ETV Bharat / state

মাস্ক ও স্যানিটাইজ়ারের দাবিতে বিক্ষোভ বিস্কুট কারখানার শ্রমিকদের - হুগলি

মাস্ক ,স্যানিটাইজ়ার ও সামাজিক দূরত্বের কোনও নিয়মই মানা হচ্ছে না কারখানায় । তাই সকাল থেকে প্রধান গেটের সামনে বিক্ষোভ দেখান ডানকুনি বিস্কুট কারখানার শ্রমিকরা ।

মাস্ক ও স্যানিটাইজ়ারের দাবিতে বিক্ষোভ বিস্কুট কারখানার শ্রমিকদের
মাস্ক ও স্যানিটাইজ়ারের দাবিতে বিক্ষোভ বিস্কুট কারখানার শ্রমিকদের
author img

By

Published : Mar 28, 2020, 6:07 PM IST

ডানকুনি, 28 মার্চ : মাস্ক ও স্যানিটাইজ়ারের দাবিতে বিক্ষোভ দেখালেন ডানকুনি বিস্কুট কারখানার শ্রমিকরা । কারখানায় কোরোনা ভাইরাসের প্রতিরোধের কোনও ব্যবস্থা নেই । তাই কাজে যোগ দিতে নারাজ শ্রমিকরা । অভিযোগ মাস্ক ,স্যানিটাইজ়ার ও সামাজিক দূরত্বের কোনও নিয়মই মানা হচ্ছে না কারখানায় । তাই সকাল থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ।

শুধু কারখানায় মাস্ক বা স্যানিটাউজ়ারের দাবি নয়, রাস্তায় বেরোলে যে পুলিশি হয়রানির শিকার হতে হয় তার বিরুদ্ধেও সরব হন শ্রমিকরা । এই বিস্কুট কারখানায় 500-600 শ্রমিক কাজ করেন । বর্তমান পরিস্থিতিতে কারখানায় শ্রমিকের জন্য যাতায়াতের কোনও ব্যবস্থা নেই । অভিযোগ, রাস্তায় বের হলে বা হোটেলে খেতে গেলেই পুলিশ লাঠি নিয়ে তাড়া করছে । লকডাউনের জেরে ট্রেন, বাসও বন্ধ । তাই ডানকুনির বাইরে থেকে আসা শ্রমিকরা কীভাবে কাজে যোগ দেবেন তাও কারখান কর্তৃপক্ষের ভেবে দেখা উচিৎ বলে জানান তাঁরা ।

এক সঙ্গে একাধিক শ্রমিক কাজ করার ফলে কোরোনা ভাইরাসের সংক্রমন ছড়ানোর আশঙ্কা রয়েছে । তাই কারখানায় কাজ করতে রাজি নয় বলে জানিয়ে দেন প্রায় 300-র বেশি শ্রমিক । উপযুক্ত পরিকাঠামো না থাকলে কাজ করা সম্ভব নয় তাঁদের পক্ষে । যদিও কারখানা কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । সঙ্গে শ্রমিকরা কাজ যাতে বন্ধ না করে তার জন্যও অনুরোধ করা হয়েছে ৷

dankuni
মাস্ক ও স্যানিটাইজ়ারের দাবিতে বিক্ষোভ বিস্কুট কারখানার শ্রমিকদের

কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকারি নিয়ম অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ছে বিস্কুট । তাই কারখানা চালানোর ব্যাপারে কোনও বাধ্যবাধকতা নেই । ডানকুনি থানার অনুমতি মিলেছে । শ্রমিকদের কার্ড থাকলে কোনও সমস্যা হবে না । আর কোরোনা ভাইরাসের জন্য সমস্ত সতর্কীকরণ ব্যবস্থা নেওয়া হচ্ছে শ্রমিকদের জন্য ।

ডানকুনি, 28 মার্চ : মাস্ক ও স্যানিটাইজ়ারের দাবিতে বিক্ষোভ দেখালেন ডানকুনি বিস্কুট কারখানার শ্রমিকরা । কারখানায় কোরোনা ভাইরাসের প্রতিরোধের কোনও ব্যবস্থা নেই । তাই কাজে যোগ দিতে নারাজ শ্রমিকরা । অভিযোগ মাস্ক ,স্যানিটাইজ়ার ও সামাজিক দূরত্বের কোনও নিয়মই মানা হচ্ছে না কারখানায় । তাই সকাল থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ।

শুধু কারখানায় মাস্ক বা স্যানিটাউজ়ারের দাবি নয়, রাস্তায় বেরোলে যে পুলিশি হয়রানির শিকার হতে হয় তার বিরুদ্ধেও সরব হন শ্রমিকরা । এই বিস্কুট কারখানায় 500-600 শ্রমিক কাজ করেন । বর্তমান পরিস্থিতিতে কারখানায় শ্রমিকের জন্য যাতায়াতের কোনও ব্যবস্থা নেই । অভিযোগ, রাস্তায় বের হলে বা হোটেলে খেতে গেলেই পুলিশ লাঠি নিয়ে তাড়া করছে । লকডাউনের জেরে ট্রেন, বাসও বন্ধ । তাই ডানকুনির বাইরে থেকে আসা শ্রমিকরা কীভাবে কাজে যোগ দেবেন তাও কারখান কর্তৃপক্ষের ভেবে দেখা উচিৎ বলে জানান তাঁরা ।

এক সঙ্গে একাধিক শ্রমিক কাজ করার ফলে কোরোনা ভাইরাসের সংক্রমন ছড়ানোর আশঙ্কা রয়েছে । তাই কারখানায় কাজ করতে রাজি নয় বলে জানিয়ে দেন প্রায় 300-র বেশি শ্রমিক । উপযুক্ত পরিকাঠামো না থাকলে কাজ করা সম্ভব নয় তাঁদের পক্ষে । যদিও কারখানা কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে । সঙ্গে শ্রমিকরা কাজ যাতে বন্ধ না করে তার জন্যও অনুরোধ করা হয়েছে ৷

dankuni
মাস্ক ও স্যানিটাইজ়ারের দাবিতে বিক্ষোভ বিস্কুট কারখানার শ্রমিকদের

কারখানা কর্তৃপক্ষ জানায়, সরকারি নিয়ম অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ছে বিস্কুট । তাই কারখানা চালানোর ব্যাপারে কোনও বাধ্যবাধকতা নেই । ডানকুনি থানার অনুমতি মিলেছে । শ্রমিকদের কার্ড থাকলে কোনও সমস্যা হবে না । আর কোরোনা ভাইরাসের জন্য সমস্ত সতর্কীকরণ ব্যবস্থা নেওয়া হচ্ছে শ্রমিকদের জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.