ETV Bharat / state

চন্দননগরে ফের কোরোনায় মৃত্যু, এবার শিক্ষিকা - a teacher died due to corona in Hooghly

পোলবার কাশ্বারা প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন সৌমি সাহা । বেশ কয়েকদিন আগে কোরোনা উপসর্গ নিয়ে চন্দননগর হাসপাতালে ভরতি হন । অবস্থার অবনতি হওয়ায় ব্যান্ডেল ESI-এ কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । আজ সকাল দশটা নাগাদ তার মৃত্যু হয় ।

a teacher died due to corona in Hooghly
কোরোনায় মৃত্যু শিক্ষিকার
author img

By

Published : Jul 14, 2020, 9:37 PM IST

Updated : Jul 14, 2020, 9:53 PM IST

চন্দননগর, 14 জুলাই : চন্দননগর মহকুমা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের মৃত্যু হয় গতকাল । ফের আজ কোরোনায় মৃত্যু হল চন্দননগরের এক শিক্ষিকার । মৃতার নাম সৌমি সাহা (34) । বাড়ি চন্দননগর মুন্সিপুকুর এলাকায় ।

পোলবার কাশ্বারা প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন সৌমি সাহা । লকডাউন চলাকালীন মাস দেড়েক আগে দিল্লিবাসী এক পাত্রকে বিবাহ করেন সৌমি । তারপর থেকে চন্দননগরেই নিজের বাবা মার সঙ্গে থাকত সে । জানা গেছে কয়েকদিন ধরে জ্বর শ্বাস কষ্টে ভুগছিলেন শিক্ষিকা । তার বাবা কোরোনা পজ়িটিভ ছিলেন । শিক্ষিকারও পজ়িটিভ হওয়ায় হোম আইসোলেশনে ছিলেন । বেশ কয়েকদিন আগে কোরোনা উপসর্গ নিয়ে চন্দননগর হাসপাতালে ভরতি হন । অবস্থার অবনতি হওয়ায় ব্যান্ডেলে ESI-এ কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । আজ সকাল দশটা নাগাদ তার মৃত্যু হয় ।

হুগলি জেলার তৃণমূলের শিক্ষা সেলের মনোজ চক্রবর্তী শিক্ষিকার মৃত্যু প্রসঙ্গে বলেন, "আমরা সকলেই শোকাহত ।"

ইতিমধ্যেই শ্রীরামপুরের পৌরসভা সাত দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে । পৌরসভার এক কর্মী কোরোনা পজ়িটিভ হওয়াতে এই সিদ্ধান্ত । হুগলিতে কোরোনা আক্রান্ত এর সংখ্যা বেড়েই চলেছে । জেলা প্রশাসন তরফে এখনও শ্রীরামপুর ও চন্দননগর মহকুমায় বেশ কিছু এলাকাকে কন্টেইনমেন্ট ঘোষণা করেছে প্রশাসন । কিন্তু যে এলাকাগুলিতে নতুন করে সংক্রমণ বাড়ছে সে এলাকাগুলি কি আবারও লকডাউনের আওয়াতায় আনা হবে কি না সেই নিয়ে দুশ্চিন্তায় দুই শহরের মানুষ ।

চন্দননগর, 14 জুলাই : চন্দননগর মহকুমা শাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের মৃত্যু হয় গতকাল । ফের আজ কোরোনায় মৃত্যু হল চন্দননগরের এক শিক্ষিকার । মৃতার নাম সৌমি সাহা (34) । বাড়ি চন্দননগর মুন্সিপুকুর এলাকায় ।

পোলবার কাশ্বারা প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন সৌমি সাহা । লকডাউন চলাকালীন মাস দেড়েক আগে দিল্লিবাসী এক পাত্রকে বিবাহ করেন সৌমি । তারপর থেকে চন্দননগরেই নিজের বাবা মার সঙ্গে থাকত সে । জানা গেছে কয়েকদিন ধরে জ্বর শ্বাস কষ্টে ভুগছিলেন শিক্ষিকা । তার বাবা কোরোনা পজ়িটিভ ছিলেন । শিক্ষিকারও পজ়িটিভ হওয়ায় হোম আইসোলেশনে ছিলেন । বেশ কয়েকদিন আগে কোরোনা উপসর্গ নিয়ে চন্দননগর হাসপাতালে ভরতি হন । অবস্থার অবনতি হওয়ায় ব্যান্ডেলে ESI-এ কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । আজ সকাল দশটা নাগাদ তার মৃত্যু হয় ।

হুগলি জেলার তৃণমূলের শিক্ষা সেলের মনোজ চক্রবর্তী শিক্ষিকার মৃত্যু প্রসঙ্গে বলেন, "আমরা সকলেই শোকাহত ।"

ইতিমধ্যেই শ্রীরামপুরের পৌরসভা সাত দিনের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে । পৌরসভার এক কর্মী কোরোনা পজ়িটিভ হওয়াতে এই সিদ্ধান্ত । হুগলিতে কোরোনা আক্রান্ত এর সংখ্যা বেড়েই চলেছে । জেলা প্রশাসন তরফে এখনও শ্রীরামপুর ও চন্দননগর মহকুমায় বেশ কিছু এলাকাকে কন্টেইনমেন্ট ঘোষণা করেছে প্রশাসন । কিন্তু যে এলাকাগুলিতে নতুন করে সংক্রমণ বাড়ছে সে এলাকাগুলি কি আবারও লকডাউনের আওয়াতায় আনা হবে কি না সেই নিয়ে দুশ্চিন্তায় দুই শহরের মানুষ ।

Last Updated : Jul 14, 2020, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.