ETV Bharat / state

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

2 জন বিজেপি কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে সুরজিৎ ঘোড়ই নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ ।

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
author img

By

Published : Mar 26, 2021, 3:38 PM IST

আরামবাগ, 26 মার্চ : আরামবাগের কেশবপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে আরামবাগ থানার কেশবপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । শুক্রবার বিজেপি প্রার্থী মধুসূদন বাগের ওই এলাকায় প্রচারের জন্য বৃহস্পতিবার বিকেলে কেশবপুর এলাকায় দলীয় পতাকা, ফেস্টুন লাগিয়েছিলেন বিজেপির কর্মীরা। এরপরই রাতে বাড়িতে ঢুকে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ।

ঘটনায় 2 জন বিজেপি কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির পক্ষ থেকে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে সুরজিৎ ঘোড়ই নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ ।

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : হুগলির পেয়ারাপুরে চলছে নিষিদ্ধ পোস্ত চাষ, কাঠগড়ায় শাসকদল

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগ তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায় । তিনি বলেন, ‘‘মারধরের ঘটনায় তৃণমূল কোনওভাবে জড়িত নয় ।’’ তাঁর পাল্টা অভিযোগ, এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় পতাকা এবং ফেস্টুন ছিড়ে দিয়েছে । তার প্রতিবাদ করত গেলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । এতে তৃণমূলের দু‘জন আহত হয়ে হাসপাতালে ভর্তি বলেও পলাশ রায় অভিযোগ করেন ।

আরামবাগ, 26 মার্চ : আরামবাগের কেশবপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব ।

অভিযোগ, বৃহস্পতিবার রাতে আরামবাগ থানার কেশবপুর এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । শুক্রবার বিজেপি প্রার্থী মধুসূদন বাগের ওই এলাকায় প্রচারের জন্য বৃহস্পতিবার বিকেলে কেশবপুর এলাকায় দলীয় পতাকা, ফেস্টুন লাগিয়েছিলেন বিজেপির কর্মীরা। এরপরই রাতে বাড়িতে ঢুকে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ ।

ঘটনায় 2 জন বিজেপি কর্মী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির পক্ষ থেকে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে সুরজিৎ ঘোড়ই নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ ।

বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : হুগলির পেয়ারাপুরে চলছে নিষিদ্ধ পোস্ত চাষ, কাঠগড়ায় শাসকদল

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আরামবাগ তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায় । তিনি বলেন, ‘‘মারধরের ঘটনায় তৃণমূল কোনওভাবে জড়িত নয় ।’’ তাঁর পাল্টা অভিযোগ, এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় পতাকা এবং ফেস্টুন ছিড়ে দিয়েছে । তার প্রতিবাদ করত গেলে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় । এতে তৃণমূলের দু‘জন আহত হয়ে হাসপাতালে ভর্তি বলেও পলাশ রায় অভিযোগ করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.