাকায় পথে নামেন BJP কর্মী-সমর্থকরা । রাস্তায় টায়ার জ্বালিয়ে বনধ সফল করার চেষ্টা করা হয় । খানাকুলের বিভিন্ন এলাকায় পুলিশি টহল চলছে ।

BJP-র ডাকা বনধে সুনসান খানাকুলের বিভিন্ন এলাকা

স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে গতকাল সকালে রণক্ষেত্রের চেহারা নেয় খানাকুলের নতিবপুর । তৃণমূল ও BJP-র সংঘর্ষে গেরুয়া শিবিরের কর্মী সুদর্শন প্রামাণিকের মৃত্যু হয় । শাসকদল তাঁকে খুন করেছে বলে অভিযোগ করে BJP । খুনের প্রতিবাদে গতকাল গৌড়হাটি মোড়ে মৃতদেহ রাস্তায় রেখে আরামবাগ-কলকাতা রাজ্য সড়ক অবরোধ করেন BJP নেতৃত্ব । সেখান থেকেই আজকের বনধের কথা ঘোষণা করা হয় ৷

Last Updated : Aug 16, 2020, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.