ETV Bharat / state

সময় অপচয় না করে সবার একসঙ্গে কাজ করা উচিত, ‘ইন্ডিয়া’ ব্লক নিয়ে মন্তব্য অভিষেকের - বিধানসভা নির্বাচন

Abhishek Banerjee on INDIA Block: পাঁচ রাজ্য়ের বিধানসভা ভোটে তিন রাজ্যে বিজেপি জিতেছে ৷ এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত, সময় অপচয় না করে সবার একসঙ্গে কাজ করা উচিত ৷ ‘ইন্ডিয়া’ ব্লক নিয়ে তিনি এই মন্তব্য করেছেন ৷

Abhishek Banerjee on INDIA Block
Abhishek Banerjee on INDIA Block
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 4:19 PM IST

Updated : Dec 4, 2023, 7:29 PM IST

শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা ও শিলিগুড়ি, 4 ডিসেম্বর: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে 2024 সালের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলে ধরা হচ্ছিল ৷ সেই সেমিফাইনালে কংগ্রেসকে কার্যত কোণঠাসা করে দিয়েছে বিজেপি ৷ হিন্দিবলয়ের তিন রাজ্যে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমি মনে করি আমাদের কাছে সময় অত্যন্ত কম, সময় অপচয় না করে সবার একসঙ্গে কাজ করা উচিত ৷’’

সোমবার অভিষেক কলকাতা থেকে রওনা দিয়ে শিলিগুড়ি পৌঁছান কার্শিয়াংয়ে যাওয়ার জন্য ৷ সেখানে তাঁর পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ৷ শিলিগুড়ি রওনা হওয়ার কলকাতা বিমানবন্দরে ‘ইন্ডিয়া’ ব্লক প্রসঙ্গে একথা বলেন তিনি ৷ পরে শিলিগুড়িতে নেমে একই প্রসঙ্গে তিনি বলেন, "সময় অনেক কম । যত দ্রুত সম্ভব নিজেদের মতানৈক্য দূরে সরিয়ে রেখে ময়দানে নামলে আগামী নির্বাচনে ভালো ফল করা যাবে ।’’

এই নিয়ে তিনি আরও বলেন, "জোটের পরবর্তী বৈঠকে সব ঠিক হবে । সবশেষে সবাই মিলে বিজেপির স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করছে । সময় অত্যন্ত কম । সময়ের সদ্ব্যবহার করা উচিত । যত দ্রুত সম্ভব নিজেদের ব্যক্তির স্বার্থের উর্ধ্বে উঠে রাজনৈতিক মতভেদ বাইরে রেখে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে লড়াই করার সুযোগ করে দিলে তাতে মানুষের লাভ হবে । দেশের লাভ হবে ।"

কলকাতায় অবশ্য তিনি জানান যে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ মানুষ ঠিক করবে ৷ একই সঙ্গে কংগ্রেস প্রসঙ্গে তিনি জানান, কংগ্রেসের রাজ্যস্তরের অনেক নেতার আত্মতুষ্টির জন্যই এই পরিস্থিতি ৷ পরে শিলিগুড়িতে ‘ইন্ডিয়া’ ব্লকে কংগ্রেসের ভূমিকা নিয়ে তিনি বলেন, "কংগ্রেস যে সবাইকে এককাট্টা করে লড়াই শুরু করেছে সেটা আরও কার্যকরী করতে হবে । তাতে বেশি লাভ হবে । রাজস্থান ও ছত্তিশগড়ে খুব কম মার্জিনে কংগ্রেস পরাজিত হয়েছে ।"

পাশাপাশি তিনি পাঁচ রাজ্যের ভোটে জয়ীদের শুভেচ্ছা জানান ৷ একই সঙ্গে স্পষ্ট করেন যে এই ফলের জন্য চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে, এমনটা ভাবার কোনও কারণ নেই ৷ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘2018 সালে যখন তিনটে রাজ্যে, বিশেষ করে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেস জিতেছিল, তখন সবাই বলেছিল যে এই নির্বাচনের কোনও প্রভাব 2019-এর সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনে পড়বে না ৷ তখন সেটা বিজেপির নেতৃত্বের তরফ থেকেই বলা হয়েছে ৷ তাদের যুক্তি ধরলে পাঁচ রাজ্যে ভোটের ফলের এই প্রভাব 2024-এ পড়বে না ৷’’

অন্যদিকে রাজ্যে ফের কেন্দ্রীয় সংস্থার অভিযান প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপির ডবল ইঞ্জিন হল এক দিকে ইডি, আরেক দিকে সিবিআই । করছে করুক । এতে আর নতুন কী? বছরের পর বছর ধরে এই রাজনীতিই চলছে । ইডি-সিবিআইকে হাতিয়ার করে কেউ যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে সেটা বেশিদিন স্থায়ী থাকে না ।’’

আরও পড়ুন:

