শিলিগুড়ি, 9 মার্চ : শিলিগুড়ির বিধান নগরে দোলের মিছিলের দখল নিল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) । মিছিলে যোগ দিয়ে সরকারকে কটাক্ষ স্থানীয় নেতা প্রণবেশ মণ্ডলের । ঘটনায় অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল । প্রণবেশবাবুকে শোকজ় করা হবে বলে জানান জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার । পরে ছ'বছরের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় ।
আজ দুপুরে শিলিগুড়ির বিধান নগরে দোলযাত্রাকে কেন্দ্র করে মিছিলের ডাক দেয় বিধান নগর প্রচারক মণ্ডলী । মিছিল শুরুতে সেখানে হাজির ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের তৃণমূল নেতা কাজল ঘোষসহ একাধিক তৃণমূলের নেতারা । মিছিল শুরু হতেই সেখান থেকে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানার প্রকাশ্যে মিছিলে হাঁটেন হাজার হাজার স্থানীয় মানুষ । পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছাড়েন কাজল ঘোষ । যদিও স্থানীয় তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল সেই মিছিলে সামিল হন । রাজ্য সরকারের বিরুদ্ধে সেখানে বক্তব্যও রাখেন তিনি । তৃণমূলের হয়ে শাসক দলের বিরুদ্ধে বক্তব্য রাখায় হকচকিয়ে যায় অনেকেই ।
এবিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তৃণমূলের কাজল ঘোষ জানান, এখানে কোনও ধর্ম বা রাজনৈতিক দলের বিষয় ছিল না । তাই মিছিল শুরুর আগে সেখানে গেছিলাম । কিন্তু জয় শ্রীরাম ধ্বনি এবং বিশ্ব হিন্দু পরিষদের ব্যানার দেখে সেখান থেকে চলে আসি । সেখানে আমাদের স্থানীয় এক তৃণমূল নেতা হাজির ছিলেন । তিনি সেখানে সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন বলে শুনেছি ।
এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রণবেশ মণ্ডল জানান, আমি তৃণমূলেই আছি । এই উৎসব কোনও রাজনৈতিক দল বা সংগঠনের উৎসব ছিল না । তাই মিছিলে গেছি । আর সরকারের বিরুদ্ধেও সেভাবে কিছু বলিনি । তবে স্থানীয় মানুষের দাবি ছিল শ্মশানঘাট তৈরি করা । তা হয়নি । সে কথা প্রকাশ্যে বলেছি । মিছিল খুব অল্প সময় ছিলাম । এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ।
শিলিগুড়ি জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, ঘটনার কথা শুনেছি । ওই নেতাকে শোকজ় করা হবে । কেন তিনি ওই মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে এক মঞ্চে ছিলেন এবং কেন সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন তা জানতে চাওয়া হবে । কিছুক্ষণ পরে অবশ্য তিনি জানান, দলে থেকে দলের ক্ষতি যারা করে তাদের দলে রাখার কোনও মানেই হয় না । তাই প্রণবেশ মণ্ডলকে আগামী ছ'বছরের জন্য বহিষ্কার করা হল ।