  1. রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণের পক্ষে ফের সওয়াল অভিষেকের
  2. 'মোদির সমকক্ষ কেউ নেই তা ফের প্রমাণিত', 3 রাজ্যে জয়ের পর 24 নিয়েও আশাবাদী সুকান্ত-দিলীপ
  3. 'চার রাজ্যের ভোটের ফল জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক', তাৎপর্যপূর্ণ মন্তব্য নীতীশের মন্ত্রীর

শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা ও শিলিগুড়ি, 4 ডিসেম্বর: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনকে 2024 সালের লোকসভা নির্বাচনের সেমিফাইনাল বলে ধরা হচ্ছিল ৷ সেই সেমিফাইনালে কংগ্রেসকে কার্যত কোণঠাসা করে দিয়েছে বিজেপি ৷ হিন্দিবলয়ের তিন রাজ্যে ক্ষমতা দখল করেছে গেরুয়া শিবির ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমি মনে করি আমাদের কাছে সময় অত্যন্ত কম, সময় অপচয় না করে সবার একসঙ্গে কাজ করা উচিত ৷’’

সোমবার অভিষেক কলকাতা থেকে রওনা দিয়ে শিলিগুড়ি পৌঁছান কার্শিয়াংয়ে যাওয়ার জন্য ৷ সেখানে তাঁর পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ৷ শিলিগুড়ি রওনা হওয়ার কলকাতা বিমানবন্দরে ‘ইন্ডিয়া’ ব্লক প্রসঙ্গে একথা বলেন তিনি ৷ পরে শিলিগুড়িতে নেমে একই প্রসঙ্গে তিনি বলেন, "সময় অনেক কম । যত দ্রুত সম্ভব নিজেদের মতানৈক্য দূরে সরিয়ে রেখে ময়দানে নামলে আগামী নির্বাচনে ভালো ফল করা যাবে ।’’

এই নিয়ে তিনি আরও বলেন, "জোটের পরবর্তী বৈঠকে সব ঠিক হবে । সবশেষে সবাই মিলে বিজেপির স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করছে । সময় অত্যন্ত কম । সময়ের সদ্ব্যবহার করা উচিত । যত দ্রুত সম্ভব নিজেদের ব্যক্তির স্বার্থের উর্ধ্বে উঠে রাজনৈতিক মতভেদ বাইরে রেখে যে যেখানে শক্তিশালী তাকে সেখানে লড়াই করার সুযোগ করে দিলে তাতে মানুষের লাভ হবে । দেশের লাভ হবে ।"

কলকাতায় অবশ্য তিনি জানান যে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ মানুষ ঠিক করবে ৷ একই সঙ্গে কংগ্রেস প্রসঙ্গে তিনি জানান, কংগ্রেসের রাজ্যস্তরের অনেক নেতার আত্মতুষ্টির জন্যই এই পরিস্থিতি ৷ পরে শিলিগুড়িতে ‘ইন্ডিয়া’ ব্লকে কংগ্রেসের ভূমিকা নিয়ে তিনি বলেন, "কংগ্রেস যে সবাইকে এককাট্টা করে লড়াই শুরু করেছে সেটা আরও কার্যকরী করতে হবে । তাতে বেশি লাভ হবে । রাজস্থান ও ছত্তিশগড়ে খুব কম মার্জিনে কংগ্রেস পরাজিত হয়েছে ।"

পাশাপাশি তিনি পাঁচ রাজ্যের ভোটে জয়ীদের শুভেচ্ছা জানান ৷ একই সঙ্গে স্পষ্ট করেন যে এই ফলের জন্য চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে, এমনটা ভাবার কোনও কারণ নেই ৷ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘2018 সালে যখন তিনটে রাজ্যে, বিশেষ করে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেস জিতেছিল, তখন সবাই বলেছিল যে এই নির্বাচনের কোনও প্রভাব 2019-এর সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনে পড়বে না ৷ তখন সেটা বিজেপির নেতৃত্বের তরফ থেকেই বলা হয়েছে ৷ তাদের যুক্তি ধরলে পাঁচ রাজ্যে ভোটের ফলের এই প্রভাব 2024-এ পড়বে না ৷’’

অন্যদিকে রাজ্যে ফের কেন্দ্রীয় সংস্থার অভিযান প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপির ডবল ইঞ্জিন হল এক দিকে ইডি, আরেক দিকে সিবিআই । করছে করুক । এতে আর নতুন কী? বছরের পর বছর ধরে এই রাজনীতিই চলছে । ইডি-সিবিআইকে হাতিয়ার করে কেউ যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে সেটা বেশিদিন স্থায়ী থাকে না ।’’

আরও পড়ুন:

  1. রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারণের পক্ষে ফের সওয়াল অভিষেকের
  2. 'মোদির সমকক্ষ কেউ নেই তা ফের প্রমাণিত', 3 রাজ্যে জয়ের পর 24 নিয়েও আশাবাদী সুকান্ত-দিলীপ
  3. 'চার রাজ্যের ভোটের ফল জাতীয় রাজনীতির জন্য ইতিবাচক', তাৎপর্যপূর্ণ মন্তব্য নীতীশের মন্ত্রীর
Last Updated : Dec 4, 2023, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.